Today 19 Jun 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অশ্বডিম্ব – ৫

লিখেছেন: মরুভূমির জলদস্যু | তারিখ: ১৮/১০/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1181বার পড়া হয়েছে।

অশ্বডিম্ব – ৫
সামান্য বেড়াবার রোগ আছে আমার। অল্প যা বেড়িয়েছি তখন কিছু ছবি তুলে রেখেছি। ফটোগ্রাফাররা ক্যামেরায় চোখ রেখে ছবির সমুদ্রে ডুব দিয়ে মুক্ত তুলে আনার মত অসাধারণ সব দৃশ্য তুলে নিয়ে আসেন তাদের ছবিতে। আমি কিন্তু তা নই। আমি যা তুলি তা অশ্বডিম্ব ছাড়া আর কিছু না। সেই সব অশ্বডিম্বের ঝুড়ি থেকে ১০টি অশ্বডিম্ব আপনাদের সামনে এখন উপস্থিত।

১। ত্রিরত্ন
স্থান : জৈনা বাজার, গাজীপুর।
সময় : ০২/০৫/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80

২। প্রিয় মুখ
স্থান : সিলেট, মালনিছড়া চাবাগান।
সময় : ২৪/০৯/২০১১ ইং
ক্যামেরা : Nikon D80

৩। ফুল
স্থান : এখন মনে পড়ছে না।
সময় : ০৯/১১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

৪। খেলা
স্থান : বেংকক, থাইল্যন্ড।
সময় : ২৪/১২/২০১০ ইং
ক্যামেরা : Sony DSC-W370

৫। আনমনে
স্থান : রাজবাড়ী।
সময় : ০৪/০৩/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

৬। বৃক্ষচারী
স্থান : গাজীপুর।
সময় : ১৩/০৫/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

৭। আদুরে
স্থান : এখন মনে পড়ছে না।
সময় : ০৯/১১/২০১২ ইং
ক্যামেরা : Nikon D80

৮। দোস্তি
স্থান : বাড্ডা।
সময় : ১৩/০২/২০১৩ ইং
ক্যামেরা : Nikon D80

৯। ছবির পোকা
স্থান : ময়মনসিংহ।
সময় : ৩১/০৭/২০১৫ ইং
ক্যামেরা : Canon EOS 1100D

ছবির কথা : একটি হিন্দু বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম দাওয়াতী হয়ে। বাইরে বেরিয়ে কিছু ছবি তোলার চেষ্টা করতে ছিলাম, কিন্তু প্রতিটা ছবিতে এই পোকা নিজের কোন না কোন অংশ ঢুকিয়ে দেয়ার চেষ্টায় ছিল।

১০। গায়ের মুখ
স্থান : ময়মনসিংহ।
সময় : ৩১/০৭/২০১৫ ইং
ক্যামেরা : Canon EOS 1100D

১,১৭১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের মরুভূমির জলদস্যুর নিমন্ত্রণ।
সর্বমোট পোস্ট: ৯৭ টি
সর্বমোট মন্তব্য: ২৯৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-৩০ ১৫:৫৮:৫৮ মিনিটে
Visit মরুভূমির জলদস্যু Website.
banner

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top