Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আইয়ো আমগো বাইতে

লিখেছেন: সুমাইয়া বরকতউল্লাহ্ | তারিখ: ১২/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1375বার পড়া হয়েছে।

আম-কাঁডোলের জেফত দিলাম
আমগো বাইত আইয়ো
বিছায়ে দিমু শীতলপাটি
আরাম কইরা বইয়ো

আইয়ো তোমরা আইয়ো কিন্তু
আইয়ো আমগো বাইতে
পাকনা আম কাডাল দিমু
আশ মিটাইয়া খাইতে

চিড়া-মুড়ি-দধি দিমু
আম-কাডোলের রসে
দাদীর হাতের পিঠা খাবে
রান্নাঘরে বসে।

দেখবে ঘুরে এই গেরামের
মানুষ কত ভালোরে
দেখলে মেমান নেবে টেনে
মুখটা করে আলোরে

জেফত দিলাম ভাইয়া আপু
আইয়ো সবাই আইয়ো
আইবা কিন্তু তোমগো ইচ্ছায়
আমার ইচ্ছায় যাইয়ো

১,৪৮৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি সুমাইয়া বরকতউল্লাহ্। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। ব্লগ আমার কাছে একটা বিশাল লাইব্রেরির মতো। অনেক কিছুই শেখা যায় এখান থেকে। ব্লগ পড়তে আমার খুব ভাল লাগে। আমি পড়ালেখার ফাঁকে ব্লগ পড়ি আর মাঝেমধ্যে লিখি। আমি আশা করি যারা ব্লগে লিখেন তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আমার প্রকাশিত বইঃ ৩টি। নামঃ ১) ছোট আপুর বিয়ে। সাহিত্যকাল প্রকাশনী থেকে ২০১২ সালে প্রকাশিত। ২) দুই বন্ধু ও মেকাও পাখির গল্প এবং ৩) ভূতের পেটে টুনির বাসা। এ দুটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালে সাহস পাবলিকেশান্স থেকে। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) ৪ বার জাতিসংঘ-ইউনিসেফ-এর মীনা মিডিয়া এ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরষ্কার পেয়েছি। প্রাপ্ত পুরস্কার ১. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ ২০১৩ (১ম পুরস্কার) ২. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৮ (২য় পুরস্কার) ৩. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৯ (২য় পুরস্কার) ৪. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০১০ (২য় পুরস্কার) ৫. ’ডানো ভাইটা-কিডস’ মাসিক সাতরং’-ব্র্যাকগল্পলেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার (২০০৯) ৬. ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৭-এ অন্যতম সেরা গল্পকার পুরস্কার। ৭. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৭) অন্যতম সেরা লেখক পুরস্কার ৮. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৮) অন্যতম সেরা লেখক পুরস্কার ৯. ’চিলড্রেন্স ফিল্ম সোসাইটি-বগুড়া’ এর গল্পলেখা প্রতিযোগিতায় ২য় পুরস্কার (২০০৯) ১০. প্রথম আলোর ‘বদলের বয়ান’-এ লেখা প্রতিযোগিতায় (২০০৯) ২য় পুরস্কার ১১. আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ২০১০-এ গল্পলেখা পর্বে ‘অন্যতম সেরা গল্পকার’ পুরস্কার। ১২. কথাসাহিত্য কেন্দ্র পুরস্কার ২০১১ ঢাকা। ২য় পুরস্কার। ১৩. ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা-২০১২ অন্যতম সেরা গল্পকার পুরষ্কার
সর্বমোট পোস্ট: ১৭৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-৩০ ০৮:০৯:০৬ মিনিটে
banner

১৬ টি মন্তব্য

  1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    শিরোনাম কিছুটা ছোট হচ্ছে ভাল লাগল। কবিতা বা ছড়ার শিরোনাম এক শব্দ বা দুই শব্দ হলে খুব ভাল হয়।

    • সুমাইয়া বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

      শিরোনামটা কি হাইরা ছোটোমোটো করলে ভালো লাগবে ভাইয়া?
      শিরোনামটা ছোট করতে করতে “জেফত” লিখলে কেমন হবে?
      ধন্যবাদ।

  2. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

    বেশ মজা পাইলাম। আপনার জন্য আমি ছড়া পোষ্ট করেছি। চোখ রাখুন।
    আপুর দেশ কোনডে?

    কাঁডোলের- বানানটি ভুল আছে।

  3. ফিদাতো মিশকা মন্তব্যে বলেছেন:

    আঞ্চলিক শব্দের সাথে ভালোবাসা জুড়ে দিয়ে সুন্দর ছড়া উপহার দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয়

  4. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

    আঞ্চলিক ভাষায় একটা দাওয়াতনামা পাইলাম। সময় পাইলে যামুনে….

  5. সুমাইয়া বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

    আইলে অনেক খুশি হবো, ঘুরবে বাগান বাড়িতে
    দাদির হাতের পিঠাপুলি, রাখা আছে হাঁড়িতে

  6. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

    আঞ্চলিক শব্দের মিশ্রণে দারুণ একটি কবিতা হয়েছে।

  7. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    দারুণ একটি কবিতা লিখেছেন ভাই। আপনাকে ধন্যবাদ।

  8. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    আঞ্চলিক ভাষায় লেখা ভাল একটি কবিতা।

  9. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    সুন্দর লিখেছেন তো !
    অসংখ্য অসংখ্য ভাল লাগা জানিয়ে দিলাম ।

  10. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    আছা আই আসসোম কি
    নাইস লিখা……….
    দারুন কাব্যতা ….মুগ্ধতা জানিয়ে গেলাম
    শুভ কামনা রইল

  11. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    আঞ্চলিক ভাষার সুন্দর কবিতা তবে, কাঁঠালের বানান তিন জায়গায় তিন রকম হয়েছে কবি। দেখে নিবেন। ধন্যবাদ।

  12. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    দারুন ছড়া ছিল

    আপু কই হারাইলা?

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top