Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আকাশ থেকে ভূত পড়েছে

লিখেছেন: সুমাইয়া বরকতউল্লাহ্ | তারিখ: ০৭/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1300বার পড়া হয়েছে।

আকাশ থেকে ভূত পড়েছে, মস্ত বড় ভূত
চক্ষু দুটি ছোটমোট, তাকায় কুতুর কুত

লঙ্কাকাণ্ড বাধিয়ে দেবো, একটু পেলে ক্ষুত
কোথাও আমি পাইনা খুঁজে, একটুখানি যুৎ

এইনা শুনে গাঁয়ের মানুষ, কাঁপে থর থর
সন্ধ্যাবেলা সব শিশুদের, গায়ে আসে জ্বর

জ্বরের ঠেলায় আবোল-তাবোল, করছে ছোট-বড়ো
শিশু-কিশোর রেগে-মেগে, বলছে তাকে ধরো

বেন্দা হাতে সব শিশুরা, পিটনি করে শুরু
বলল ভূতে ওরে বাবা, তোমরা আমার গুরু

১,৪২২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি সুমাইয়া বরকতউল্লাহ্। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। ব্লগ আমার কাছে একটা বিশাল লাইব্রেরির মতো। অনেক কিছুই শেখা যায় এখান থেকে। ব্লগ পড়তে আমার খুব ভাল লাগে। আমি পড়ালেখার ফাঁকে ব্লগ পড়ি আর মাঝেমধ্যে লিখি। আমি আশা করি যারা ব্লগে লিখেন তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আমার প্রকাশিত বইঃ ৩টি। নামঃ ১) ছোট আপুর বিয়ে। সাহিত্যকাল প্রকাশনী থেকে ২০১২ সালে প্রকাশিত। ২) দুই বন্ধু ও মেকাও পাখির গল্প এবং ৩) ভূতের পেটে টুনির বাসা। এ দুটি প্রকাশিত হয়েছে ২০১৩ সালে সাহস পাবলিকেশান্স থেকে। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) ৪ বার জাতিসংঘ-ইউনিসেফ-এর মীনা মিডিয়া এ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরষ্কার পেয়েছি। প্রাপ্ত পুরস্কার ১. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ ২০১৩ (১ম পুরস্কার) ২. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৮ (২য় পুরস্কার) ৩. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০০৯ (২য় পুরস্কার) ৪. জাতিসংঘ শিশুতহবিল (ইউনিসেফ)-এর ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড’ লাভ ২০১০ (২য় পুরস্কার) ৫. ’ডানো ভাইটা-কিডস’ মাসিক সাতরং’-ব্র্যাকগল্পলেখা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার (২০০৯) ৬. ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতা ২০০৭-এ অন্যতম সেরা গল্পকার পুরস্কার। ৭. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৭) অন্যতম সেরা লেখক পুরস্কার ৮. প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলে আয়োজিত লেখা প্রতিযোগিতায় (২০০৮) অন্যতম সেরা লেখক পুরস্কার ৯. ’চিলড্রেন্স ফিল্ম সোসাইটি-বগুড়া’ এর গল্পলেখা প্রতিযোগিতায় ২য় পুরস্কার (২০০৯) ১০. প্রথম আলোর ‘বদলের বয়ান’-এ লেখা প্রতিযোগিতায় (২০০৯) ২য় পুরস্কার ১১. আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ২০১০-এ গল্পলেখা পর্বে ‘অন্যতম সেরা গল্পকার’ পুরস্কার। ১২. কথাসাহিত্য কেন্দ্র পুরস্কার ২০১১ ঢাকা। ২য় পুরস্কার। ১৩. ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা-২০১২ অন্যতম সেরা গল্পকার পুরষ্কার
সর্বমোট পোস্ট: ১৭৯ টি
সর্বমোট মন্তব্য: ৪১৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-৩০ ০৮:০৯:০৬ মিনিটে
banner

২৪ টি মন্তব্য

  1. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    ছড়াটা খুব সুন্দর। খুব ভাল লেগেছে। নিয়মিত লিখবেন।

  2. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

    ভাল লেগেছে। নিয়মিত লিখবেন।

  3. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    হা হা, মারের উপরে ঔষধ নাই

  4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    আপনি কি ভুতে বিশ্বাস করেন? এই প্রথম শুনলাম আকাশ থেকে ভুত পড়ে!

  5. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    ভূতেরা যদি আকাশে বসবাস, করতে শুরু করে তাহলে তো মরনের পরও শান্তি নাই, এরা বেহেশ্তে গিয়েও যন্ত্রনা করবে

  6. সুমাইয়া বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

    আমাকে এত খোঁজেন ক্যান? আমি যে পড়াশোনা করি, আপনার মনে নেই? একদম ভূলে গেছেন? এজন্যই আপনাকে ভূতে ধরবে। বুঝেছেন এবার?

  7. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    অনেক মন্তব্য পেয়েছেন–ভাল লেগেছে আপনার কবিতা।

  8. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

    ছড়ার মজাটাই আসল,
    সেটা নয়, অন্য নিয়ে হৈ-চৈ,
    আমি নিরব বিস্ময়ে
    তাকিয়ে রই।

    ভাল লাগা।

  9. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    তাঁকানোর দৃষ্টি কুত
    আগে জানতাম না ।
    কুত অর্থটা কি বলবেন ?

  10. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ভুতের ছড়া ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top