নোটিশ
আক্ষেপগুলো
এই লেখাটি ইতিমধ্যে 1406বার পড়া হয়েছে।
তোমার সব আক্ষেপ শুনলাম
ক্রেনে চড়িয়ে অলীক কল্পনায়
চালান করেও দিলাম চোখ দুটো।
কথা দিচ্ছি; এই আমি
আক্ষেপগুলো
শুনলাম।
আক্ষেপগুলো
পূরণ করতে চাই।
পাথরের ভাঁজে ভাঁজে ফুটাতে চাই কদম
তবু, কচুপাতার নৌকায় চরে
পাড়ি দিতে চাই না লঙ্ঘন কিংবা বংশী।
জানি বৃষ্টিতে সতেজ হয় গাছ-পাতা-ঘাস
শিশিরও জমে মুড়ি মুরকির মত।
আক্ষেপগুলো
শুনতে দাও
কথা দিচ্ছি, এই আমি
পলকা হাওয়ায় উড়িয়ে দিব
চশমার কাঁচে জমে থাকা ধুলো।
১,৫০৮ বার পড়া হয়েছে
কবিতাটি এতই ভাল হয়েছে মন্তব্য করার মতো সাহস পাচ্ছি না।
ধন্যবাদ আমির ভাই, আর অভিনন্দন পুরস্কৃত হওয়ার জন্য। ভালো থাকুন।
অসাধারণ কবিতা।
ধন্যবাদ কাউছার ভাই। ভালো থাকুন।
কবিতাটি ভাল লাগল। ধন্যবাদ।
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
সুন্দর লেখা,
ধন্যবাদ
ভালো লাগল।
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
অস্থির হয়েছে ভাই
তাই নাকি? কৃতজ্ঞতা।
ভীষণ ভালো লেগেছে আপনার এ কবিতা।
ধন্যবাদ মোস্তফা কামাল ভাই।
অসংখ্য ভাল লাগা জানিয়ে দিলাম । শুভ কামনা ।
পাথরের ভাঁজে ভাঁজে ফুটাতে চাই কদম
তবু, কচুপাতার নৌকায় চরে
পাড়ি দিতে চাই না লঙ্ঘন কিংবা বংশী।
সুন্দর কথামালা ।
খুব সুন্দর লিখেছেন
অনেক অনেক ভাল লাগা রইল