নোটিশ
আগের মতো নেই যে
এই লেখাটি ইতিমধ্যে 1461বার পড়া হয়েছে।
বৈশাখে কাল-বৈশাখী নেই
আম টেকে না গাছে,
টসটসে জাম খেতে এখন
বুলবুলি না নাচে।
বর্ষাতে মেঘ বর্ষে না আর
আগের মতো অতো,
অসময়ে বানের পানি
ভাসায় বাড়ি শতো।
সাইক্লোনে তার ঘূর্ণি ঘুরায়
যখন তখন ইচ্ছে,
টর্নেডোতে ঘর ভেঙ্গে যে
সুখ ছিনিয়ে নিচ্ছে।
দেশটা মোদের বদলে গেছে
আগের মতো নেই যে,
ফলে ফুলে শস্য শ্যামল
সোনার বাংলা সেই যে।
পাদটীকাঃ এটা আমার কিশোরবেলার লেখা। ০৩/৯/১৯৮৯ তারিখে দৈনিক আজাদে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে “১০০ ছড়া কবিতায় দেশপ্রেম” নামক বইয়ে ছাপা হয়।
লেখাটি আজ শেয়ার করার ইচ্ছে হলো.
১,৪৩৭ বার পড়া হয়েছে
চমৎকার অনুষঙ্গ । সুন্দর ছড়া। সোহেল আহমদ পরাণ অবশ্যই শুভেচ্ছাভিনন্দন আপনাকে।
আন্তরিক ধন্যবাদ আরেফিন ভাই
ভালো লাগলো অনেক । মেধার বঃহিপ্রকাশ তরুন কাল থেকেই । আরো এগিয়ে যান ।
ধন্যবাদ সাঈদ ভাই
কবিতায় ভাল্লাগা জানালাম। সুন্দর লিখনি।
অনেক ধন্যবাদ আকাশ ভাই
অনেক ভাল লাগা কবিতায়।
ধন্যবাদ আপা…
খুব ভালো লাগলো আপনার ছড়া।
আসলে এখন আগের মত দিন আর নেই।
আন্তরিক ধন্যবাদ ভাই
ভালো থাকুন