আধুনিক থেকে প্রাচীনে
এই লেখাটি ইতিমধ্যে 887বার পড়া হয়েছে।
ভালোবাসার একটা দিনক্ষন ঠিক করে…
এসো একদিন
একটু বসি একত্রে
মধুর একটু কথা বলবো দুজনে
ভালো লাগেনা আর চ্যাটিং-এ
মন বসেনা মোবাইলেও কথা বলতে
কেমন যেন ঝিমুনি একটা ভাব
চলে এসেছে মনের অজান্তে
ভালোবাসার দুরুন্ততার অপর পৃষ্ঠে
এক ঘেয়েমি চ্যাটিংয়ের চেয়ে
এখন একটু ঘুমও ভালো,
কোথায় আর কাছে পাওয়া
চ্যাটিংয়ের ঐ টুং টাং শব্দে
কাছে পাবার একটু আকুতি মাত্র…
সত্যিই আর ভালো লাগেনা
কি বল আর না বল
প্রতিদিন যেন একই কথা,
কল্পনায় ভেসে আর কতদিন বল স্বপ্ন আঁকা,
ফেইসবুক ভালোবাসায় হয় কি আর
মধুর কোন স্মৃতি লেখা…?
প্রতিদিন না পারো
অন্তত সাতদিনে দুদিন
চিরকুট দিও একটি করে
ভালোবেসে অন্তহীন…
মনটা চায় হাতটি ধরে
ভালোবাসা শেখাই নতুন করে…
কম্পিউটার অথবা মোবাইলে
প্রেমটাকে আর ছেলেখেলা না করে
আনন্দে ভাসি দুজনের নতুন স্পর্শে….
আধুনিক থেকে প্রাচীনে
ফিরে যাই আবার পুরাতন ভালোবাসার টানে
সাঈদ চৌধুরী

৮৭৩ বার পড়া হয়েছে
মধুর একটু কথা বলবো দুজনে
ভালো লাগেনা আর চ্যাটিং-এ
মন বসেনা মোবাইলেও কথা বলতে
কেমন যেন ঝিমুনি একটা ভাব
++++++++++++++++++
চমৎকার।ভাল লাগল প্রিয়।।
চিরকুট দিও একটি করে
ভালোবেসে অন্তহীন …চমৎকার।
প্রতিদিন না পারো
অন্তত সাতদিনে দুদিন
চিরকুট দিও একটি করে
ভালোবেসে অন্তহীন…
………….
আহা আকুতি।
প্রেমময় আকুতি।
খুব ভালো লাগলো তা…
জীবনের চলার পথে
ভালবাসার খোঁজে?
সবাই
ভালোবাসা?
এরতো আসলেই
কোন সংজ্ঞা নেই।
Osadharon
রোমান্টিকতা বিদ্যমান দেখলাম
বেশ ভাল কাব্যতা
হলেম মুগ্ধতা