Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আন্তনগর বিভ্রাট….

লিখেছেন: আহমেদ রুহুল আমিন | তারিখ: ১৯/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1658বার পড়া হয়েছে।

তাবৎ সময় আন্ত নগর করলো বুঝি আড়ি,
ইস্টিশানে ওই দেখা যায় ‘নিরূপমার’ বাড়ি ৷
‘নিরূপমা’ উঠোন জুড়ে/
কালান্তরে ‘জীবন’ খুড়ে;
আসবে বলে দুর দেশে তার দীর্ঘ আশার আঁচল ওড়ে ৷
বিস্তির্ণ মাঠ পেড়িয়ে/
রেল পথের বাঁক এড়িয়ে;
আশার পাখির হাট বসেছে করতে সমন জারি;
আন্তনগর যেই সিটি দেয় ইস্টিশানে পাড়ি ৷৷

অশান্ত ওই মাতাল বাঁশি/
পাগলপারা সর্বনাশি ,
উতাল মনে জাল বুণে তার পাথরসময় ধরবে আসি ৷
কিষাণ-কালো চুল ওড়ে/
অন্ধকার পিঠ মাঠ জুড়ে,
বিরান লাইনে সিগন্যাল বিহীণ আসলো বুঝি গাড়ী;
কোন পাষানীর আন্তনগর ? দিনগোণা চাকুরী ?
নামলো যখন রোদের ঝালর/
ভোরের আলোয় বিকোয় প্রহর,
মনভারি সব প্লাটফরমে শেষ বিকেলের আলোর ।
দু’চোখ ভরে জ্বলে শুধু/
পড়ন্ত লাইন তপ্ত ধুধু ,
অভিশাপের আন্তনগর পালিয়ে যে যায় সারি ;
চোখের জলের ‘জীবন’ যে তার আসবে কখন বাড়ি ??
=====

১,৭১৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় । #চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় । # প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) । # প্রিয় ব্যক্তি : মা-বাবা । # যা আশ্চয্য করে : পবিত্র কোরআন, বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি । #দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
banner

৯ টি মন্তব্য

  1. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    আশার পাখির হাট বসেছে করতে সমন জারি;
    আন্তনগর যেই সিটি দেয় ইস্টিশানে পাড়ি ৷৷
    ======= সুপার হয়েছে। অগ্রসর হোন।

  2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    বিস্তির্ণ মাঠ পেড়িয়ে/
    রেল পথের বাঁক এড়িয়ে;
    আশার পাখির হাট বসেছে করতে সমন জারি;
    কবিতার সুন্দর অভিব্যাক্তি প্রকাশ ঘটেছে । শুভ কামনা ।

  3. আরজু মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল কবিতাটি পড়তে।

    চমৎাকার এই লাইনগুলি।
    বিস্তির্ণ মাঠ পেড়িয়ে/
    রেল পথের বাঁক এড়িয়ে;
    আশার পাখির হাট বসেছে করতে সমন জারি;
    আন্তনগর যেই সিটি দেয় ইস্টিশানে পাড়ি ৷
    ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

  4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    তাবৎ সময় আন্ত নগর করলো বুঝি আড়ি,
    ইস্টিশানে ওই দেখা যায় ‘নিরূপমার’ বাড়ি ৷
    ‘নিরূপমা’ উঠোন জুড়ে/
    কালান্তরে ‘জীবন’ খুড়ে;
    আসবে বলে দুর দেশে তার দীর্ঘ আশার আঁচল ওড়ে ৷–সুন্দর সাবলীল এক কবিতা পেলাম।ভাবনাগুলি ভেবে দেখার মত। ছন্দবদ্ধ তালে কবিতা অবলীলায় এগিয়ে গেছে তার নিজের গতি পথে।

  5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    কবিতায় এই / চিহ্নটির ব্যবহার আগে কখনোই দেখিনি ।
    ব্যবহার না করলেই বুঝি বেশ হবে । এটা আমার মতামত ।

  6. আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

    মন্তব্য প্রদানকারীদের সবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ৷

  7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    মনভারি সব প্লাটফরমে শেষ বিকেলের আলোর ।
    দু’চোখ ভরে জ্বলে শুধু/
    পড়ন্ত লাইন তপ্ত ধুধু ,
    অভিশাপের আন্তনগর পালিয়ে যে যায় সারি ;
    চোখের জলের ‘জীবন’ যে তার আসবে কখন বাড়ি ??

    খুব সুন্দর অনেক ভাল লাগা রইল

  8. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    সুন্দর লিখেছেন প্রিয়।

  9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভাবনার সুন্দর প্রয়াস দেখলাম
    বেশ ভাল লাগলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top