Today 25 Sep 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আপনি হয়ত জানেন!

লিখেছেন: রফিক আল জায়েদ | তারিখ: ১৮/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1054বার পড়া হয়েছে।

১. পৃথিবীর মোট বিক্রি হওয়া ৯৬% মোমবাতিই মেয়েরা কিনে থাকে।

২. প্রতি মিনিটে পুরো বি বা তার অধিকবার বজ্রপাত হয়।

৩. জন্মের প্রথম দুই বছরে একটি মানবশিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কিমি দূরত্ব অতিক্রম করে।

৪. একজন মানুষ প্রতিদিন ৬ ঘন্টা ঘুমালে সে যদি ৫০ বছর বাঁচে তবে তার জীবনের ১২.৫ বছর ঘুমের মধ্যে কাটে।

৫. পৃথিবীর ৯৮% হাতির ওজন একটি পূর্ণবয়স্ক নীলতিমির জিহবার ওজনের চেয়ে কম।

৬. ফেসবুক এখন কিন্তু facebook.com এর পরিবর্তে fb.com লিখলেই হয়ে যায়। এই fb.com বানানোর জন্য মার্ক জুকারবার্গের খরচ হয়েছে ৮.৭ মিলিয়ন ডলার মাত্র।

৭. জর্জ ওয়াশিংটন ১৮০০ শতাব্দীর শেষ বছরের, শেষ মাসের, শেষ সপ্তাহের শেষ দিনে মৃত্যুবরণ করেন।

৮. সমগ্র পৃথিবীতে যত পরিমাণ লেক আছে, শুধু কানাডায় তার চেয়ে বেশি লেক আছে ।

৯. সনি কোম্পানি এক ধরনের ফ্রিজ তৈরী করে বাজারে ছে সামনে গিয়ে মানুষ হাসি দিলে ফ্রিজটি খুলবে তাছাড়া খুলবে না।

১০. ২৩ বছর বয়সের আগে আমেরিকার ৩০% থেকে ৪০% মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়।

১,১৪৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি বিখ্যাত কোন লেখক নই। সখের বশে কিবোর্ড স্পর্শ করি। আর সখের বশে কখনও লেখক, কবি, গল্পকার, কখনও আরও অনেক কিছু..... প্রিয় ব্যাক্তিত্ব: হযরত মুহাম্মাদ (সা.) যাদের লেখা ভাল লাগে কবি: মুহিব খান লেখক: তামীম রায়হান, সালাহউদ্দীন জাহাঙ্গীর, ভালবাসি মা মাটি ও মানুষকে....
সর্বমোট পোস্ট: ২৭ টি
সর্বমোট মন্তব্য: ১৭৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৯ ১৬:২৭:৪৭ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  মজার তথ্য দিলেন। অনেক কিছু জানা হলো। কিন্তু এই তথ্যের সাথে একমত হতে পারলাম না।
  ১. পৃথিবীর মোট বিক্রি হওয়া ৯৬% মোমবাতিই মেয়েরা কিনে থাকে।

  • রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

   আপনার তথ্যগুলো ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে। নেট থেকে সংগ্রহ করিনি বলে লিংক দিতে পারছি না।

 2. পৃথিবী জূড়ে স্বপ্ন মন্তব্যে বলেছেন:

  তথ্যগুলো ভাল লাগল।

 3. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ।

 4. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

  তথ্যগুলো ভাল লাগল।

 5. গৌমূমোকৃঈ মন্তব্যে বলেছেন:

  বেশ ভাল লাগল তথ্যগুলো।

 6. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  তথ্যগুলো ভাল লাগল। ধন্যবাদ।

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  বাহ্ চমত্‍কার লিখেছেন !
  অসংখ্য ভাল লাগা জানালাম । এগিয়ে যান ।
  ভাল থাকবেন প্রত্যাশা রইল ।

 8. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

  কিছু জানা, কিছু অজানা, ভালো লাগলো লেখা

 9. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বাহ – অসাধারণ সব তথ্য পড়লাম। ধন্যবাদ।

 10. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সুন্দর সুন্দর তথ্য
  অনেক ধন্যবাদ ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top