নোটিশ
আবার তুমি সূর্য হয়ে আলো জ্বালাবে
এই লেখাটি ইতিমধ্যে 1307বার পড়া হয়েছে।
আমাদের দেখা হয়না কতদিন- কত যুগ গেল কেটে
একই নক্ষত্রের নিচে একই আলো ছায়ায়
আমরা বেঁচে আছি নিজ নিজ সত্তায়।
এমনটা হওয়ার কথা ছিল কি?
কথা ছিল, দু’জনে বেঁচে থাকব একই আত্তায় একই মহিমায়
আজ হৃদয়ের গল্প শেষ ,ক্রমে ক্রমে নক্ষত্রের ক্ষয়,
সৃতি গুলো ধীরে ধীরে মুছে যায় ধরেছে মরীচিকায়।
আজ নাকি কোজাগরী তাহলে-
আমার কাছে কেন? এতো অন্ধকার মনে হয়
তাহলে কি আমার শাশ্বতকালের সমাপ্তি?
না! এটা কি করে হয়।
আবার তুমি রক্তিম আকাশে ন্যায় সূর্য হয়ে আলো জ্বালাবে
আবার আমরা নরম ঘাসের বিছানায় শুনব শিশিরভেজা গল্প
তোমার কোমল স্পর্শে যাব, হিম-নিস্পন্দ নিরপরাধ ঘুম।
১,২৯৯ বার পড়া হয়েছে
বেশ হয়েছে।
আরো লিখুন।
শুভেচ্ছা রইল –
ধন্যবাদ কবি।
আপনাদের সহযোগিতা পেলে আরো লিখতে পারব।
খুব সুন্দর ভাবনা
বেশ
ধন্যবাদ দাদা।
শুভেছা জানবেন।
চমৎকার লিখেছেন
লিখে যান অবিরত।
সুভেচ্ছা রইল
অনেক অনেক ধন্যবাদ আপু।
লিখতে থাকুন
অবশ্যই ভালো করবেন
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শুভ কামনা
ধন্যবাদ কবি।
শুভেচ্ছা জানবেন।
দিন দিন বেশ ভালো কবি হয়ে উঠছেন দেখছি ! খুব সুন্দর হয়েছে লিখা । শুভেচ্ছা জানবেন ।
সবটুকুই আপানদের অবদান
শুভেচ্ছা জানবেন কবি।
Laws Of Magic 3: Word Of Honour (The Laws of Magic) free downloads
ReviewHow the author manages to weave all these strands together into a truly exciting page-turner is magic in itself! Unreservedly recommended.Abbey’s