নোটিশ
আমরা নারী
এই লেখাটি ইতিমধ্যে 1326বার পড়া হয়েছে।
বেণী সুতোর উপর দিয়ে আর কতকাল হাঁটবো
লড়াই করা সংসারেতে আমরাই কেবল হারবো
দুটি সত্ত্বা মিলেই জগত আমরাই হচ্ছি জগৎচ্যুত
দোষ কি শুধু আমাদের হয় সমাজের নিয়ম মত ;
কর্মের সাথে সাফল্য তাতেই তো গো সুখ মানি
সেই সুখেতে তোমার স্বর্গ আমার নরক জীবনখানি |
যুগ পাল্টে মাসি পিসী ঠিকানা বদল ঘর ঘরণী
আমাদের এই মুখের আলো কবে হবে কালহরণী |
আমি শুধু নারী নই গো মানুষ জগতজোড়া
এবার আমরা মানুষ হয়েই ঠিক দাঁড়াব খাড়া |
——-
১,২৯০ বার পড়া হয়েছে
দাদা ভালো হয়েছে কবিতা, ভালো থাকুন।
আন্তরিক ধন্যবাদ
খুব ভাল থাকবেন
দাদা,
আমি আপনাকে ফেসবুকে রিকুয়েস্ট পাঠিয়েছি, এড করে নিবেন প্লিজ, আপনার বিস্তারিত ঠিকানা নেই, বেয়াদবি মাফ করবেন, যদি ফোন নাম্বার দেন কথা বলতে পারতাম। একজন ছোট কবি হিসেবে আর একজন কবির নিকট অনুরোধ আরকি।
ধন্যবাদান্তে
সহিদুল
সিঙ্গাপুর
+৬৫৮৪০২৭২৮১
বেণী সুতার ওপর দিয়ে আর কতকাল হাঁটবো…
খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
সময়োপযোগী লেখা নারীদের নিয়ে । অনেক ভালো লাগলো কবি ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
আসলেই সুন্দর হইছে লেখা অনেক ভাল লাগা
অনেক ধন্যবাদ