Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমাদের ঘর-বারান্দা

লিখেছেন: তুষার আহসান | তারিখ: ০১/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1411বার পড়া হয়েছে।

আমাদের ঘর-বারান্দা ভাঙা জানালায়

জ্যোৎস্না-সোপান।

নড়বড়ে খিল কপাট নাচায়

পোষা-পায়রার চুটকি উড়ান।

 

আমাদের হোঁচট খাওয়া

জিনে-পাওয়া,সুখ-চৌকাঠ।

সবুজ-সুর নাচিয়ে ফেরে

ফসল-ভরা মাঠ।

 

আমাদের আঙুল-ভাঙা পেরেকগুলো

বিছানায় সিঁধিয়ে থাকা ডাইনী-ধূলো,

টালির চালে আকাশ ছোঁয়া স্বপ্ন যেন।

মালির মতই গাছের যতন

ফুল-ছোঁয়ানো অরুপ রতন

জায়নামাজে গান গেয়ে যায়,অশ্রু হেন।

১,৫০৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি পশ্চিমবঙ্গ,ভারবর্ষের মানুষ। ছোট বেলা থেকেই লেখালেখি করি। দৈনিক আনন্দবাহজার সহ বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশ পায়। ইন্টারনেটের নেশা এখন এমন ভাবে ধরেছে, ব্লগ ছাড়া আর কোথাও লিখতে ইচ্ছে করে না।
সর্বমোট পোস্ট: ৫১ টি
সর্বমোট মন্তব্য: ৮৪২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-১০ ১২:৪৪:৪৯ মিনিটে
Visit তুষার আহসান Website.
banner

১৫ টি মন্তব্য

  1. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

    আটপৌরে জীবনকে কবিতার ছন্দে বন্দী করেছেন দেখছি। খুব ভালো হয়েছে।

  2. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো কবি।

  3. বিএম বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

    “আমাদের আঙুল-ভাঙা পেরেকগুলো

    বিছানায় সিঁধিয়ে থাকা ডাইনী-ধূলো,

    টালির চালে আকাশ ছোঁয়া স্বপ্ন যেন।”

    মি. তুষার আবদুল্লাহ্,
    কবিতা ভালো হয়েছে। ধন্যবাদ।
    আমি আপনাকে পড়ি। আপনার গল্পগুলো চমৎকার। বিষয়বস্তু, উপস্থাপনা ভাষাশৈলী গল্পের প্লট নির্মাণে যথেষ্ট মুন্সীয়ানার ছাপ আছে। আপনি চালিয়ে যান। আরো লেখা চাই। আমার ধন্যবাদ নিন।

  4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    মজার কবিতা। ভাল লাগল।

  5. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

    অশেষ ধন্যবাদ
    আমির ভাই।
    ভাল থাকবেন।

  6. আহমেদ ফয়েজ মন্তব্যে বলেছেন:

    “সবুজ-সুর নাচিয়ে ফেরে
    ফসল-ভরা মাঠ।”
    বেশ কয়েকটা শব্দের নতুন ব্যবহার দেখলাম। ভালো লেগেছে।

  7. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    টালির চালে আকাশ ছোঁয়া স্বপ্ন যেন।

    মালির মতই গাছের যতন

    ফুল-ছোঁয়ানো অরুপ রতন

    জায়নামাজে গান গেয়ে যায়,অশ্রু হেন।

    ভালো লেগেছে……………।

  8. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    আমাদের হোঁচট খাওয়া

    জিনে-পাওয়া,সুখ-চৌকাঠ।

    সবুজ-সুর নাচিয়ে ফেরে

    ফসল-ভরা মাঠ।
    ————————————
    ভাল লাগল আপনার কথাগুলো।

  9. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    টালির চালে আকাশ ছোঁয়া স্বপ্ন যেন।
    স্বপ্ন দেখতে মানা নেই , তবে বাস্তবায়ন চাই।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top