নোটিশ
আমার আমাকে আকুতি করেও
এই লেখাটি ইতিমধ্যে 1232বার পড়া হয়েছে।
আলোরণে হঠাৎ থমকে উঠি!
ক্রমেই সমুদ্রের ঢেউয়ের মত হৃদয়ের গভীরে
গর্জিয়ে উঠে কারা যেন।
নিজের শব্দ-কথা, হাসি, গুনগুন গান-
বিকট হতে থাকে।
কান দিয়ে শুনতে পাই কেউ যেন ভেতর থেকে
চিৎকার করছে অতি উচ্চ বাচ্যে।
ভেতরের আমিটা ক্রন্দনে ক্রমেই ক্লান্ত।
আমাকে আর সহ্য না করতে পেরে নিজেই বিদ্রোহে আক্রোশে-
ঝাপটা মেরে এই বুঝি বা ছুটবে কোথাও।
ঠিক সকালের মতো আমি বুঝাতে চাই।
আমার অবুঝ আমারে।
বিকট! ম্রিয়মান চিৎকারে কেন যে প্রত্যাখ্যান করে।
ঝাঁকি মেরে আমাকে কাঁপিয়ে উড়ে যায়
ডানা ঝাপটানো বাতাসে একা-দুর্বল করে।
শত আকুতি করেও ফিরে পাই না। আমার আমাকে।
১,৩২৯ বার পড়া হয়েছে
দাদা
কবিতার মাঝে এক হাহাকার
ছুঁয়া পেলাম
হুমম। হাহাকার। অনেক সময় আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই। তাই না?
চমৎকার কবিতা
ধন্যবাদ কাশেম ভাই। ভালো থাকুন।
আপনার কবিতাটি এতাে চমৎকার হয়েছে যে তা ভাষায় প্রকাশ করতে পারছি না।
আমির ভাই মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন।
“বিকট! ম্রিয়মান চিৎকারে কেন যে প্রত্যাখ্যান করে।
ঝাঁকি মেরে আমাকে কাঁপিয়ে উড়ে যায়
ডানা ঝাপটানো বাতাসে একা-দুর্বল করে।”
গদ্য কবিতা। ভালো লাগলো। আরো লেখা পাওয়ার অপেক্ষায় আছি।
কৃতজ্ঞতা বরকতউল্লাহ ভাই। লিখতে পারি না ভাই। চেষ্টা করছি। দোয়া করবেন।
“ঠিক সকালের মতো আমি বুঝাতে চাই।
আমার অবুঝ আমারে।”
ভাল লাগা।
ধন্যবাদ তুষার আহসান।
সুন্দর ও মজার কবিতা।
আমার আমাকে / আমিকে চেনা বড় কঠিন কাজরে ভাই , বড়ই কঠিন।
কবিতা র হা হা হা কার বেশ ভাল লাগলো
বেশ ভাল ভাবনা
চমৎকার লিখণী