Today 28 Sep 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার ঘুম ভাঙ্গাতে

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ০৯/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1019বার পড়া হয়েছে।

আমার ঘুম ভাঙ্গাতে
মিলন বনিক

আমার ঘুম ভাঙ্গাতে তুমি এসো প্রিয়
আলোর বন্যা হয়ে মুক্তির মিছিলে,
প্রার্থনায় মোর ঘুম ভাঙ্গিও না
জাগিও না প্রিয় কোমল করূণা দিয়ে।
মুছে ফেলো তোমার সজল আখিঁ
নীড়ে ফেরো ওগো ঝড়ের পাখি,
আমি যে একা নীশিত শয়নে
নিজেরে খুঁজিতে, আমারে আজিকে
লওগো আচলে ঢাকি।
জানি, আমি জানি প্রিয়
দ্বীপ নিভে যাবে, আলো হবে ক্ষীণ,
বাজিবেগো আবার জীবনের বীণ
জাগিবে জানি রূদ্ররোষে
জীবনের যত বহ্নি শিখা।
তবু কেন আজো আখিঁ ছলছল
মুছে ফেলো প্রিয় নয়নের জল,
ঘন বরষার নাই আর দেরী
ছাই রং মেঘ দিচ্ছে পাড়ি,
গর্জে উটুক, বর্ষা নামুক
হেসে খেলে দেবো জীবন পাড়ি।
জানি প্রিয় আমি ঘুম ভাঙ্গিবে
নিশি ভোর হলে জাগিবে সুর্য
মুক্ত আলোয় সাজাবো অর্ঘ্য,
ত্যাজিব যত ব্যাথা ক্রন্দন
গগনে হাসিবে রবি নন্দন,
জল মুছো প্রিয় দুঃখ ভোলো
থাকিবে গো প্রেমের অমর বাধঁন।
—————–

১,০০৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর ভাবে ভাবনার প্রকাশ ।
  ভাল লাগল

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  চমৎকার হয়েছে।
  কবিতার মাঝে প্রান আছে
  আছে প্রেমের চাওয়া।
  আর তবে কি চাওয়া

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  প্রিয়া আসুক তাড়াতাড়ি ফিরে

  লেখা অনেক ভাল লেগেছে। শুভকামনা সতত

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর ভাবনার প্রয়াস

  নাইস

  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top