Today 08 Aug 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার চোখেও কুয়াশা আছে

লিখেছেন: তুষার আহসান | তারিখ: ২২/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 902বার পড়া হয়েছে।

আমার চোখেও কুয়াশা আছে

মরি মরি সুন্দরী

চলে এসো আমার কাছে।

 

ট্যুরের দৃশ্যপটেও গোলাপ ফোটে

সুবাসে বাতাস জাগে

অনুভূতির আখরোটে।

 

পাতাল ফুঁড়ে উঠে আসে রাহুর দল

শনির দশায় মশা ওড়ে

সবখানেই বাহুবল।

 

পানপাত্রে লেখা থাকে আজ রোববার

কুমারী ঘিয়ের মত চটপটে

নধর খবরে বলাৎকার।

 

কুকুরের ডাক শুনে রোগ নির্নয় করে ডাক্তার

সাপের বিষের ঝাড়ন দেয় ওঝা

ফণা দেখে কতটুকু ফাঁক তার।

 

ভোগ-সর্বস্ব ইলেকট্রিক আর ট্রনিক্স বেড়া দেয় হামাঘরে

পানজাবিতে নতুন চাবি

নেতারও ধামা ধরে।

 

বৃষ্টিপাতে নীল হয়ে যাই

লাল হয়ে যায় চোখ

মরমী আলোক।

 

 

বর্ণচ্ছটায় আকাশ জাগে রংধনুর মিশি-সুর

সিনেমার গান বাজে

চারিদিকে নাচে অসুর।

 

ঘুমের বিন্দুতে লেখা থাকে আহারের ভাগ-অভাগ

কষ্টে নিড়েনো ফসলে

পোকা বসায় দাগ।

 

 

নিরপেক্ষ বাস্তবের প্রেক্ষাপটে ভূলুন্ঠিত আবেগ

জীবন এমনই তো

চলে তো চলুক,

এই বেশ

আম-আবেশ

রথটানা পথের কাঁকর-ভাঙা বেগ।

 

 

 

৯৭৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি পশ্চিমবঙ্গ,ভারবর্ষের মানুষ। ছোট বেলা থেকেই লেখালেখি করি। দৈনিক আনন্দবাহজার সহ বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশ পায়। ইন্টারনেটের নেশা এখন এমন ভাবে ধরেছে, ব্লগ ছাড়া আর কোথাও লিখতে ইচ্ছে করে না।
সর্বমোট পোস্ট: ৫১ টি
সর্বমোট মন্তব্য: ৮৪২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-১০ ১২:৪৪:৪৯ মিনিটে
Visit তুষার আহসান Website.
banner

১২ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  সুন্দর ধারাবহ কবিতা–ভাল লাগল বেশ ।

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  চমৎকার একটি কবিতা লিখলেন। শুভ কামনা রইল।

 3. আলামগীর কবির মন্তব্যে বলেছেন:

  কবিতার মান কিন্তু কুয়াশাচ্ছনা নয়। বেশ ভাল লিখেছেন তো।

  • তুষার আহসান মন্তব্যে বলেছেন:

   ধন্যবাদ আলমগীর কবির ভাই
   আপনাদের ভাল লাগা আমার পাথেয়।
   ভাল থাকুন,ভাল লিখুন,স্বপ্নের মত জীবন সুন্দর হোক আপনার।

 4. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  কবিতা সুন্দর হয়েছে।

  • তুষার আহসান মন্তব্যে বলেছেন:

   ধন্যবাদ মিন্টু ভাই

   আপনাদের ভাল লাগা আমার পাথেয়।
   ভাল থাকুন,ভাল লিখুন,স্বপ্নের মত জীবন সুন্দর হোক আপনার।

 5. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

  “নিরপেক্ষ বাস্তবের প্রেক্ষাপটে ভূলুন্ঠিত আবেগ

  জীবন এমনই তো

  চলে তো চলুক,”……………………কিন্তু কতদিন চলবে এমন করে?

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  িআমার চোখেও কুয়াশা আছে
  দেখি না

  খুব সুন্দর কবিতা ভাল লাগল

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  পড়ে বেশ ভালো লাগলো কবি

  সুন্দর কাব্য

  মুগ্ধকর ,,,,,,,,,,,,,,,,,,,,শুভ কামনা থাকলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top