নোটিশ
আমার দেশ
এই লেখাটি ইতিমধ্যে 1712বার পড়া হয়েছে।
যতই তুমি পরের দেশে গড় রাজ প্রাসাদ
কোথায় খুজে পাবে নাতো নির্মল এই বাতাস
বাংলা মায়ের আকাশ বাতাস
বাংলা মায়ের মাটি,
আমার মায়ের মতই
সে যে ১০০% খাটি
আমি ভালবাসি আমার এই দেশ কে
ভালবাসি গ্রাম বাংলাকে,
রোদে খড়া দুপুরে কোকিলের ডাককে
ভালবাসি কাঁদা মাটির গন্ধটাকে
১,৭৬১ বার পড়া হয়েছে
Joy banglar joy
বাংলা মায়ের মাটি,
আমার মায়ের মতই
সে যে ১০০% খাটি
++++++++++++
স্বদেশ প্রেমের পরিচয় পাওয়া গেল কবিতায়।অনেক ভাল কবিতা। ধন্যবাদ এবং তার সাথে শুভেচ্ছা রইল মুক্তা।
সেম টু ইউ তবে মাঝে আপনাকে আমার হিংসা হয় আপনার মত ভাল কিছু লিখতে পারি না তাই
কাঁদা মাটির গন্ধ ওতেই সব ভালোবাসা নিহিত । অসাধারন লিখেছেন কবিতাটি । ধণ্যবাদ ।
সুন্দর।
দেশের কথা
সুন্দর
দুর্দান্ত মুক্তা !
সত্যি কথা। দেশের মাটি সেতো সোনার চেয়েও খাঁটি।
তই তুমি পরের দেশে গড় রাজ প্রাসাদ
ছন্দময় করতে পারলে দারুন ছড়া হতো-ওয়ার বানানভুল এতো কেনো থাকে? যেমনঃ ছড়াটি এমন হতে পারে শুদ্ধ বানানসহ
পরের দেশে যতই গড়ো রাজপ্রাসাদ
পাবে নাতো কোথাও মিষ্টি বায়ের স্বাদ
বাংলামায়ের আকাশ-বাতাস
বাংলামায়ের মাটি,
আমার মায়ের মতোই সেযে
একশতভাগ খাটি
আমি ভালবাসি আমার এই দেশ
ভালবাসি গ্রাম-বাংলার পরিবেশ,
রোদ-খরা-দুপুরে কোকিলের ডাক
ভালবাসি কাঁদামাটির গন্ধ বেবাক
আমার দেশ আমার গর্ব আমার অহংকার
বাদশা ভাইয়ার কমেন্ট মত ঠিক করে নিয়েন আপু
লেখা ভাল লৈগেছে
আপা, সুন্দর কবিতা,
আমার
একটি ছন্দ___
কাজ না পেয়ে বিদেশ এলাম
সুখেই আছি বেশ,
তবু সদায় মনে পড়ে
প্রিয় বাংলাদেশ।
কবিতা সুন্দর হয়েছে
লাইনটা এমন হলে কেন হয় কবি?
“সে যে শতভাগই খাঁটি”
শুভেচ্ছা রইল।
দেশের কথা সুন্দর কথামালা