Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।

লিখেছেন: শওকত আলী বেনু | তারিখ: ২১/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1718বার পড়া হয়েছে।

কষ্ট পেলেও আজ চোখে জল নেই
বেদনা ভুলতে গিয়ে
যাতনা পেয়েছি বারবার ।
তীব্র কষ্টগুলো যন্ত্রণা বাড়িয়ে দিলে
চোখের নোনা জল শুকিয়ে যায় ।
পোড়া ক্ষত থেকে
দস্তুরমত বেড়িয়ে আসে
জীবন্ত কিংবদন্তী ফাঁসির আসামী ।
গ্রিজ মাখানো ম্যানিলা রশি এখন
বড় বেশি পিচ্ছিল
অতিশয় দর কষাকষির
নিলাজ তৈল মর্দনে।
কাঠগড়ায় ঝুলন্ত আসামীর
দাম্ভিক চিৎকারে
আমার নীল কষ্টগুলো
আবারও জমাট বেধে
পাথর  হয়ে চাপা পড়ে
একাত্তরের বধ্য জলাশয়ে।
আচমকা ভচকে উঠি-
ক্ষমতার কুদরতি পালাবদলে
ঝুলন্ত লাশ হবে
ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক !
পতিত ধর্ষক হবে
লাল-সবুজের বিদ্রোহী কান্ডারী !
এখন বড্ড নিঃসঙ্গ
প্রয়োজন একটি নিরাপদ সুরঙ্গপথ
নয়তো স্বস্থির আত্মহুতি
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।

১,৬৯২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখি করি।সংবাদিকতা ছেড়েছি আড়াই যুগ আগে।তারপর সরকারী চাকর! চলে যায় এক যুগ।টের পাইনি কী ভাবে কেটেছে।ভালই কাটছিল।দেশ বিদেশও অনেক ঘুরাফেরা হলো। জুটল একটি বৃত্তি। উচ্চ শিক্ষার আশায় দেশের বাইরে।শেষে আর বাড়ি ফিরা হয়নি। সেই থেকেই লন্ডন শহরে।সরকারের চাকর হওয়াতে লেখালেখির ছেদ ঘটে অনেক আগেই।বাইরে চলে আসায় ছন্দ পতন আরো বৃদ্বি পায়।ঝুমুরের নৃত্য তালে ডঙ্কা বাজলেও ময়ূর পেখম ধরেনি।বরফের দেশে সবই জমাট বেঁধে মস্ত আস্তরণ পরে।বছর খানেক হলো আস্তরণের ফাঁকে ফাঁকে কচি কাঁচা ঘাসেরা লুকোচুরি খেলছে।মাঝে মধ্যে ফিরে যেতে চাই পিছনের সময় গুলোতে।আর হয়ে উঠে না। লেখালেখির মধ্যে রাজনৈতিক লেখাই বেশি।ছড়া, কবিতা এক সময় হতো।সম্প্রতি প্রিয় ডট কম/বেঙ্গলিনিউস২৪ ডট কম/ আমাদেরসময় ডট কম সহ আরো কয়েকটি অনলাইন নিউস পোর্টালে লেখালেখি হয়।অনেক ভ্রমন করেছি।ভালো লাগে সৎ মানুষের সংস্পর্শ।কবিতা পড়তে। খারাপ লাগে কারো কুটচাল। যেমনটা থাকে ষ্টার জলসার বাংলা সিরিয়ালে। লেখাপড়া সংবাদিকতায়।সাথে আছে মুদ্রণ ও প্রকাশনায় পোস্ট গ্রাজুয়েশন।
সর্বমোট পোস্ট: ২০৩ টি
সর্বমোট মন্তব্য: ৫১৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১৭ ০৯:২৪:৩১ মিনিটে
banner

১৮ টি মন্তব্য

  1. কামাল উদ্দিন মন্তব্যে বলেছেন:

    প্রতিবাদী কবিতার জন্য শুভেচ্ছা

  2. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

    thank you…

  3. সাঈদুল আরেফীন মন্তব্যে বলেছেন:

    ভালোলাগার সুখ আছে কবিতায় ।শুভেচ্ছাভিনন্দন কবি শওকত আলী বেনু।

  4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    অন্যরকম
    বেশ

  5. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    হা ফাঁসি চাই…………………… তবে নিজের না , —————-

  6. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    “তীব্ৰ কষ্ট গুলো যন্ত্ৰনা বাড়িয়ে দিলে” বাহ

  7. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    বাহ খুব সুন্দৱ লিখেছেন। শব্দ গুলো খুব কঠিন তবুও ভাল লাগলো

  8. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    এমন আৱো চমতকাৱ পোষ্ট আশা কৱছি

  9. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    কবিতা সুন্দর হয়েছে। ভাল থাকুন।

  10. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    কঠিন কবিতা , ভাই ভাল থাকুন।

  11. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    বেশ ভালো কাব্য …….মুগ্ধ হলাম পড়ে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top