নোটিশ
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।
এই লেখাটি ইতিমধ্যে 1718বার পড়া হয়েছে।
কষ্ট পেলেও আজ চোখে জল নেই
বেদনা ভুলতে গিয়ে
যাতনা পেয়েছি বারবার ।
তীব্র কষ্টগুলো যন্ত্রণা বাড়িয়ে দিলে
চোখের নোনা জল শুকিয়ে যায় ।
পোড়া ক্ষত থেকে
দস্তুরমত বেড়িয়ে আসে
জীবন্ত কিংবদন্তী ফাঁসির আসামী ।
গ্রিজ মাখানো ম্যানিলা রশি এখন
বড় বেশি পিচ্ছিল
অতিশয় দর কষাকষির
নিলাজ তৈল মর্দনে।
কাঠগড়ায় ঝুলন্ত আসামীর
দাম্ভিক চিৎকারে
আমার নীল কষ্টগুলো
আবারও জমাট বেধে
পাথর হয়ে চাপা পড়ে
একাত্তরের বধ্য জলাশয়ে।
আচমকা ভচকে উঠি-
ক্ষমতার কুদরতি পালাবদলে
ঝুলন্ত লাশ হবে
ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক !
পতিত ধর্ষক হবে
লাল-সবুজের বিদ্রোহী কান্ডারী !
এখন বড্ড নিঃসঙ্গ
প্রয়োজন একটি নিরাপদ সুরঙ্গপথ
নয়তো স্বস্থির আত্মহুতি
আমার ফাঁসি চাই, আমাকে ফাঁসি দাও।
১,৬৯২ বার পড়া হয়েছে
প্রতিবাদী কবিতার জন্য শুভেচ্ছা
thank you…
welcome
ভালোলাগার সুখ আছে কবিতায় ।শুভেচ্ছাভিনন্দন কবি শওকত আলী বেনু।
অনেক ধন্যবাদ
অন্যরকম
বেশ
thank you..
হা ফাঁসি চাই…………………… তবে নিজের না , —————-
ভয় পেয়ে গেলেন ?
অনেক ধন্যবাদ
“তীব্ৰ কষ্ট গুলো যন্ত্ৰনা বাড়িয়ে দিলে” বাহ
thank you …
বাহ খুব সুন্দৱ লিখেছেন। শব্দ গুলো খুব কঠিন তবুও ভাল লাগলো
অনেক ধন্যবাদ
এমন আৱো চমতকাৱ পোষ্ট আশা কৱছি
আপনার ভালো লাগায় আমি আপ্লুত
কবিতা সুন্দর হয়েছে। ভাল থাকুন।
কঠিন কবিতা , ভাই ভাল থাকুন।
বেশ ভালো কাব্য …….মুগ্ধ হলাম পড়ে