Today 26 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার রচিত একটি গান

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ১২/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1412বার পড়া হয়েছে।

আমি চিনেছি আমাকে
চিনেছি তোমাকে
বুঝিতে চিনিতে নেই বাকি
তুমি নিবিড় কুঞ্জের পাখি ।।

হৃদয়ে শুধু যে তোমারি বাস
তোমারি পাবার কত যে আশ্ব
তোমাকে হেরিয়ে হাসিবে
আমার অনুরাগের আঁখি ।

ঐ ………….।।

তোমারে ভাবিয়া হিযলের কমল
মম চিত্তে ধরিছে অনল
গগনের তারা ভেবে করেছি ভুল
হৃদয় তরী আজ নাহি পায় কুল
কেমনে দিলে বলো আমারে ফাঁকি ?
ঐ ………..।।

১,৪৪৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

১২ টি মন্তব্য

  1. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    ভাই গায়ক হিসেবে কারে সিলেক্ট করেছেন। অনেক ভালো হয়েছে। সুরটা দিয়ে নিজেই গেয়ে ফেলেন।

  2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    পড়তে ভালই লাগল । সুর সমেত শুনতে পারলে আও ভাল লাগতো । শুভ কামনা ।

  3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    কবিতা ,ছড়ায় ও গানে
    আপনি তো ভাই সবখানে

    অনেক ভাল লাগলো।

  4. আরজু মন্তব্যে বলেছেন:

    কবিতা ,ছড়ায় ও গানে
    আপনি তো ভাই সবখানে।

    আমি ও তাই বলি কোথায় নাই আমাদের শান্ত।
    আমি চিনেছি তোমাকে
    বুঝিতে চিনিতে নেই বাকি
    তুমি নিবিড় কুঞ্জের পাখি ।(তুমি ছন্দের যাদুকর)

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    খুব সুন্দর । তবে সুরটা শুনতে পারলে ভাল লাগত

  6. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    অসাধৱন একটা গান খুব ভাল লাগলো

  7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    পড়ে তো ভালই লাগলো ….. সুর টা আপনি দেন আরো ভালো হবে
    শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top