নোটিশ
আমার রচিত একটি গান
এই লেখাটি ইতিমধ্যে 1412বার পড়া হয়েছে।
আমি চিনেছি আমাকে
চিনেছি তোমাকে
বুঝিতে চিনিতে নেই বাকি
তুমি নিবিড় কুঞ্জের পাখি ।।
হৃদয়ে শুধু যে তোমারি বাস
তোমারি পাবার কত যে আশ্ব
তোমাকে হেরিয়ে হাসিবে
আমার অনুরাগের আঁখি ।
ঐ ………….।।
তোমারে ভাবিয়া হিযলের কমল
মম চিত্তে ধরিছে অনল
গগনের তারা ভেবে করেছি ভুল
হৃদয় তরী আজ নাহি পায় কুল
কেমনে দিলে বলো আমারে ফাঁকি ?
ঐ ………..।।
১,৪৪৩ বার পড়া হয়েছে
ভাই গায়ক হিসেবে কারে সিলেক্ট করেছেন। অনেক ভালো হয়েছে। সুরটা দিয়ে নিজেই গেয়ে ফেলেন।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
পড়তে ভালই লাগল । সুর সমেত শুনতে পারলে আও ভাল লাগতো । শুভ কামনা ।
একদিন সুরও হবে নিশ্চয় ।
কবিতা ,ছড়ায় ও গানে
আপনি তো ভাই সবখানে
অনেক ভাল লাগলো।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
কবিতা ,ছড়ায় ও গানে
আপনি তো ভাই সবখানে।
আমি ও তাই বলি কোথায় নাই আমাদের শান্ত।
আমি চিনেছি তোমাকে
বুঝিতে চিনিতে নেই বাকি
তুমি নিবিড় কুঞ্জের পাখি ।(তুমি ছন্দের যাদুকর)
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
খুব সুন্দর । তবে সুরটা শুনতে পারলে ভাল লাগত
একদিন সুরও হবে নিশ্চয় ।
অসাধৱন একটা গান খুব ভাল লাগলো
পড়ে তো ভালই লাগলো ….. সুর টা আপনি দেন আরো ভালো হবে
শুভ কামনা