Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমার হাতটি ধরো

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ১০/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1471বার পড়া হয়েছে।

একটিবার বাইরে এসে দেখো
অমলিন জোৎস্না
একটিবার হাত বাড়িয়ে দাও
আমার হাতে।
নেবে তো নাও যত খুশী,
আকাশটা তোমাকে দিলাম।
ঘরের চৌকাঠ পেরিয়ে
একটিবার পা বাড়িয়ে দেখো
শরৎ শশীর স্নিগ্ধ শীতল মুক্তোদানায়
ভরে যাবে তোমার শুন্য আঁচল।
পৃথিবীটাও তোমাকে দিলাম।
নির্জন রাত্রি অমানিবাস
ভালোবেসে নির্ভয়ে একটিবার আমার হাতটি ধরো।
বিশ্বাসের পূর্নতায়, নির্মল স্নিগ্ধতায়
আমার যা কিছু পাওয়া।
এই আকাশ, পৃথিবী থেকে যা কিছু অতীত বর্তমান
নিঃশর্তে সবিই তোমাকে দিলাম।
অতঃপর বাইরে এসে একটি বার হাতটি ধরো
যা তুমি ফিরিয়ে দিয়েছো কতবার।

১,৫৬৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

১৬ টি মন্তব্য

  1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    সুন্দর ভালোবাসার কবিতা।

  2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ আমির ভাই…

  3. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

    সুন্দর ভালবাসার কবিতা।

  4. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    আমার গল্পটি পড়ঝের…খুব ভালো লাগল…ধন্যবাদ….

  5. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    পড়ঝের (পড়েছেন) হবে

  6. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

    ভাল লেগেছে।

  7. সুমাইয়া বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

    Thanks

  8. কবি বাংলাদেশী মন্তব্যে বলেছেন:

    তারপর ও, বাইরে এসে শুধু একটি বার হাতটি ধরো
    দিয়েছ ফিরিয়ে যা কতবার।

  9. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

    সুন্দর ভালবাসার কবিতা।

  10. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    আবেগময় লিখা
    ভালো লাগলো

  11. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

    “শরৎ শশীর স্নিগ্ধ শীতল মুক্তোদানায়
    ভরে যাবে তোমার শুন্য আঁচল।
    পৃথিবীটাও তোমাকে দিলাম।”

    ভাল লাগা।

  12. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    নিঃশর্তে সবিই তোমাকে দিলাম।
    অতঃপর বাইরে এসে একটি বার হাতটি ধরো
    যা তুমি ফিরিয়ে দিয়েছো কতবার।
    সুন্দর কথামালা ।

  13. আরজু মন্তব্যে বলেছেন:

    পৃথিবীটাও তোমাকে দিলাম।খুব চমৎকার কবিতাটির জন্য

  14. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ভালবাসার হাতটি ধরো একটিবার

    খুব সুন্দর লেখা

  15. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    দারুন
    সুন্দর কথামালা

    নাইস

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top