Today 28 Jul 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আমি ও আমার

লিখেছেন: এ হুসাইন মিন্টু | তারিখ: ২৬/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1369বার পড়া হয়েছে।

আমার স্বপ্বগুলো যেন দূর আকাশের তারা
দেখা যায়, যায় না ধরা
আমার ইচ্ছেগুলো যেন নদীর জলের শেওলা
আমি ছাড়া যা সবার কাছেই ময়লা
আমার সৃষ্টিগুলো অসৃষ্টির-ই মূল
যা কৃষ্টি মনের খোরাক যোগাতে ভীষণ অপ্রতুল,
আমার নিবাস যেন সিদ্ধ কোনো বর
ঘরের সবাই আপন আমার
আমিই সবার পর
আমার সতীর্থরা সব স্বার্থের সহচর
স্বার্থ ফুরালে দৃষ্টির আড়ালে সাক্ষাৎ দুষ্কর |

আমার জন্ম যেন আজন্ম এক পাপ
তাই জীবন জুড়ে চলে শুধু কষ্টের ছয়লাপ
আমার জীবন যেন হিমালয় সম ভারী
বাহিরে নন্দনীয় ভেতরে যাতনা সাড়ি সাড়ি,
পর মনে আমি যেন গণিকার মতন কেহ
যার যেমন খুশি চিবিয়ে খায় হৃদয় থেকে দেহ |

১,৪৮২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
পুঁজিবাদের এই জমানায় কলম আমার পুঁজি চেনা মানুষের ভিড়ে আমি অচেনা মুখ খোঁজি,, কলমে ভর করে দাড়ানোর প্রচেষ্টায় রত এক শব্দ শ্রমিক । লেখকের প্রকাশিত বইসমূহঃ- কাব্যগ্রন্থ-জীবন নদীতে খরা উপন্যাস-অশ্রু, নরক ও প্রচ্ছায়া ।
সর্বমোট পোস্ট: ৯৮ টি
সর্বমোট মন্তব্য: ১২৫০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-২৬ ১২:২৭:৩১ মিনিটে
banner

১৮ টি মন্তব্য

 1. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

  “আমার ইচ্ছেগুলো যেন নদীর জলের শেওলা
  আমি ছাড়া যা সবার কাছেই ময়লা”………এই দুটো লাইন আমার সাথে পুরাপুরি মিলে গেছে

 2. আলমগির সরকার লিটন মন্তব্যে বলেছেন:

  দাদা
  কবিতার কথাগুলো খুব সুন্দর তবে
  কবিতার নামটা যেন ভাল লাগছেনা
  আরো সুন্দর নাম দিতে পারতেন

  ভাল থাকুন

 3. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  সুন্দর উপমা বহুল,বহু দিন পরে পড়লাম

 4. বৈশাখী ঝড় মন্তব্যে বলেছেন:

  অসম্ভব সুন্দর কবিতা। ভালো লাগা রইল কবি

 5. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  বহুদিন পরে নতুন উপমার কবিতা পড়ার সুযোগ করে দিয়েছেন আপনি,

  ভাল লাগা।

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগল। মিন্টু ‍ভাইকে ধন্যবাদ।

 7. মুহাম্মদ আনোয়ারুল হক খান মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতার কথাগুলো মাঝে মাঝে আমার নিজের ভিতরই জেগে উঠে।

 8. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আমার ইচ্ছেগুলো যেন নদীর জলের শেওলা
  আমি ছাড়া যা সবার কাছেই ময়লা

  সুন্দর কথা।

 9. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চমত্‍কার লিখেছেন । আপনার মেধার প্রসংশা না করার অবকাশ নাই ।

 10. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  অনেক ভাল লাগা কবিতা।

  খুব সুন্দর লিখেছেন
  আর ও লিখেন………..।

 11. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  দারুণ বলেছেন কবি –
  “আমার ইচ্ছেগুলো যেন নদীর জলের শেওলা
  আমি ছাড়া যা সবার কাছেই ময়লা”
  সুন্দর হয়েছে কবিতা। আরো পড়গতে চাই।
  ভাল থাকুন, শুভেচ্ছা নিন।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top