নোটিশ
আমি বুঝি না রাজার নীতি
এই লেখাটি ইতিমধ্যে 948বার পড়া হয়েছে।
আমি বুঝি না রাজার নীতি,
আমি খুঁজতে চাই বেঁচে থাকার ভীতি।
আমি চাই না রাজ্য জয়ের হুংকার,
আমি উড়তে চাই বিহঙ্গের মতন বারবার।
আমার পিঠে লেপ্টে গেছে দেয়াল,
আমার চাই কন্ঠবল স্বদেশী প্রাণের খেয়াল।
আমায় ভাইয়ের রক্তে রাঙিয়ে পেয়েছি মায়ের বুলি,
আমার মাটির সন্তানেরা দিয়েছে স্বাধীনতা ঝুলি।
আজ আবার আমার দেশে কেন স্বাধীনতা চাই?
আজ আবার আমার কেন ভাষার অধিকার নাই?
বাংলায় বলি শব্দ তবুও কেন অপূর্ণতার ভাব?
মানচিত্রে স্বাধীন তবুও কেন নিরাপদ নীড়ের অভাব?
আমি মুক্তির পাখি প্রিয়সীর হাতের কাঁকন,
আমি ভক্তির বাতি রাজার তাজের কাঁপন।
আমি নিষ্ঠুর নই হিংস্র লোভের থাবায়,
আমি কুন্ঠিত হই ভাইয়ের রক্তের খেলায়।
আবার একটা ৭ই মার্চের ভাষণ কি পারবে আমাদের বাঁচাতে?
সেই অপেক্ষায় পদাঘাত করি তোমাদের ক্ষমতার গোঁড়াতে।
৯২১ বার পড়া হয়েছে
Tags: আমি বুঝি না রাজার নীতি, তওহীদুল
ভালো লাগলো