আমি ব্লগার। তাই ব্লগর ব্লগর করি।
এই লেখাটি ইতিমধ্যে 1692বার পড়া হয়েছে।
ভাবছি আধাআধি। লিখছি মিছেমিছি।এই আধা-মিছার জটলা সেই কবে থেকেই। সময় যাচ্ছে। বয়স বাড়ছে। জটলাও কমছে না।বেড়েই চলছে।চারিদিকে আহাজারি।যানজট বাড়ছে। গাড়ি বাড়ছে। ধোঁয়া ছাড়ছে। ছোটবেলায় গোল্লাছুটে ফার্স্ট হতাম।বৌচি খেলতে গিয়ে বউ সাজতাম।মিছেমিছি বউ সেজে সময় কাটিয়েছি।গোল্লাছুটে ‘গোল্লা’ না পেলেও ছুটেই চলেছি।এখন বৌছি নেই, গোল্লাছুট নেই।হাহাকার আছে।হাডুডু নেই। এখন বন্ধু আছে।বন্ধুত্ব নেই।বন্ধুত্বে লাইক থাকে।ডিজলাইক থাকে। আনফ্রেন্ডও আছে।কখন যে হারিয়ে যায়, জানা নেই। সবই মিছেমিছি নয়তো আধাআধি।
এই আধা-মিছে ভাবনার বেগ কোথায় ? বেগ নেই। আবেগ আছে। তাও মিছেমিছি। আগেবে হারিয়ে যাই। এলোমেলো শব্দেরা ভর করে।ব্লগর ব্লগর করি। অনেকে বলে বগর বগর করি। রাতভর গদ্যও লিখি।দুই পাশ কেটে দিয়ে কবিতা বানাই। আধুনিক গদ্য কবিতা।যদিও পাঠক নেই।কবি আছে।কবিরাই সব পাঠক। সব কবিদের এক রা। মাশাল্লাহ হয়েছে হয়েছে। সেইরাম হয়েছে। ঠাণ্ডা মাথা হুজুগে মেতে উঠে।আবার কবিতা লিখি।বিরহের নয়তো প্রেমের।চাঁদকে নারী, নারীকে চাঁদ বানাই।চাঁদনী রাতে জোনাকি খুঁজে বেড়াই। সবই ধোঁকাবাজি। মিছেমিছি।নয়তো আধাআধি ।
কেন লিখছি? লিখে কি লাভ? যা ভাবছি তা কী লিখছি? যারা লিখছে তাঁরা চলে যাচ্ছে। এক-দুই-তিন-চার। আর কতো? জানা নেই। যা লিখছি সবই ধোঁকাবাজি। নয়তো মিছেমিছি। তাই ফেলানিরা মরতেই থাকে। রোহিঙ্গারা ভাসতেই থাকে।সোনার ছেলেরা দুষ্টুমি করে।মা-বোনদের ওড়না টেনে ধরে।প্রতিবাদী বোনের ছুঁড়ে দেয়া ফুলের টবের আঘাতে স্টিলবডির জল কামান তীব্র যন্ত্রনায় ছটফট করে। আহা সেই কী আঘাত ! আঘাত সইতে না পেড়ে নপুংশক বীর পুলিশরা নারীদের পশ্চাৎদেশে বুটের লাথি মারে। গলা চেপে ধরে।
আর কতো? এভাবেই কী চলতে থাকবে? না চলে যে উপায় নেই ! সবই চলবে। গাড়ি চলবে। ঘোড়া চলবে।যানজটে সময় যাবে। ক্ষুদিরামদের ফাঁসি হবে। প্রীতিলতারা ঘুমিয়ে থাকবে।অভিজিতরা খুন হবে।ফাঁটা কেষ্ট ভান করবে। খলনায়ক নায়ক হবে। নগর পিতা দাদা হবে।কালো কেশ সাদা হবে। নাতি-নাতনি ঘিরে ধরবে- অন্ন চাই,বস্ত্র চাই। বাঁচার মতো বাঁচতে চাই। আস্তিক-নাস্তিক দুই ভাই। নাস্তিকের রক্ত চাই।
-‘এবার থামো থামো, আর নয়। ওখানে কে’ ?
-‘আমি ব্লগার’।
-‘কি করছো এইখানে’ ?
-‘ব্লগর ব্লগর’।
-‘এটা আবার কি’ ?
-‘তুমি কে’ ?
-‘আমি কবি’।
-‘ও তুমি কবিতা লিখো’।
-‘হ্যা, কবি তাই কবিতা লিখি’।
-‘তুমি তো আমাদেরই লোক।শোনতে চাও আমি কি করি’?
-‘না আর শুনে কাম নেই, বুঝে গেছি’।
-‘কী বুঝেছ’?
-‘তুমি বগার। বগর বগর করো’।
-‘হাঃ হাঃ ঠিক ধরেছো কবি।তুমিও সাথে থেকো’।
সবই মিছেমিছি।নয়তো আধাআধি। ক্যামনে কি ?
হ্যাপি ব্লগিং।।
১,৬৭২ বার পড়া হয়েছে
ভাবার
ভাবুন … থ্যাঙ্কু দাদা
nice
দারুন ভাবনার প্রয়াস
সুন্দর লিখনী
কৃতজ্ঞতা ..
সবই আধা-আধি!
ভাল লাগল –
খলনায়ক নায়ক হবে। নগর পিতা দাদা হবে।কালো কেশ সাদা হবে। নাতি-নাতনি ঘিরে ধরবে
থ্যাঙ্কু অনিরুদ্ধ বুলবুল ।
যুক্তিতে যখন মুক্তি মিলেনা, চুক্তিতে ব্লগার করাই খুন ভাই,
হাজার হাজার শুক্তি ভাঙ্গিয়া একটি মুক্তাও খুঁজে নাহি পাই।
আল্লাহকে করতে খুশি, মারি আল্লাহর সৃষ্টি,
এত যে পাঠালো নবি ও রাসুল,খুলিলনা তবু দৃষ্টি।
দারুন ভাবনা…… শুভেচ্ছা জানবেন কবি
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
’তুমি বগার। বগর বগর করো’।
-’হাঃ হাঃ ঠিক ধরেছো কবি।তুমিও সাথে থেকো’।
ওটা তো মনে হয় সবাই আছে । অনলাইনে কবি / লেখক / ব্লগার এর মধ্যে বিশেষ কোন পার্থক্য আছে বলে আমি মনে করি না ।
কবির আলাদা স্বভাব আছে না ? ধন্যবাদ আপানকে ….
ক’বার করে পড়া হলো অনেক ভালো লাগলো
থ্যাঙ্কু কক্স ভাই ..