Today 14 Aug 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আরব্য রজনীর অপাংত্তেয় উপাখ্যান

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ১০/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1274বার পড়া হয়েছে।

কাল সারারাত কেঁদে কুটে কাটাল বেঘোর রাত
নির্ঘুম চোখে জেগে ছিল কিছুক্ষণ
এক আঁধলা চাঁদ,
সে আর আমি উদভ্রান্তের মত খুঁজেছি পরদেশি বাতাস
এক খণ্ড যাযাবর মেঘ
এক বিন্দু আকাশ ভাই ফোঁটা
কিঞ্চিত জলের ছিটা!
কসাই রাত
প্রহরের পর প্রহর
ঘামাছি জলে কাক ভেজা,
আমি
সেই সাথে মধ্য বয়সী এক পোয়াতি নারী
আর অগ্রজ দুটি নতুন কুঁড়ি
এবং
এক পায়ে দাঁড়িয়ে থাকা তাল গাছ সেও !
কেউ শুনলো না
কেউ দেখলো না
বিষাদ সিন্ধু ,
আরব্য রজনীর অপাংত্তেয় উপাখ্যান !!

১,২৯৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সুন্দর

 2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  মর্মার্থ বুঝতে পারলাম না । শুভ কামনা ।

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  আমি
  সেই সাথে মধ্য বয়সী এক পোয়াতি নারী
  আর অগ্রজ দুটি নতুন কুঁড়ি
  এবং
  এক পায়ে দাঁড়িয়ে থাকা তাল গাছ সেও !
  কেউ শুনলো না
  কেউ দেখলো না
  বিষাদ সিন্ধু ,
  আরব্য রজনীর অপাংত্তেয় উপাখ্যান !!

  অংশটুকু অসাধারণ হয়েছে ।

 4. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ শান্ত ভাই ।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মুগ্ধকর লীখা

  বেশ ভালো

  খুব সুন্দর
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top