আরাধনার ধন কোন সময়টা?
এই লেখাটি ইতিমধ্যে 1127বার পড়া হয়েছে।
অতীত বর্তমান ভবিষ্যত
বলা যদি হয়
নাও বেছে সময়
সকাল এর মধুর সময়টা
এখন হয়ে গেছে অতীত
ভাবছি যে কি হবে
কালকে
অথবা পরশু তরশূ
অদুর ভবিষ্যতে ।
আরাধনার ধন
কোন সময়টা?
গুরুত্বপূর্ন ?
এই যে বসেছি
লিখতে অথবা করছি
শেয়ার আপন ভাবনা
বা করছি যে কাজ
বর্তমান ।
চলি বর্তমানে
শিক্ষা নিয়ে
অতীত থেকে
ভবিষ্যতের প্রেরনায়।
তবে আজ বলি
বর্তমানে চলি
বর্তমান মূল
বর্তমান আসল
অতীত হল স্মৃতি
অতীত পাথেয়
ভবিষ্যত ই ঠিকানা
যাব ভবিষ্যতে
বর্তমানের হাত ধরে।
মিছামিছি না করি
সময় নষ্ট
অহেতুক দুশ্চিন্তায়
অতীত এবং ভবিষ্যতের।
১,১৮৯ বার পড়া হয়েছে
নিজের সম্পর্কে কিছু বলতে বললে সবসময় বিব্রত বোধ করি। ঠিক কতটুকু বললে শোভন হবে তা বুঝতে পারিনা । আমার স্বভাব চরিত্র নিয়ে বলা যায়। আমি খুব আশাবাদী একজন মানুষ জীবন, সমাজ পরিবার সম্পর্কে। কখনো হাল ছেড়ে দেইনা। কোনো কাজ শুরু করলে শত বাধা বিঘ্ন আসলেও তা থেকে বিচ্যুত হইনা। ফলাফল পসিটিভ অথবা নেগেটিভ যাই হোক শেষ পর্যন্ত কোন কাজ এ টিকে থাকি।
জীবন দর্শন" যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ "
লিখালিখির মূল উদ্দেশ্যে অন্যকে ভাল জীবনের সন্ধান পেতে সাহায্য করা। মানুষ যেন ভাবে তার জীবন সম্পর্কে ,তার কতটুকু করনীয় , সমাজ পরিবারে তার দায়বদ্ধতা নিয়ে। মানুষের মনে তৈরী করতে চাই সচেতনার বোধ ,মূল্যবোধ আধ্যাতিকতার বোধ। লিখালিখি দিয়ে সমাজে বিপ্লব ঘটাতে চাই। আমি লিখি এ যেমন এখন আমার কাছে অবাস্তব ,আপনজনের কাছে ও তাই। দুবছর হলো লিখালিখি করছি। মূলত জব ছেড়ে যখন ঘরে বসতে বাধ্য হলাম তখন সময় কাটানোর উপকরণ হিসাবে লিখালিখি শুরু। তবে আজ লিখালিখি মনের প্রানের আত্মার খোরাকের মত হয়ে গিয়েছে। নিজে ভালবাসি যেমন লিখতে তেমনি অন্যের লিখা পড়ি সমান ভালবাসায়।
শিক্ষাগত যোগ্যতা :রসায়নে স্নাতকোত্তর।
বাসস্থান :টরন্টো ,কানাডা।
সর্বমোট পোস্ট: ২২৯ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৮৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৫ ০১:২০:৩৫ মিনিটে
অতীত হল স্মৃতি
অতীত পাথেয়
ভবিষ্যত ই ঠিকানা
যাব ভবিষ্যতে
বর্তমানের হাত ধরে।
………….
একদম সঠিক। শুভ কামনা।
ধন্যবাদ নিরব মন্তব্যের জন্য।
ভাল লাগল উপদেশ মূলক কবিতাটি । শুভ কামনা ।
ধণ্যবাদ শুভ কামনা রহমান ভাই।ভাল লাগল
অসাধারণ উপদেশমূলক কথামালা ।
অসংখ্য লেগেছে ভাল ।
অসংখ্য ধণ্যবাদ শান্ত।
অসাধারন শিক্ষামূলক কবিতা লিখেছেন । বর্তমানকে পুজিঁ করে এগিয়ে যেতে হবে সামনে । আপনার অত্যন্ত সুন্দ পাথেয় সাথে থাকল । ধণ্যবাদ আপনার সুন্দর কিবতার জন্য ।
ধণ্যবাদ শুভ কামনা সাঈদ ভাই।
চমৎকার লিখণী
শিক্ষামুলক খু ব ভাল
শিক্ষণীয় লিখা
মুগ্ধ হলেম