আর মাত্র ১ দিন!
এই লেখাটি ইতিমধ্যে 2259বার পড়া হয়েছে।
প্রিয় লেখক / প্রদায়ক বন্ধুরা
আপনারা জানেন যে ভবিষ্যতে চলন্তিকার একটি প্রকাশনা প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে যেখান থেকে প্রতি মাসে একটি শিল্প-সাহিত্য-ভ্রমন-ফিচারধর্মী একটি অরাজনৈতিক পত্রিকা বের করা আর সাথে সাথে নিয়মিত ভাবে সেবা প্রকাশনীর ধরনের বিভিন্ন বই বের করা। আপাতত এটা হতে পারে তার পরীক্ষামূলক প্রকাশনা। আপনারা মহান আল্লাহ এর নিকট দুয়া করুন, আল্লাহ যেন আমাদের এই ইচ্ছাটা পূরণ করেন। আমাদের প্রথম সংখ্যা বের হবে ফেব্রুয়ারি মাসের ১ – ১৫ তারিখের মধ্যে। লেখা জমা দেবার শেষ তারিখ ডিসেম্বর মাসের ৩০ তারিখ। লেখা প্রকাশের জন্য লেখক / কবিকে কোন খরচ বহন করতে হবে না।
আমরা চাই আমাদের পত্রিকাটি সবার সাহিত্য ক্ষুধা নিবারণের পাশাপাশি কিছু প্রয়োজনীয় তথ্যতেও ভরপুর থাকে। এখানে মানসম্পন্ন ৬০/৭০ জন লেখক/কবির লেখা থাকবে। লেখা অবশ্যই চলন্তিকাতে পূর্বে প্রকাশিত হতে হবে। চলন্তিকা ছাড়া অন্য ব্লগে প্রকাশিত হলেও আপত্তি নাই। তবে চলন্তিকাতে অবশ্যই প্রকাশিত হতে হবে। লেখার ব্যাপ্তি কবিতা হলে অনধিক ২০ লাইন আর অন্যান্য লেখার ক্ষেত্রে অনধিক ১২৫০ শব্দ।
আর আমরা প্রতিটা সংখ্যা দেশের স্বনামধন্য ১০টি দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদক ও ৫ জন স্বনামধন্য প্রকাশকের কাছে পাঠিয়ে দিব। আমাদের চেস্টা থাকবে আপনাদের লেখার সাথে নামি সাহিত্য সম্পাদক ও প্রকাশকদের পরিচিত করানোর। আমাদের পত্রিকাটির সাইজ থাকবে: ৬.৯” x (৪.৮”+ ৪.৮”), কভার পেপার : ৩০০ গ্রাম আর্ট পেপার, চার কালার, ইউভি লেমিনেশন, পৃষ্ঠা সংখ্যাঃ ২২৪, ভেতরের কাগজ : ৬০ গ্রাম সাদা কাগজ, ভেতরের ছাপা : এক কালার, বাঁধাই : জুস বাইন্ডিং / অটো বাইন্ডিং, কপিঃ প্রাথমিক ভাবে প্রতি ঋতুতে ৩০০ কপি করে প্রকাশ করা হবে।
“চলন্তিকা অবসরের সঙ্গী” আপাতত কোন কমার্শিয়াল পত্রিকা নয়। আর এটি শুধুমাত্র ব্লগের বন্ধুদের লেখা নিয়ে, শুধুমাত্র তাদের জন্যই। তাই এর মূল্য গতানুগতিক বাজারের পত্রিকার চাইতে বেশি হবে। এর মূল্য থাকবে ২০০ টাকা। এখানে কোন লেখক / কবিকে সৌজন্য কপি দেওয়া হবে না। তবে প্রকাশ হবার পর জানিয়ে দেওয়া হবে, কার কার কোন কোন লেখা প্রকাশ পেয়েছে।
আরও বিস্তারিত জানতে মেনু বারের নিম্নের পেজগুলো ভিজিট করুন-
“চলন্তিকা অবসরের সঙ্গী” কিছু প্রশ্নোত্তর জানতে নিম্নের লিঙ্ক দেখুন
http://cholontika.com/?p=125146
“চলন্তিকা অবসরের সঙ্গী” তে লেখা জমা দিতে নিম্নের লিঙ্ক দেখুন
http://cholontika.com/?p=12514
বিনীত
সম্পাদক, চলন্তিকা ব্লগ।
cholontika.com
২,৫২২ বার পড়া হয়েছে
এই উদ্দোগের পুর্ন সফলতা কামনা করছি।
ধন্যবাদ । আগে জমা দিয়েছি
ধন্যবাদ সম্পাদক ভাই আপনার এই উদ্যেগে।আমিতো লেখা জমা দিয়েছি কিছু।তবে বুঝতে পারছিনা আমি সঠিক নীতিমালা অনুসরন করেছি তো?
কবিতা জমা দিয়েছি কয়টা, কিন্তু নিয়ম মত হয়েছে কিনা তা নিয়ে আমিও সন্ধিহান
সম্মানিত সম্পাদক সাহেব
আমিও কয়েকটি লেখা জমা দিয়েছি পেয়েছেন কিনা জানালে খুশি হব ।
আশা করি আপনার উদ্দেশ্য সফল হবে ।ধন্যবাদ সবাইকে ।
শুভকামনা রইলো।
দাদা
দুটি কবিতা তো ইমেইল করলাম কিন্তু Undeliverable কথা ফিরে এল
যাই হোক লিং দিলাম
১।http://cholontika.com/2013/12/03/%E0%A6%AC%E0%A6%B9%E0%A7%81%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0/
২।http://cholontika.com/2013/11/21/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE/
কবিতা নিয়ে নিবেন আশা করি
ভাল থাকুন——–
http://cholontika.com/?p=12514 জমা দিন
্দাদা একটা গল্পের লিঙ্ক দিলাম-http://cholontika.com/2013/12/11/এমন-যদি-হত
লেখা জমা দিয়ে দেব কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ।
প্রিয় সম্পাদক মহোদয়, গল্পের ক্ষেত্রে কি শব্দ সংখ্যা বাড়িয়ে ১৫০০ শব্দ করা যায় ?
লেখা জমা দেবো দু-এক দিনের মধ্যেই ইনশাআল্লাহ ।
চমৎকার এই উদ্যোগটির জন্য চলন্তিকা ব্লগ সম্পাদককে সাধুবাদ জানাই। আর কয়টি লিখা পাঠানো যেতে পারে প্রতিজনকে, জানালে খুব খুশি হতাম। সেইসাথে ব্লগের সংস্লিষ্ট সবার জন্য রইলো মহান বিজয় দিবসের শুভেচ্ছা আর অভিনন্দন এবং এই উদ্যোগটির জন্য রইলো শুভকামনা আর সফলতা কামনা।
।এমন একটি মহৎ কাজ হাতে নেয়ার জন্য আনোয়ারুল ভাইকে ধন্যবাদ ।
চলন্তিকা হোক বাংলাদেশের এক অভিন্ন সাহিত্য পত্রিকা ।
http://cholontika.com/2013/06/19/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2/
http://cholontika.com/2013/12/13http://cholontika.com/2013/12/26, http://cholontika.com/2013/12/26,http://cholontika.com/2013/12/1,http://cholontika.com/2013/12/18,
শুভকামনা রইল প্রিয়।
http://www.somewhereinblog.net/blog/sumaiyabest/page/20
http://cholontika.com/2013/09/03/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA/
http://cholontika.com/2013/12/30/%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0/#comment-27575
http://cholontika.com/2013/12/29/%E0%A6%86%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE/#comment-27578