Today 02 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আলোর পথে…..

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ২৮/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 947বার পড়া হয়েছে।

 

রাত খুব নিঝুম হয়ে গেছে

নিরবতায় চারপাশ একেবারে

ঘুটঘুটে অন্ধকার,

জীবনের প্রয়োজন যেন

দূরে কোন জ্বলে থাকা

প্রদীপের আলোয় সীমাবদ্ধ….

বেঁচে থাকার আনন্দই আজ

অনেক বেশী করে উপলব্ধি করছি

নিঃশঙ্গতাকে সাথে নিয়ে

একাকী কোন নিঝুম রাতে….।

 

ঘোড় দৌড়ের মত টগবগিয়ে

ছুটে চলা জীবনটা

হঠাস্তব্ধ হলে

এমনই বুঝি নিঝুম রাতের কাছে

সমর্পিত হতে হয়….

তবুও আশায় বশতিরা

আবার উসকে দেয় মনকে…

তুমি ছুটে চল

তুমি এগিয়ে যাও আলোর পানে…।

 

একেবারেই না দেখা যাওয়া

অন্ধকারেও আলোর স্বপ্নেই

পথ স্পষ্ট অভিলক্ষ,

যেখানে আত্ববিশ্বাস চরম সাহসী

সেখানেই তুমি

অন্ধকারেও স্বপ্নীল ছোঁয়ায় আলোকিত….

রাত্রি চরম নিঝুম

তবুও যেন বলিষ্ঠ আমি

জীবনের প্রয়োজনে

আলোকে ছিনিয়ে আনার আয়োজনে…..।

 (সাঈদ চৌধুরী, রচনাকাল রাত ১২টা, ২৬.০১.১৪ইং)

 

৯৯১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  চমৎকার কবি
  অনেক শুভ কামনা।

 2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  প্রদীপের আলোয় সীমাবদ্ধ….

  বেঁচে থাকার আনন্দই আজ

  অনেক বেশী করে উপলব্ধি করছি

  আমার কাছে বেচে থাকাটা ই আনন্দের অনেকটা প্রাপ্তির মত।সুন্দর লিখেছেন।ধন্যবাদ এবং শুভকামনা থাকল।

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর হয়েছে

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল বেশ।

 5. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ভাল লাগল । শুভ কামনা ।

 6. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর হয়েছে ভালো লাগলো ।

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর অনেক ভাল লাগ

 8. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  লেখা তো বেশ সুন্দর । কাব্যতাও ভাল ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top