আশা বা নিরাশা
এই লেখাটি ইতিমধ্যে 1498বার পড়া হয়েছে।
(১)
হারিয়ে যেও না কোন দিন
যেমন আধো আলো, আধো অন্ধকারে
হেলে পড়া চাঁদের দিকে চেয়ে থাকে লক্ষীপেঁচারা;
আমার পাশে বসে থেকো যুগযুগ ধরে।
হারিয়ে যেও না কোন দিন
আমার পাশে বসে থেকো যুগযুগ ধরে।
ফুলে ফুলে আর পাতার উপরে যে রোদেলা শিশির,
সূর্যের প্রখর তাপে যেন তার হয় না বিদায়।
শরতের তারা ভরা রাতে
হারিয়ে যেও না কোন দিন।
যখন জোছনা ওঠে(যার মায়ায় আসে দূর গ্রহের মায়াবীরা)
হারিয়ে যেও না তখন কোন দিন; চাঁদনীমাখা মুখে হেসো।
শূভ্র কাঁশবনে বা গোধুলী বেলায়
হারিয়ে যেও না শ্রাবনের বাদল ধারায়।
আর যখন গভীর রাতে দূঃস্বপ্নে জেগে ওঠা বারবার
হারানোর কিছু হারানোর আশঙ্কায়; পাশে থেকো আমার।
হারিয়ে যেও না কোন দিন
আমার পাশে বসে থেকো যুগযুগ ধরে।
যেমন প্রেম বা প্রেমহীন নিরাশা থাকে সহস্র জনম।
প্রেম হয়ে থেকো, নিরাশায় ভাসিও না যজ্ঞ জ্ঞান করে।
(২)
হারিয়ে যাব না কোন দিন
যেমন আধো আলো, আধো অন্ধকারে
হেলে পড়া চাঁদের দিকে চেয়ে থাকে লক্ষীপেঁচারা;
তোমার পাশে বসে থাকব যুগযুগ ধরে।
হারিয়ে যাব না কোন দিন
তোমার পাশে বসে থাকব যুগযুগ ধরে।
ফুলে ফুলে আর পাতার উপরে যে রোদেলা শিশির,
সূর্যের প্রখর তাপে যেন তার হবে না বিদায়।
শরতের তারা ভরা রাতে
হারিয়ে যাব না কোন দিন।
যখন জোছনা ওঠে(যার মায়ায় আসে দূর গ্রহের মায়াবীরা)
হারিয়ে যাব না তখন কোন দিন; চাঁদনীমাখা মুখে হাসব।
শূভ্র কাঁশবনে বা গোধুলী বেলায়
হারিয়ে যাব না শ্রাবনের বাদল ধারায়।
আর যখন গভীর রাতে দূঃস্বপ্নে জেগে ওঠা বারবার
হারানোর কিছু হারানোর আশঙ্কায়; পাশে থাকব তোমার।
হারিয়ে যাব না কোন দিন
তোমার পাশে বসে থাকব যুগযুগ ধরে।
যেমন প্রেম বা প্রেমহীন নিরাশা থাকে সহস্র জনম।
প্রেম হয়ে থাকব, নিরাশায় ভাসাবো না যজ্ঞ জ্ঞান করে।
১৭-১৮/৪/১৩, ঢাকা।
১,৫৯৯ বার পড়া হয়েছে
কবিতাটি ভাল লাগল।
আপনার কবিতাটি বরাবরের মতোই ভাল লাগল।
দুটো কবিতা….কামনা আর প্রতিদানের অনন্য উপমা…অনেক অনেক শুভকামনা…
ভিন্নধারার কবিতা মনে হলো, তবে পড়তে ভালোই লেগেছে
অনুরোধ আর তার জবাব… ফরম্যাট টা ভালোই লাগলো। কবিকে শুভেচ্ছা…
ভালোলাগার কবিতা শুভেচ্ছা রইল ।
আপনার কবিতা বরাবরই ভাল লাগল।
দারুণ হয়েছে কবিতাটি ।
শুভ কামনা রইল ।
যদিও মানুষ হারিয়ে যায়,
তবু সে হারাতে নাহি চায়।
হারিয়ে না যাওয়াই ভালো
এত সুন্দর লেখা দেখলে জেলাসি লাগে
কেন পারিনা এমন লিখতে
শুভকামনা কবি