Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

আশা বা নিরাশা

লিখেছেন: শ্যাম পুলক | তারিখ: ৩০/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1498বার পড়া হয়েছে।

(১)

হারিয়ে যেও না কোন দিন
যেমন আধো আলো, আধো অন্ধকারে
হেলে পড়া চাঁদের দিকে চেয়ে থাকে লক্ষীপেঁচারা;
আমার পাশে বসে থেকো যুগযুগ ধরে।

হারিয়ে যেও না কোন দিন
আমার পাশে বসে থেকো যুগযুগ ধরে।
ফুলে ফুলে আর পাতার উপরে যে রোদেলা শিশির,
সূর্যের প্রখর তাপে যেন তার হয় না বিদায়।

শরতের তারা ভরা রাতে
হারিয়ে যেও না কোন দিন।
যখন জোছনা ওঠে(যার মায়ায় আসে দূর গ্রহের মায়াবীরা)
হারিয়ে যেও না তখন কোন দিন; চাঁদনীমাখা মুখে হেসো।

শূভ্র কাঁশবনে বা গোধুলী বেলায়
হারিয়ে যেও না শ্রাবনের বাদল ধারায়।
আর যখন গভীর রাতে দূঃস্বপ্নে জেগে ওঠা বারবার
হারানোর কিছু হারানোর আশঙ্কায়; পাশে থেকো আমার।

হারিয়ে যেও না কোন দিন
আমার পাশে বসে থেকো যুগযুগ ধরে।
যেমন প্রেম বা প্রেমহীন নিরাশা থাকে সহস্র জনম।
প্রেম হয়ে থেকো, নিরাশায় ভাসিও না যজ্ঞ জ্ঞান করে।

(২)
হারিয়ে যাব না কোন দিন
যেমন আধো আলো, আধো অন্ধকারে
হেলে পড়া চাঁদের দিকে চেয়ে থাকে লক্ষীপেঁচারা;
তোমার পাশে বসে থাকব যুগযুগ ধরে।

হারিয়ে যাব না কোন দিন
তোমার পাশে বসে থাকব যুগযুগ ধরে।
ফুলে ফুলে আর পাতার উপরে যে রোদেলা শিশির,
সূর্যের প্রখর তাপে যেন তার হবে না বিদায়।

শরতের তারা ভরা রাতে
হারিয়ে যাব না কোন দিন।
যখন জোছনা ওঠে(যার মায়ায় আসে দূর গ্রহের মায়াবীরা)
হারিয়ে যাব না তখন কোন দিন; চাঁদনীমাখা মুখে হাসব।

শূভ্র কাঁশবনে বা গোধুলী বেলায়
হারিয়ে যাব না শ্রাবনের বাদল ধারায়।
আর যখন গভীর রাতে দূঃস্বপ্নে জেগে ওঠা বারবার
হারানোর কিছু হারানোর আশঙ্কায়; পাশে থাকব তোমার।

হারিয়ে যাব না কোন দিন
তোমার পাশে বসে থাকব যুগযুগ ধরে।
যেমন প্রেম বা প্রেমহীন নিরাশা থাকে সহস্র জনম।
প্রেম হয়ে থাকব, নিরাশায় ভাসাবো না যজ্ঞ জ্ঞান করে।

১৭-১৮/৪/১৩, ঢাকা।

১,৫৯৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমার উপর হয়তো অনেকেই রাগ করেন। কারন আমি মাঝে মাঝে কবিতা পোস্ট ঠিকই করি কিন্তু কারোটা তেমন পড়ি না বা মন্তব্য করি না। ------------------------------------------------------------------------------ এ নিয়ে আমারও রাগ আছে আমার উপর। আমি যদি সব বাদ দিয়ে শুধু কবিতা লিখতে পারতাম আর আপনাদের লেখা পড়তে পারতাম তাহলেই আমার ভালো লাগতো।----------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------------------------------------- আসলে আমার সব চেয়ে বড় সমস্যা হল আমি যখন যা করি তাই করি অন্য কিছু পারি না। যখন কবিতা লেখি তখন শুধু কবিতা। আর কিছু পারি না। রাত দিন বসে বসে কবিতা। আবার যখন তা বাদ দিয়ে অন্য কিছু করি তখন আর আবার কবিতা নেই।-------------------------------------------------------------------------------- দেখা যায় মাঝে মাঝে এত কবিতা লেখি যে কোনখানে পোস্ট করার সময় পাই না। আবার মাঝে মাঝে সেচ্ছায় নির্বাসন নিয়ে নেই শুধু লেখালেখির জন্য। শহর থেকে দূরে কোথাও চলে যাই। সুতরাং নেট এ বসা সম্ভব হয় না। ------------------------------------------------------------------------------------------------------------------ আমার সম্পর্কে কেউ কিছু জানে না বলেও অভিযোগ আছে। ---------------------------------------------------- আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং এ পড়ি। এবার ফোর্থ ইয়ার এ উঠেছি। মানে আমাকে আরও এক বছর পড়তে হবে। গত পনের বছর ধরে স্কুলে পড়তে পড়তে আমি হতাশায় জর্জরিত। আরও পড়তে হবে। কত বছর তা জানি না।--------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------------------------------------- মজার বিষয় হল প্রায় দশ বছর ধরে আমি লেখালেখির চেষ্টা করছি। কবি হব বলে লেখে যাচ্ছি কবিতা কিন্তু কোন প্রিন্ট মিডিয়ায় আমার লেখা প্রকাশ করতে পারি নি। আসলে পাঠাইতেই পারি নি। ---------------------- ----------------------------------------------------------------------------------------------------------------- আসলে আমার ছন্নছাড়া জীবন ভাল লাগে। রীতিনীতির ঊর্ধ্বের জীবন ভাল লাগে। এ জন্য মজা করে প্রায়ই আমি বলে।-------------------------------------------------------------------------------------------------------------- ** মহামানবেরা কোন নিয়ম মানে না, তাঁরা নিয়ম তৈরি করে। ------------------------------------------------- আসলে মজা করে বলা। আমি মহা মানব হতে চাই না। আমি শুধু হারিয়ে যেতে চাই। যেই মানুষগুলোকে আজ কেউ মনে রাখে না তাদের মত।---------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------------------------------------- ভাল থাকবেন। শুভকামনা সবার জন্য।
সর্বমোট পোস্ট: ১০৮ টি
সর্বমোট মন্তব্য: ৩৫৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১১ ১২:১৬:২৩ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    কবিতাটি ভাল লাগল।

  2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    আপনার কবিতাটি বরাবরের মতোই ভাল লাগল।

  3. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    দুটো কবিতা….কামনা আর প্রতিদানের অনন্য উপমা…অনেক অনেক শুভকামনা…

  4. মোঃ ওবায়দুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    ভিন্নধারার কবিতা মনে হলো, তবে পড়তে ভালোই লেগেছে

  5. আহমেদ ইশতিয়াক মন্তব্যে বলেছেন:

    অনুরোধ আর তার জবাব… ফরম্যাট টা ভালোই লাগলো। কবিকে শুভেচ্ছা…

  6. মোঃ মোহাইমিন আহমেদ মন্তব্যে বলেছেন:

    ভালোলাগার কবিতা শুভেচ্ছা রইল ।

  7. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    আপনার কবিতা বরাবরই ভাল লাগল।

  8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    দারুণ হয়েছে কবিতাটি ।
    শুভ কামনা রইল ।

  9. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    যদিও মানুষ হারিয়ে যায়,
    তবু সে হারাতে নাহি চায়।

  10. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    হারিয়ে না যাওয়াই ভালো

    এত সুন্দর লেখা দেখলে জেলাসি লাগে
    কেন পারিনা এমন লিখতে

    শুভকামনা কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top