নোটিশ
আহমেদ ফয়জ এর দু’টি কবিতা
এই লেখাটি ইতিমধ্যে 1480বার পড়া হয়েছে।
দুটি কবিতা
মেটে না তৃষ্ণা
দু’চোখে
দেখে দেখে আর ভরে না
আর মেটে না-
তৃষ্ণা
দেহের
সবগুলো চোখ দিয়ে
তোমাকে
দেখতে ইচ্ছে করে
প্রিয়তমা।
স্বপ্ন
এক স্বপ্নে কিছু কষ্ট
অন্য স্বপ্নে সুখ
ভোর পেরিয়ে
শিশির ডিঙিয়ে সূর্য উঠতেই
দেখি মর্ত্যলোক।
১,৫৭৬ বার পড়া হয়েছে
বাহ! চমৎকার দুইটি ভালোবাসার দুইটি কবিতা।
ধন্যবাদ ভাই।
ছবিটি যেমন সুন্দর, ভালবাসার দুইটি কবিতা ও তেমন সুন্দর।
কৃতজ্ঞতা পড়ার জন্য।
সুন্দর কবিতা
প্রেমের কবিতা, ভালো লাগল
ধন্যবাদ আপনাকে।
প্রেমের কবিতাতো সবারই ভালো লাগে। ধন্যবাদ
ধন্যবাদ মিন্টু ভাই।
মিন্টু ভাই, কবিতাগুলো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
এক স্বপ্নে কিছু কষ্ট
অন্য স্বপ্নে সুখ
ভোর পেরিয়ে
শিশির ডিঙিয়ে সূর্য উঠতেই
দেখি মর্ত্যলোক।
কিছু কষ্ট কিছু স্বপ্ন…আর সুন্দর কবিতা…অনেক ধন্যবাদ…
কৃতজ্ঞতা মিলন বনিক। ভালো থাকুন।
ভাল লেগেছে কবিতাটি ।
আপনাকে ধন্যবাদ জানালাম ।
ধন্যবাদ শান্ত ভাই।
ভালো থাকুন।
দারুন লাগল
শুভেচ্ছা
কৃতজ্ঞতা এই মেঘ এই রোদ্দুর
অনেক আগের কবিতাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অনেক উৎসাহ পেলাম।