ইউরিডাসির মৃত্যু- গ্রীক ম্যাথলোজি অবলম্বনে
এই লেখাটি ইতিমধ্যে 1696বার পড়া হয়েছে।
অরফিয়াস ছিল গ্রীক গড অ্যাপোলোর ছেলে। He was extremely talented musician! সবাই ওর গান শুনতে ভালোবাসতো। শুধু মানুশ-ই না, প্রকৃতি, পশু পাখি সব! He had a very beautiful wife- ইউরিডাসি। ঠিক চাঁদেৱ মত সুন্দরী!
কিন্তু একদিন সাপের কামড়ে ইউরিডাসি মারা যায়। অরফিয়াস একেবারে পাগল হয়ে যায় ইউরিডাসিকে এক ঝলক দেখার জন্য। ওর পক্ষে ইউরিডাসিকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব! অরফিয়াস ইউরিডাসির মৃত্যুটা কোন ভাবেই মেনে নিতে পারছিলনা, then he had this crazy idea! ও ঠিক করে যে ও ইউরিডাসিকে ফিরিয়ে নিয়ে আসবে। এই স্টোরিটা আমাকে অনেক inspire করে, অরফিয়াস যদি ইউরিডাসিকে মৃত্যুর থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে, তবে আমি কেন পারব না!
অরফিয়াস ওর অসাধারন গলায় মৃত্যু দেবতা হেডিস-এর কাছে গান গেয়ে প্রার্থনা করে!- “With my song, I will Charm the LORD OF THE DEATH!/ Moving their hearts with my melody, I will bear her Away from Hades. ” আর যা হবার সেটাই হয়, হেডিস অরফিয়াস-এর গান শুনে একেবারে মুগ্ধ হয়ে যান! হেডিস তখন ইউরিডাসিকে ফিরিয়ে নেয়ার Permission দেন, But only on one condition. যতক্ষন না মৃত্যুপুরী থেকে হেঁটে পৃথিবীতে পৌছাবে, আর ওদের গায়ে সূর্যের আলো না লাগবে- ততক্ষন সামনে হাঁটা অরফিয়াস পেছনে ফিরে ইউরিডাসিকে দেখতে পারবে না। অরফিয়াস একেবারে পাগল হয়ে যাচ্ছিল ইউরিডাসিকে দেখার জন্য। So, যখনি ওর গায়ে সূর্যের আলো লাগে ও পেছনে ফিরে তাকায়। কিন্তু,—————————-
১,৬৭০ বার পড়া হয়েছে
ভালো লাগলো, তবে কিন্তুর পর কি হলো?
ভাল লাগল…. আরো লিখে যাও। আর সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দাও
লেখার ধরনটা অদ্ভূত। এটা সাহিত্যের কোন শাখায় রাখা যায় তা বের করা দূরহ। তবে এভাবে বাংলা ইংলিশ না মেশানো থাকলে, এবং আরেক একটু গাম্ভীর্য থাকলে এটি ‘গ্রীক মিথোলজী’ র ভালো বাংলা সংকলন হতে পারতো ।