নোটিশ
ইচ্ছে মতই খেলা করি
এই লেখাটি ইতিমধ্যে 1293বার পড়া হয়েছে।
ইষ্টিকুটুম মিষ্টি দেশের
বৃষ্টি-ভেজা ফুল,
বাংলা-স্যারের হ্যাংলা হাসি
ব্যাকরণের ভুল।
ভুল থেকেই জন্ম নেয়
অনেক আবিস্কার,
স্যার তবু কেন যে করেন
শুধুই তিরস্কার!
ধমক খেয়ে চমক তবু
জাগে নাকো মনে,
ইচ্ছে মতই খেলা করি
ফুল-পাখিদের সনে।
১,৩৬৮ বার পড়া হয়েছে
অনেক সুন্দর ছড়া…ভালো লাগলো….
মিলন ভাই
ভাল লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ।
চমত্কার ছড়া ! অসংখ্য ভাল লাগা জানালাম ।
ভাল লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ।
খুব,খুব ভাল লেগেছে আপনার ছড়াটি।
তাপস ভাই
ভাল লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ।
ছড়া ভালো হয়েছে, তুষার ভাই
মিন্টু ভাই
ভাল লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ।
স্যারের ছড়া ভাল লাগল
স্যার হলাম কবে থেকে??????????????????????????????????
ভাল লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ।
আমি নাকি স্যার হয়েছি
জানি না কিভাবে,
ছড়া গড়ার পড়া শিখি
তাতেই লোকে কী ভাবে!
মেঘ বলেছে যাব যাব
স্যার তোমার বাড়ি,
রোদ্দুর হেসে গড়িয়ে পড়ে
নিলাম তবে আড়ি।
বৃষ্টি এসে খুনসুটি করে
মাটির তাতে সুখ
রঙধনুর রঙ ছড়িয়ে
ভরিয়ে দিলাম মুখ।
ফুল পাখি আর প্রজাপতির
বন্ধু যদি হই,
নদীর জলে ভাসিয়ে কথা
স্যার হলাম কই?
ইচ্ছে মতই খেলা করি
শিশুদের জন্য সুন্দর একটি ছড়া