Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ইতিহাস, সে তো এক বহতা নদী

লিখেছেন: সহিদুল ইসলাম | তারিখ: ১৭/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1774বার পড়া হয়েছে।

ইতিহাস, সে তো এক বহতা নদী,
স্বগতিতে বয়ে চলে নিত্য নিরবধি।
 
কেউ যদি চায় ইতিহাসের গতি   
করতে রোধ,
ইতিহাস নেয় তার প্রতি উল্টো
প্রতিশোধ।
 
আজকে যারা ইতিহাসকে করতে
চাচ্ছে রেপ,
ইতিহাসের আস্তাকুরে হবে ওরা
নিক্ষেপ।
 
বঙ্কিমচন্দ্রের লেখা হতে, করছি
আমি চয়ন,
বদলায় মানুষ, অবিচল থাকে
প্রজন্মের অয়ন,
 
“জলের যে পথ নিখাত হইয়াছে,
জল সেই পথেই যাইবে,
সে পথ রোধ কর,
পৃথিবী ভাসিয়া যাইবে।”
 
ঊনিশ’শ প্রচাত্তুর থেকে ৯০ সন,
সত্যকে যারা দিয়েছিল নির্বাসন।
ইতিহাসের কি নির্মম পরিহাস,
সত্যের অধিষ্ঠানে মিথ্যের সর্বনাশ।
 
আজো কিছু ভণ্ডের দল, এই
বাংলার মাঠে,
সাময়িক লাভের আশায়, উল্টো
পথে হাটে।
 
সময় থাকতে ওরা যদি না হয়
সাবধান,
ইতিহাসের আস্তাকুরে ওদের হবে
স্থান।
 
ইতিহাসকে কলঙ্ক দিয়ে, ক্ষমা কেহ
পায়নি অদ্যাবধি,
ইতিহাস, সে তো এক বহতা নদী,
স্বগতিতে বয়ে চলে নিত্য নিরবধি।
 
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা  ডট কম 
Sahidul_77@yahoo.com

১,৭৪৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমার পরিচিতিঃ আমি, মোহাম্মদ সহিদুল ইসলাম, পিতাঃ ডাঃ মোঃ সফি উদ্দিন, ১৯৭৭ সালের ১লা জানুয়ারী, আমার জন্ম-ঢাকা জেলার ধামরাই থানার বেলীশ্বর গ্রামে নানা আলী আজগর মুন্সির বাড়ীতে । পৈত্রিক নিবাস, ঢাকা জেলার ধামরাই থানার অর্জ্জুন-নালাই গ্রামে, কিন্তু বাবার চাকরী জনিত কারনে আমি ছোটবেলা থেকেই মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামে বড় হই। বর্তমানে এই গ্রামেই আমি স্থায়ী ভাবে বসবাস করছি। দুই ভাই এক বোনের মধ্যে আমি বাবা-মার প্রথম সন্তান। আমার লেখাপড়া শুরু হয় উমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবং এই বিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণী ও বরুন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি, পরে কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক মঞ্জুরীকৃত ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন (হাই স্কুল) হতে ১৯৯২ সালে সাফল্যের সহিত এস,এস,সি পরীক্ষা পাশ করি । সরকারী দেবেন্দ্র কলেজ হতে ১৯৯৪ সালে আই,কম, ১৯৯৬ সালে বি,কম এবং একই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়_বাংলাদেশের অধীনে ১৯৯৮ সালে ব্যবস্থাপনা বিষয়ের উপর এম,কম সমাপ্ত করি। এম,কম শেষ পর্বের পরীক্ষা শেষ করার আগেই আমি ১৯৯৮ সালে একটি বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করি এবং চাকুরীরত অবস্থায় এম,কম সমাপনী পর্ব সাফল্যের সাথে সমাপ্ত করি। ২০০৮ সাল পর্যন্ত আমি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করি। ২০০৯ সাল হতে আগস্ট/২০১৪ সাল পর্যন্ত জুরং শিপইয়ার্ড_ সিঙ্গাপুরে কম্পিউটার অপারেটর হিসেবে এবং সেপ্টেম্বর/২০১৪ হতে অদ্যাবধি প্রজেক্ট সুপারভাইজার হিসেবে _ স্যাম্বক্রপ মেরিন_সিঙ্গাপুরে কাজ করছি। আমি ছোটবেলা থেকে লেখালেখি করি । মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের আবহমান বাংলা ম্যাগাজিনে প্রথম লেখা শুরু। আমি গল্প, কবিতা, প্রবন্ধ ( রাজনৈতিক এবং সমসাময়িক) এবং উপন্যাস লেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আধুনিক বা সাম্প্রতিক পটভূমিকা নিয়ে লেখাই হল আমার অভিগমন। মানুষের দুঃখ-দুর্দশা আমার মনকে সর্বাধিক ক্ষতবিক্ষত করে। আমার প্রথম প্রকাশিত বইয়ের নাম “আবীর”। যৌথভাবে আমার প্রকাশিত বই ১০০ কবির প্রেমের কবিতা ২য় এবং ৩য় খণ্ড। আমি দেশ এবং বিদেশের বেশ কিছু অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় নিয়মিত গল্প, কবিতা এবং উপন্যাস লিখছি_ এর মধ্যে রয়েছে _ বাংলারকন্ঠ (সিঙ্গাপুর), দৈনিক সিলেটের আলাপ, আমাদের কিশোরগঞ্জ, বাংলারকন্ঠ(অস্টেলিয়া), সাভার নিউজ ২৪ ডট কম, সংবাদ ২৪ ডট নেট, প্রিয় ডট কম, রাঙ্গুনিয়া ২৪ ডট কম, এবি নিউজ২৪, বিবেকবার্তা ডট কম, বাংলা কবিতা ডট কম, বিডি নিউজ ২৪ ডট কম, গল্প কবিতা ডট কম ইত্যাদি। মোহাম্মদ সহিদুল ইসলাম Sahidul_77@yahoo.com
সর্বমোট পোস্ট: ১৪৪ টি
সর্বমোট মন্তব্য: ২৫৩৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১০-১১ ১৭:০২:১৬ মিনিটে
Visit সহিদুল ইসলাম Website.
banner

৬ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    চমৎকার
    ভাল লাগল
    কবিকে ধন্যবাদ।

  2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    দাদা, কৃতজ্ঞতা জানিয়ে গেলাম, ভালো থাকুন ।

  3. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

    ইতিহাসকে যারা রুখতে চায় তাদের স্থানই ঐতিহাসিক ভাবে কুখ্যাত হয়ে যায়।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ইতিহাস সে ত বহতা নদি। আপনার লেখাও ইতিহাস হবে একদিন। ভাল লাগল ভাই।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top