ঈদে বাড়ি যাচ্ছেন; একটু শুনুন প্লিজ!
এই লেখাটি ইতিমধ্যে 1379বার পড়া হয়েছে।
আপনি কি ঈদে গ্রামের বাড়ি যাচ্ছেন? সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েছেন তো? আচ্ছা খেয়াল করে দেখুন তো, একটি জিনিস নিতে ভুলে গেছেন কি না!
অনেক জামা-জুতো কিনেছেন এবার। অনেকগুলো টাকাও খরচ করে ফেলেছেন আপনি। অসংখ্য জামা আর জুতুর মাঝে আপনি কি আপনার গরিব প্রতিবেশীর ছেলে বা মেয়ের জন্য একটি ফ্রগ, একটি পেন্ট বা একটি গেঞ্জি কিনে নিয়েছেন তো?
আমি কিন্তু নিয়েছি। আমার দাদাবাড়ির আশেপাশে কয়েকটা গরিব পরিবার আছে। আমার মতো বয়েসের মেয়েও আছে। আমি বাড়ি গেলে ওরা ছুটে চলে আসে আমার কাছে। অনেক অনেক খুশি হয় তারা। সারাদিন আমরা একসাথেই থাকি, খাই, ঘুরি, খেলা করি আর করি অনেক আনন্দ। ওরা দাওয়াত করে। অনেক মজা হয় তখন। সবদিক থেকেই ওদের সাথে আমার মিল আছে। কিন্তু আমি যখন দামী জামা-জুতো পরে ওদের সাথে বের হই তখন আর মিল থাকে না। এ অমিলটার জন্য আমার খুব কষ্ট হয়। তখন আমার খালি মনে হয় আমি ঈদের আনন্দ করতে এসে কি এই গরিব মেয়েদের সাথে প্রতারণা করছি, না ফেরাই দেখাচ্ছি। নাকি ইচ্ছা করে আমি ওদের মনে কষ্ট দিচ্ছি। লজ্জায় আমার মুখটা লাল হয়ে যায়।
তাই আমি টাকা বাচিয়ে ও বাবার কাছে চেয়ে টাকা নিয়ে চারটি মেয়ের জন্য চারটি জামা আর জুতো নিয়েছি। এখন আমার জামার চেয়ে বেশি আনন্দ হচ্ছে ওদেরকে জামার দেয়ার মাঝে। কখন যাব আর কখন ওদের হতে দেব জামা-জুতু। তাদের হাতে জামা-জুতো দেয়ার সময় তাদের মুখটা আনন্দে কেমন চিকচিক করে উঠে সেটা ভাবতেই আমি অনেক আনন্দ পাচ্ছি। দাদু বলেছেন, এ আনন্দই ঈদের আসল আনন্দ, পবিত্র আনন্দ। এ আনন্দ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না।
দেখুন, এ কাজটি করতে মোটেও ভুল করবেন না যেন। আপনি যখন বিরাট গাটরিবোচকা নিয়ে বাড়ির উঠোনে পা রাখবেন তখন দেখবেন সেখানে গরিব প্রতিবেশীর ছোট্ট ছোট ছেলে বা মেয়ে উদোম গায়ে দাঁড়িয়ে আছে। আপনি দয়া করে তার দিকে একটিবার তাকিয়ে দেখবেন, অনেক কষ্টের মধ্যেও সে হয়তো আপনার আগমনে খুশি খুশি মুখে আপনার চারপাশে ঘোরাফেরা করছে, আপনাকে দেখছে।
আপনি যদি ঠিক সেই মুহূর্তে তার হাতে একটি নতুন জামা তুলে দিতে পারেন তখন কেমন একটা কাণ্ড ঘটে যাবে একটু ভাবুন তো। সে হয়তো জামাটি নিয়ে প্রাণখোলা একটি হাসি দিয়ে আনন্দে পাড়া মাতিয়ে তুলবে।
আপনার ঈদের আনন্দ-ফুর্তির মাঝে ছোট্ট শিশুটির আনন্দ যোগ হয়ে মহা উতসবের সৃষ্টি করবে। আমরা ইচ্ছা করলেই কিন্তু সামান্য কিছুর বিনিময়ে ঈদের আনন্দকে মহা উতসবে পরিণত করে ফেলতে পারি। আমরা যেন কেউ এ পবিত্র আনন্দ থেকে বঞ্চিত না হই। আপনার ঈদ হোক আনন্দময়।
১,৫৫৭ বার পড়া হয়েছে
দাদু বলেছেন, এ আনন্দই ঈদের আসল আনন্দ, পবিত্র আনন্দ। এ আনন্দ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না।
আপনার দাদু ঠিকই বলেছেন। সুন্দর উদ্যোগ।
অনেক ভালো লাগলো আপু। শুভেচ্ছা আর ধন্যবাদ রইল।
ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে এরকম একটি মানবিক আবেদনের বিকল্প নেই…প্রিয় সুমাইয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা…ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ….
অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর উদ্যোগ।
অনেক ধন্যবাদ।
সুন্দর উদ্যোগটি আমার কাছে খুব ভাল লাগল। এটি পরে আমার চোখের পানি চলে আসল। আমাদের সবারই আপনার মত উদ্যোগ গ্রহণ করা উচিত।
আসুন গরিবের জন্য কিছু একটা করি। এর মাঝেই আছে আনন্দ। ধন্যবাদ।
খুবই প্রশংসনীয় উদ্যোগ। আশা করি সবাই যার যার সামর্থ অনুযায়ী এই ঈদে গরীব দু:খীকে অনন্ত একটি জামা উপহার দিবে।
অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর লেখা, আর লেখার কথাগুলো সত্য হয়, অনেক সুন্দর উদ্যোগও বলা যায়,, নিজের দুঃখ কষ্ট তো পশুও বুঝতে পারে, অন্যেরটা বুঝে কেবল মানুষ,,আসুন আমরা আসল মানুষ হই,, ধন্যবাদ লেখিকাকে
এর মাঝেই আছে আনন্দ। ধন্যবাদ।
নিশসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
শুভেচ্ছা আর ধন্যবাদ রইল।
ধন্যবাদ সুমাইয়া। লেখাটির জন্য অপেক্ষা করছিলাম। প্রতি ঈদের আগেই এই বিষয়টি আমাদের মনে রাখা উচিত।
অনেক ভালো লাগলো। শুভেচ্ছা আর ধন্যবাদ রইল।
অনেক ভালো লাগল। ধন্যবাদ।
আপনার সুন্দর মানসিকতা সবার মাঝে বর্তাক–এটাই কামনা করি।
ভাল
ভালো ভাবনার প্রকাশ
দারুন কিন্তু …………..নাইস লিখা