ঈদ সংখ্যা ও চলন্তিকার পক্ষ থেকে ঈদ উপহার
এই লেখাটি ইতিমধ্যে 1684বার পড়া হয়েছে।
আর কয়েকদিন পরই ঈদ। ঈদ মানে ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। আসুন এই দিনে আমরা সবাই একত্রে আমাদের জাতীয় কবির সেই পরিচিত গানটি একত্রে গেয়ে উঠি –
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ।।
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ
দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিঁদ।।
তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
যারা জীবন ভরে রাখছে রোজা নিত- উপবাসী
সেই গরীব মিস্কিন দে যা কিছু মফিদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনী তৌহিদের,
তোর দওত করবুল করবেন হযরত, হয় মনে উমিদ।।
তোরে মারল ছুঁড়ে জুড়ে ইঁট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গ’ড়ে প্রেমেরি মসজিদ।।
আমরা চেষ্টা করেছি একটি মানসম্পন্ন ঈদ সংখ্যা আমাদের পাঠকের হাতে তুলে দিতে। সময় স্বল্পতা ও অভিজ্ঞতার অভাবের জন্য বেশ কিছু ভুল থাকতে পারে। তারপরও আমরা বিশ্বাস করি এটি নতুন লেখকদের সমন্বয়ে দেশের সেরা ঈদ সংখ্যা। আমাদের সব পাঠকের জন্য এই আমাদের ঈদ উপহার। আপনারা এখান থেকে ঈদ সংখ্যা ডাউনলোড করে নিতে পারেন।
আর ঈদ উপলক্ষে আজ থেকে আগামী ১১ তারিখ, এই কয়দিনে আপনারা প্রতিটা পোস্টে জন্য অতিরিক্ত ২০ পয়েন্ট করে উপহার পাবেন। অর্থাৎ প্রতি পোস্টের জন্য ৩৫ পয়েন্ট। এবং প্রতি মন্তব্যের জন্য অতিরিক্ত ১ পয়েন্ট এবং একবার লগইন ও লগআউট করার মাঝের সময় ন্যূনতম ১ ঘণ্টা হলেই পাবেন ৩ বোনাস পয়েন্ট। এগুলো আমাদের তরফ থেকে আপনাদের প্রতি উপহার। প্রথম পাতাতে একই লেখকের/ প্রদায়কের একাধিক লেখা থাকতে পারবে না। আমরা আশা করি এই ঈদ আনন্দে আমাদের সাথে থাকবেন।
আপনাদের সবার ঈদ সুন্দর হোক, আনন্দময় হোক, নিরাপদ হোক। যে যেখানে আছেন, ভালো থাকুন।
ঈদ মোবারক!!!
১,৯২১ বার পড়া হয়েছে
সুন্দর মনোরম একটি প্রচ্ছদ ও ঈদ সংখ্যা প্রকাশ করায় আমার পক্ষ থেকে সম্পাদক ও সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ ও ঈদ মোবারক।
ঈদ মোবারক।
সুন্দর একটি ঈদ প্রকাশনা।
আমরা চেষ্টা করেছি আমাদের সেরাটা আপনাদের দিতে। সবাইকে ঈদ মোবারক !!!
ঈদ সংখ্যাটি সুন্দর হয়েছে ।
ঈদ সংখ্যায় আমার লেখা ‘খুশীর ঈদ’ ছড়াটি প্রকাশ করায় সম্পাদক সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সুন্দর একটা ঈদ সংখ্যা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সংখ্যাটি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
অনেক ধন্যবাদ
সম্পাদক সাহেবকে ধন্যবাদ ঈদ সংখ্যা উপহার দেওয়ার জন্য। খুব সুন্দর হয়েছে।
সবাইকে শুভকামনা রইলো ।
ঈদ সংখ্যাটির প্রতিটি লেখা ও বাছাই খুবই সুন্দর হয়েছে।
অশেষ ধন্যবাদ।
ইনশাআল্লাহ চলন্তিকার সনে আছি ।
আশা করি সাফল্যের সহিত চলন্তিকা এগিয়ে যাক ।
ভাল লাগা জানিয়ে গেলাম বস