নোটিশ
উইন্ডোজের ড্রাইভার গুলো সংরক্ষণ করুনঃ
এই লেখাটি ইতিমধ্যে 1218বার পড়া হয়েছে।
উইন্ডোজের ড্রাইভার গুলো সংরক্ষণ করুনঃ-
কম্পিউটারে মাইক্রোসফট উইন্ডোজ সেটআপ দিলে ব্যবহৃত প্রয়োজনীয় সব সফটওয়্যার নতুন করে ইন্সটল করতে হয়। ‘ডাবল ড্রাইভার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি এই ঝামেলা এড়াতে পারেন। মাত্র ২.০৬ মেগাবাইটের এ সফটওয়্যারটি পাবেন:
http://sopnojatra.blogspot.com/2010/08/backup-software-double-driver.html
ঠিকানায়। ডাউনলোড করে ইন্সটল করুন। সফটওয়্যারটি চালু করে backup/scan current system বাটনে ক্লিক করলে কম্পিউটারের সব ড্রাইভারের তালিকা দেখা যাবে এবং কম্পিউটারে যুক্ত হার্ডওয়্যারের বিভিন্ন ড্রাইভার স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়ে থাকবে। এখান থেকে backup now বাটনে ক্লিক করে destination দেখিয়ে দিন ড্রাইভার গুলো কোথায় সংরক্ষণ হবে।
১,৩১৮ বার পড়া হয়েছে
কাউছার আলম ভাই আপনার এসব জ্ঞানী পোস্ট গুলো আমার খুব ভালো লাগে। অনেক কিছু শিখনীয় রয়েছে। নিয়মিত লিখবেন। ধন্যবাদ।
অনেক কিছু জানতে পারলাম, কম্পিউটার চালাই সেই কতদিন ধরে, অথচ এসবের কিচ্ছু জানি না,, ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়ার জন্য,,
আমি নিজেও তেমন কিছু পারি না। তবে যতটুকুই পারি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে।
আপনাদের ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য।
কাউছার ভাই ভালো লাগলো । আপনার লেখা প্রয়োজনীয় ।
ভালই, খারাপ না সিস্টেমটা।
খুবই প্রয়োজনীয় তথ্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন