Today 26 Oct 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

উদাসী পথ

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ০৪/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1371বার পড়া হয়েছে।

উদাসী পথ
মিলন বনিক

পথ আঁকড়ে ধরে অনেক না পাওয়ার ক্লান্তি
ভূমিসুতো মেটো পথে অবিরাম যাওয়া আসা।
নিশীথিনীর কোলাহল থামে না
অতিকায় পথ যেন ফুরোয় না, ক্ষীণ পদ যাত্রায়
অস্ফুট ধ্বনি তুলে, এ কেমন ভালোবাসা।
ঈর্ষা নয়, ভালোবাসার নোঙ্গর ফেলে থামি
কত অচেনা পথ ঘাট।
বাবুইয়ের বাসা দোলে হালকা বাতাসে,
মনের সংকটে পরে ধরাশায়ী কু›তল মন।
হয়তো মনের অমিল, নয়তো সামিল হবো
অচেনার পথ ধরে অজানা আকাশে।
তবুও দোলন চাঁপা কিংবা শিউলীর গন্ধে
ভরবে আকাশ। অচেনা নয় সেতো চিরচেনা,
যমুনা কিংবা ব্রম্মপুত্র বয়ে যাবে নিরবধি
চেনা পথ ধরে সাগর সংগমে। এই আমি শুধু
উদাসী পথটুকু ছুঁতে পারি না বলে
নিজেকে মনে হয় বড় বেশী আনমনা।

জামালখাঁন/১২/১০/২০১২

১,৫১৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

১৬ টি মন্তব্য

 1. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

  আপনাকে স্বাগতম।

 2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  এখানেও দেখতে পেয়ে ভালোই লাগছে…ধন্যবাদ

 3. মুহাম্মদ আনোয়ারুল হক খান মন্তব্যে বলেছেন:

  ভালবাসা ব্যাপারটা খুব রহস্যময়। সংকোচ, দ্বিধা সবকিছুই এখানে থাকে। ধন্যবাদ আপনাকে।

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  “আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।”
  মিলন বনিক আমরা আছি আপনার সাথে লেখা চালিয়ে যান।

 5. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  আমরা আছি আপনার সাথে লেখা চালিয়ে যান অবিরত . . . .

 6. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  অনেক ভাল লাগল।

 7. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  আবেগময় লিখা , প্রেমের সোহাগে
  ভালো লাগা…………………….

 8. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “বাবুইয়ের বাসা দোলে হালকা বাতাসে,
  মনের সংকটে পরে ধরাশায়ী কু›তল মন।”

  ভাল লাগল।

 9. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাল লাগা জানিয়ে গেলাম ।

 10. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে কবিতা।

 11. আরজু মন্তব্যে বলেছেন:

  পথ আঁকড়ে ধরে অনেক না পাওয়ার ক্লান্তি
  ভূমিসুতো মেটো পথে অবিরাম যাওয়া আসা।
  নিশীথিনীর কোলাহল থামে না
  অতিকায় পথ যেন ফুরোয় না, ক্ষীণ পদ যাত্রায়
  অস্ফুট ধ্বনি তুলে, এ কেমন ভালোবাসা।
  ঈর্ষা নয়, ভালোবাসার নোঙ্গর ফেলে থামি
  কত অচেনা পথ ঘাট।
  এই অংশ অনেক সুন্দর।

 12. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  উদাসী পথটুকু ছুঁতে পারি না বলে
  নিজেকে মনে হয় বড় বেশী আনমনা।

  অনেক সুন্দর কাব্য, ধন্যবাদ কবি, ভাল থাকবেন।

 13. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  উদাসী পথ পড়ে মন উদাস হয়ে গেল! ভাল থাকবেন কবি, শুভেচ্ছা নিন।

 14. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  উদাসী পথটুকু ছুঁতে পারি না বলে
  নিজেকে মনে হয় বড় বেশী আনমনা।

  কবিরা একটু বেশী আনমনা থাকে

  খুব সুন্দর হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top