Today 25 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

উপায় কি নারীর ?

লিখেছেন: আরজু মূন জারিন | তারিখ: ১২/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1661বার পড়া হয়েছে।

আমার এ কবিতা টি পড়ে পুরুষরা আমাকে ভুল বুঝবেন  না প্লিস। আমি একেবারে পুরুষ বিদ্বেষী না। বরং আমার পছন্দের মানুষের তালিকায় পুরুষের সংখা বেশি মেয়েদের তুলনায়। সব পছন্দের মানুষ রবীন্দ্র নাথ শরত নজ্রুল শীর্ষেন্দু সক্রাটিস অ্যারিস্টট্ল সবাই পুরুষ। আমার ফেস  বুক এ  দুই  একজন টিপিকাল ধারণার পুরুষ আ ছে  আমার পেজ এ সব সময় অড কমেন্ট করে  বিরক্ত হয়ে আমার এ কবিতা রচনা .আসলে  এই কবিতা টা লিখেছি  রস  রচনা  আদলে। এটা র উদ্দেশ্য সবাইকে আনন্দ দেওয়া কাওকে হেয় প্রতিপন্ন করা নয়।

 উপায়  কি   নারীর ?

উপায়  কি  আছে নারীর ?

না করিয়া বড়াই রূপের।

তোমরা  যত পুরুষ

ঢালিয়া দিয়াছ যত উপকরণ

রসদ সাজের আর রান্নার।

নারীর বিদুষী রূপ দেখিয়া

পুরুষ কি যায় জ্বলিয়া পুড়িয়া?

 

ক্লিও পেট্রা কে দেখো

রাজ্য পরিচালনায় দক্ষতা ছিল যার

আন্টোনিও  জুলিয়াস সিজার এর ও বেশি।

কিন্তু তোমরা করলে  তার কি কীর্তি র মহিমা।

জগত বিখ্যাত সুন্দরী  ক্লিও পেট্রা ।

তার  নাই কোনো অন্য গুনের কদর।

 

যদি  নারীর প্রিয় বন্ধু হয়

রান্নার কড়াই

তোমার ও জানের দোস্ত

হইলো হালের বলদ

বলদ আর পুরুষ

মিলে কর হালচাষ।

যা পুরুষদের মানায়।

 

মেয়েরা করে শ্রধা

বিদ্বান পুরুষের।

আর পুরুষ বিদুষী মেয়ে দেখে

পালায় লেজ গুটিয়ে।

 

অবশই নারী করিবে

রান্না তরকারী

তুমি পুরুষ হও মুটে কুলি

কাধে করিয়া আনিবে বাজার।

না আন বাজার যদি

খাইবে খন্তির বাড়ি।

 

ফের যদি দেখি কোনো

বাজে মেসেজ

খাইবে তুমি

আমার ঝাটার বাড়ি।

১,৭৫৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নিজের সম্পর্কে কিছু বলতে বললে সবসময় বিব্রত বোধ করি। ঠিক কতটুকু বললে শোভন হবে তা বুঝতে পারিনা । আমার স্বভাব চরিত্র নিয়ে বলা যায়। আমি খুব আশাবাদী একজন মানুষ জীবন, সমাজ পরিবার সম্পর্কে। কখনো হাল ছেড়ে দেইনা। কোনো কাজ শুরু করলে শত বাধা বিঘ্ন আসলেও তা থেকে বিচ্যুত হইনা। ফলাফল পসিটিভ অথবা নেগেটিভ যাই হোক শেষ পর্যন্ত কোন কাজ এ টিকে থাকি। জীবন দর্শন" যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ " লিখালিখির মূল উদ্দেশ্যে অন্যকে ভাল জীবনের সন্ধান পেতে সাহায্য করা। মানুষ যেন ভাবে তার জীবন সম্পর্কে ,তার কতটুকু করনীয় , সমাজ পরিবারে তার দায়বদ্ধতা নিয়ে। মানুষের মনে তৈরী করতে চাই সচেতনার বোধ ,মূল্যবোধ আধ্যাতিকতার বোধ। লিখালিখি দিয়ে সমাজে বিপ্লব ঘটাতে চাই। আমি লিখি এ যেমন এখন আমার কাছে অবাস্তব ,আপনজনের কাছে ও তাই। দুবছর হলো লিখালিখি করছি। মূলত জব ছেড়ে যখন ঘরে বসতে বাধ্য হলাম তখন সময় কাটানোর উপকরণ হিসাবে লিখালিখি শুরু। তবে আজ লিখালিখি মনের প্রানের আত্মার খোরাকের মত হয়ে গিয়েছে। নিজে ভালবাসি যেমন লিখতে তেমনি অন্যের লিখা পড়ি সমান ভালবাসায়। শিক্ষাগত যোগ্যতা :রসায়নে স্নাতকোত্তর। বাসস্থান :টরন্টো ,কানাডা।
সর্বমোট পোস্ট: ২২৯ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৮৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৫ ০১:২০:৩৫ মিনিটে
banner

১৭ টি মন্তব্য

  1. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    হা হা হা !

  2. শ্যাম পুলক মন্তব্যে বলেছেন:

    হা হা হা ,। ভাল লাগল।

    আমেরিকা বা ইউরোপের দেশ গুলোতে ট্যালেন্ট মেয়েদের খুব কষ্ট পোহাতে হয়। তার কারন তাদের ধারে কাছে কোন ছেলে আসে না। এই হিসেবে আপনার এই কথাটা সত্যি,

    “আর পুরুষ বিদুষী মেয়ে দেখে
    পালায় লেজ গুটিয়ে।”
    কিন্তু আমার মনে হয় আমাদের দেশে ট্যালেন্ট মেয়েদের তেমন কষ্ট করতে হয় না। এদেশের ছেলেরা সবাই ততটা আধুনিক হয়ে যায় নি এখনও।

    এই কারনে বিদেশে ট্যালেন্ট মেয়েরা হয়েছে গোমড়ামুখি আর রুপবতীরা তাড়িয়ে ফিরছে তাদের পিছনে অন্যদের। মানে পুরুষদের। এখন তারা রুপের বড়াই করতে করতেই এই অবস্থা। এখন আর তাদের ট্যালেন্টের দাম নেই। মাঝে মাঝে আছে যদি তার রুপ থাকে। কোন কালে এক মাদাম কুরি জন্মেছিল। এখন জন্মে সাকিরা, জলি…।
    এর অনেক কারন, তা বলে শেষ করা যাবে না।
    এই জিনিষটা আমিও পছন্দ করি না যে নারীকে কেউ ছোট করুক। আজব ব্যাপার হল এখনও মহান সব মানুষ নারীদের রহস্যময়ী বলে থাকেন। কিন্তু রহস্যময়তা যা সবার মধ্যেই চিরাচরিত তা মানতে চান না।
    আসলে ক্ষমতা একটা খারাপ জিনিস। আর কেউ তা ছাড়তে চায় না। এ বিশ্বে পুরুষরা ক্ষমতায় আছেন। এশিয়ার পুরুষ গায়ের জোরে ক্ষমতা টিকিয়ে রেখেছেন আর ইউরোপ আমেরিকা রেখেছেন বুদ্ধি আর টাকার জোরে।

    আমি চাই আপনি যেমন বিদ্রোহ করতে চাচ্ছেন সঠিক পথ ধরে বিদ্রোহ করতে শুরু করুন। আমার মত দুই এক জনকে সাথে পাবেন। সঠিক পথ বলছি এই কারনে যাতে এক পথ ধরতে গিয়ে যেন ক্ষমতাবানদের পাতা ফাদে পা না ফেলেন।

    যারা ক্ষমতাবান তারা বিভিন্নভাবে চেষ্টায় মত্ত তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তারা বিভিন্ন দিক দিয়ে ফাঁদ পেতে আছে।

    আপনার কবিতায় বিভিন্নভাবে পুরুষদের হেয় করার চেষ্টা থাকলেও আমি পুরুষ হয়েই তাকে সাধুবাদ জানাই। তার কারন আমি আসলেই এই অবস্থার উন্নতি চাই।
    আমি চাই নারীকে শুধু নারী না ভেবে মানুষ ভাবুক। আসলে নারীকে মানুষ ভাবতেই অনেকের দ্বিধা। সমান অধিকার দেবে তো দূরের কথা।
    যাই হোক অনেক কিছু বলে ফেললাম। এই জন্যই আমি প্রবন্ধ টাইপ কিছু লেখি না। তাহলে অনেক বেশি কিছু বলতে ইচ্ছা করে। তখন ঝামেলা হয়। তাই আমি শুধুই কবি।
    তবে কিছু কবিতা লেখেছি নারীর পক্ষ নিয়ে। সময় করে এই ব্লগে দেয়ার চেষ্টা করব।

    আমার কোন কথায় আপনি বা অন্য কেউ আঘাত পেয়ে থাকলে দূঃখিত।
    ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

    • আরজু মন্তব্যে বলেছেন:

      ভাল লাগল।আমি আপনাকে সাধুবাদ জানাই

      আমার কোন কথায় আপনি আঘাত পেয়ে থাকলে দূঃখিত।
      কবিতায় বিভিন্নভাবে পুরুষদের হেয় করার চেষ্টা থাকলেও আপনার মতে পুরুষদের জন্য তা
      না এটা আমার কাছে আজব ব্যাপার হল এখনও মহান সব মানুষ নারীদের রহস্যময়ী বলে থাকেন
      আপনার প্রবন্ধ লেখা অনেক ভাল হব আমার ধরনা

      ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

  3. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    খুব হাসি পাচ্ছে….রম্য কবিতা বটে…তবে বানান বিভ্রাটটা খেয়াল করলে আরো ভালো হতো…

    • আরজু মন্তব্যে বলেছেন:

      বিভ্রাট বিভ্রাট
      বানান বিভ্রাট টা
      আসলে কি বোর্ড বিভ্রাট
      চার টা কী আজ
      হারাইয়াছে স্মৃতি শক্তি
      স্বল্প গিগা বাইট
      সচেতন হয়ে ও
      দিছি লিখা ভুল
      ভুল বানানে।
      এ ফিলোসপি
      কাজ করে মনে
      মানুষ মাত্র ই ভুল করে

      to err is human

  4. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল। কবিতায় বাস্তবতা আছে।

  5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    হ্যাঁ,মনের ক্ষোভে লেখা কবিতাটি পড়লাম–ভাল লাগলো–তবে এতে কি আপনার ফেসবুকের যন্ত্রণা কমবে?এতোটা ক্ষুব্ধ না হলে হয়ত কবিতা আরও ভাল হত।

    • আরজু মন্তব্যে বলেছেন:

      না ভাই এটা আসলে ঠিক ফেস বুক এর উপরে ক্ষোভে লিখা না। .এই ভূমিকা টা করলাম যাতে আপনারা ক্ষেপে না যান আমার উপর বলদ নিয়ে হাল চাষ করতে পাঠিয়ে দিয়েছি।সরি ভাই এসব মেসেজ তো আপনাদের জন্য না আপনারা কত সুন্দর মানবিক লিখা লিখেন। এই যে শ্যাম পুলক ভাই কি সুন্দর করে মেয়েদের কে নিয়ে ভাবেন। এই লিখাটা লিখে আপনাদের সঙ্গে বেয়াদবি করে ফেললাম ঠিক তবে ওই ধরনের ছেলেদের জন্য এটা আমার সতর্কবাণী বা ঝাটার বাড়ি যাদের কাছে স্ত্রীর পরিচয় সুধু রাধুনী আর বিছানা সঙ্গিনী

  6. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    মজা পেয়েছি
    ভাল লাগলো…………।

  7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    আমি তাপস কাকার সাথে একমত ।

  8. আরজু মন্তব্যে বলেছেন:

    আমি শাহ্‌ আলম শেখ শান্তর সাথে একমত ।

  9. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    নারী প্রশংসা ভালই গাইলেন

  10. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল। কবিতায় বাস্তবতা আছে।

  11. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    কবি তাপসকিরণ রায়ের সাথে সহমত
    সো ফাইন লিখা
    শুভ কামনা থাকলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top