নোটিশ
উল্টো-পাল্টা
এই লেখাটি ইতিমধ্যে 1496বার পড়া হয়েছে।
হাত দিয়ে যে হাঁটছ বড়
উল্টো করে পা দুটো
মুখের মাঝে নাক ছিল না?
এখন কেন নীল ফুটো?
খাচ্ছ নাকি শিকর বাকর
কুয়াশা আর জাফরান
দিনের শেষে দাদু নাকি
নিজের কপাল চাপড়ান ?
আব্বু নাকি খেলছে পুতুল
আম্মু মারছে চার ছয়
চাঁদের দিকে তাকিয়ে মামা
পাচ্ছে কেবল ভুতের ভয় ।
আমার বেলা সব কিছু ঠিক
উল্টো-পাল্টা করছি না
লেখাপড়ার শিকেয় তোলা
খাতা কলম ধরছি না ।
১,৫৬৪ বার পড়া হয়েছে
দারুণ লাগল।
ভাল লাগা এবং এক গুচ্ছ +
অনেক অনেক ধন্যবাদ।
মজা পেলাম ছড়াটি পড়ে, ভালো লাগা রইলো
ধন্যবাদ আপনাকে…
উল্টা পাল্টা ছড়া নামের সাথে চমত্কার ফুটে উঠেছে ।
জি ধন্যবাদ।
ছড়া ভালো হয়েছে। পড়া তৃপ্তি পেলাম, ধন্যবাদ ছড়াকারকে।
ধন্যবাদ।
সুন্দর মিষ্টি এবং প্রাণবন্ত ছড়া…খুব ভালো লাগলো….
অনেক ধন্যবাদ।
ছড়া ভালো হয়েছে। ধন্যবাদ ।
ধন্যবাদ।
মুখের মাঝে নাক ছিল না?
এখন কেন নীল ফুটো?
দারুন ছড়া
ভাল লেগেছে………
ধন্যবাদ।
চমৎকার লেগেছে ছড়াটি–ছন্দ মিলে কোন দ্বন্দ রেখে যায় নি।
অনেক ধন্যবাদ দাদা।
চমৎকার হয়েছে।
মজার ছড়া অনেক ভাল লাগল
নামকরণের সার্থকতা পেলাম
চমৎকার
বেশ ভালো লাগলো
শুভ কামনা রইল