নোটিশ
এইটুকু চাওয়া
এই লেখাটি ইতিমধ্যে 1221বার পড়া হয়েছে।
চটপট ভেবে কিছু গুছিয়ে
দরজার বাইরে পা রাখতেই
আগামী উজ্জ্বল ।
ঘরের ভেতরে যা কিছু
ঠিকঠাক সাজানো গোছানো
হয়তো বা আগের মত আছে কি না
একবার পলক ঘুরিয়ে
তাই দেখে নিতেই
রাস্তায় বসে গেল আলোর পাহারা
বাতাসে খুশির ঝিলিক
আকাশে মৃদু মন্দ জাগরণ ।
ভিড় বাড়তে থাকা
আবার আমিতে সুখের প্রলেপ
বাঁচতে চাওয়া শব্দে
ঘুম ভেঙে গেল
নতুন বর্ষের ।
১,২০৯ বার পড়া হয়েছে
নতুন বষের্র শুভেচ্ছা
লিখা ভালো লাগলো
শুভ কামনা থাকলো
অনেক ধন্যবাদ
নতুন বছরের শুভ কামনায় খুব সুন্দর একটি কবিতা লিখেছেন । শুভেচ্ছা রইলো ।
ধন্যবাদ
শুভেচ্ছা ও শুভ কামনা কবিকে ।
নতুন বছরের ঘুম সত্যিই ভাঙল বুঝি !
হয়তো বা
ভাল থাকবেন
ঘুম ভেঙ্গেছে কত কান্ড কারখানাও ঘটে যাচ্ছে
সুন্দর হয়েছে লেখা