এইডসের প্রধান লক্ষণগুলো জেনে নিন
এই লেখাটি ইতিমধ্যে 1550বার পড়া হয়েছে।
এইডস একটি সংক্রামক রোগ যা এইচআইভি ভাইরাসের সংক্রমণের মাধ্যমে হয়ে থাকে। এই রোগটি মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় ধীরে ধীরে। এরফলে দেহে বাসা বাঁধে নিউমোনিয়া, মেনিনজাইটিস সহ মারাত্মক নানা রোগ, এমনকি ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যায় অনেককেই।
এইডসে আক্রান্তের প্রতিটি ধাপে এই রোগের লক্ষণ একেকভাবে প্রকাশ পেয়ে থাকে। এইডসের লক্ষণকে চিকিৎসকরা সংক্রমণের ৩টি পর্যায়ে বিভক্ত করেন। এবং প্রতিটি পর্যায়ের লক্ষণই ভিন্ন ধরণের।
সংক্রমণের প্রাথমিক পর্যায়ের লক্ষণগুলো
# দেহে লালচে দানা উঠা
# প্রচণ্ড মাথা ব্যথা
# জ্বর
# গলা ভাঙ্গা
# লিম্ফগ্রন্থি ফুলে উঠা
সংক্রমণ পরবর্তী পর্যায়ের লক্ষণগুলো
# কোনো কারণ ছাড়া দ্রুত দেহের ওজন কমতে থাকা
# জ্বরের মাত্রা বৃদ্ধি পাওয়া
# কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়া
# হাড়ের জয়েন্টগুলো ফুলে উঠা
# ডায়রিয়ায় আক্তান্ত হওয়া
সংক্রমণের শেষ পর্যায়ের লক্ষণগুলো
# ৩ মাসের বেশি সময় ধরে হাড়ের জয়েন্টগুলো ফুলে থাকা
# মুখ কিংবা জিহ্বা বাঁকা হয়ে যাওয়া। মাঝে মাঝে সাদা সাদা দাগ পরতে দেখা যায়।
# দৃষ্টিশক্তিতে সমস্যা শুরু হয়। সবকিছু অস্পষ্ট এবং বিকৃত দেখতে পাওয়া
# দীর্ঘদিন ধরে ডায়রিয়ার সমস্যা থেকে যাওয়া
# টানা ২-৩ সপ্তাহ বা এরচাইতে বেশি সময় ধরে অনেক বেশি জ্বর থাকা
# মাথা ব্যথা তীব্র থেকে তীব্রতর হওয়া
# শুকনো কাশি এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়া
# রাতের বেলা অনেক বেশি ঘাম হওয়া
# প্রচণ্ড দুর্বলতা বোধ করা
বড়দের ক্ষেত্রে যেসকল লক্ষণগুলো দেখা দেয় শিশুদের ক্ষেত্রে তা ভিন্ন হয়ে থাকে-
# দৈহিক বৃদ্ধি স্বাভাবিক হারে না হওয়া
# ওজন বৃদ্ধি না পাওয়া
# কানের সংক্রমণ, নিউমোনিয়া, টনসিল ইত্যাদিসহ নানা ছোটোখাটো সমস্যা মারাত্মক আকার ধারণ করা
# হাঁটতে সমস্যা হওয়া
# বুদ্ধি ও মেধা বিকাশে দেরি হওয়া।
১,৫২৪ বার পড়া হয়েছে
ভয়াবহ –
আল্লাহ মাফ করুন – সবাই যেন এ্ই ঘাতক ব্যাধির হাত থেকে মুক্তি পাই।
শেয়ার করার জন্য লেখককে ধন্যবাদ জানাই।
কিছু জানতাম ! আজ আরো অনেক জানলাম । কিন্তু সমস্যা হচ্ছে- এমন অনেক লক্ষণ অন্য রোগের সাথেও সংশ্লিষ্ট । তাই এমন দু’চারটা লক্ষণ দেখেই বলে দেয়া সম্ভব নয় যে.. কারো এইডস আছে ! ধন্যবাদ আপনাকে ।
অনকে কিছু জারলাম
আপনাকে সহস্র শুভেচ্ছা
…………………….ভাল ভাবনার প্রয়াস
আল্লাহ তাআলাহ এমন গজব থেকে আমাদের হেফাজত করুন
অনেক কিচু জানতে পারলাম আপনার পোষ্টের মাধ্যমে
ধন্যবাদ আপনাকে