Today 16 Oct 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এই শ্রাবণ বসন্ত দিনে

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ০৪/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1231বার পড়া হয়েছে।

কেন অমন করে ভাবছ, আকাশ প্রদীপ জ্বালবে না
তান্দুরী রাত ডাকবে না
এই আমি, এই তুমি, এই হীরাঝিল
আর
ব্যবিলনের ঝুলন্ত কারাগার!
কেউ কারো চেয়ে কোন অংশে কম নয়,
না আমি
না তুমি
না এই শ্বাপদসংকুল পারাবার—– !
এই পথ যতোই বন্ধুর হোক
না হয় ঢাকা পড়ে থাকুক
পাথুরে কয়লা
শতবর্ষের রাবিশ
তবু
কোন না কোন ভাটির টানে পেয়ে যাব কোন এক মোহনা
সাগর সঙ্গম
লাভার উষ্ণ স্তূপ
যেখানে লিখব তোমার-আমার নব প্রজন্মের কবিতা
এই শ্রাবণ বসন্ত দিনে
দেখো
মেতে উঠবে ফুল্লুরা
নিঃশ্বাসের কচি ঘাসে
তোমার বুকের সুউচ্চ গিরি বৃন্তে
জুলিয়েট
আর রোমিওর চেয়ে আমিও কোন অংশে কম না
কম না —- !!

১,২১২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  এই শ্বাপদসংকুল পারাবার—– !
  এই পথ যতোই বন্ধুর হোক
  না হয় ঢাকা পড়ে থাকুক
  পাথুরে কয়লা
  শতবর্ষের রাবিশ

  ভয় নেই ।নিশ্চিত মনে পার হয়ে যাও শ্বাপদ সংকুল পথ …
  তোমার পালনকর্তার সাথে আমি বন্ধু ও আছি পাশে।যে কোন কঠিন পথে স্রষ্ট্রার স্মরন চলার পথ সুগম হয়,কঠিন কাজ সহজ হয়ে যায়। আমি একটা দোয়া পড়ি সবসময় যখন কঠিন টাস্ক সামনে আসে
  ” ওয়া উফাভ্ভিযু আমরী ইলাল্লাহা ইন্নাল্লাহা বাছীরুম বিল ইবাদ…

  • জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

   মহান আল্লাহ তায়ালা আর তোমার মত বন্ধু পাশে পেলে আর কোন ভয় নেই । দোয়া মুখস্ত করে নেব । নিয়মিত
   পড়ার আশা রাখছি । অশেষ ধন্যবাদ ——- জেনো ।

 2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  চমৎকার কবিতা।হুজুরের মত ওয়াজ করায় কিছু মনে করনা।অনেক অনেক শুভেচ্ছা জসীম ভাই।ভাল থাক।

  • জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

   মনে করার সাধ্য কি আমার আছে? যা কিছুই বলেছ সব আমার কল্যাণ কামনায় — । তাই না ?
   তুমি দোয়া করো —- ।।
   আর ভাল থেকো নিরন্তর —–।।

 3. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

  আর রোমিওর চেয়ে আমিও কোন অংশে কম না…
  …………………………………।।

  সত্যিইতো।

  খুব ভাল লাগলো প্রিয়।

  শুভেচ্ছা নিন…

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  প্রেম তো সবার জন্য
  সেখানে রোমি যা তুমি ও আমি একই ।
  ভাল লাগল

 5. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

  কেন অমন করে ভাবছ, আকাশ প্রদীপ জ্বালবে না
  তান্দুরী রাত ডাকবে না
  এই আমি, এই তুমি, এই হীরাঝিল—বাহ!!!!!!

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চমৎকার

 7. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি ভাল লাগল । শুভ কামনা । ভাল থাকুন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top