Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

একটি অকবিতা

লিখেছেন: হামি্দ | তারিখ: ২৫/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1627বার পড়া হয়েছে।

যখন ছিলাম ষোড়শী,
আমিও হতে চেয়েছি
কোনো প্রেমিক পুরুষের প্রেয়সী!
তারপর যখন অষ্টাদশী
তখনও দেখা মিলল না-
সেই প্রাণ-পুরুষের-
যাকে মন-প্রাণ উজার করে
ভালবেসে মরতেও পারি আমি!

তারপর কোনো এক পৌষে
কন্যা-দায়গ্রস্ত বাবা আমার!
নিয়ে এলেন-
একজন পুরুষের জীবন-বৃত্তান্ত।
বাবাকে বললাম ঠিক আছে;
মনে মনে বললাম-
‘এইতো আমার কাঙ্ক্ষিত পুরুষ
একেই ভালবেসে মরব আমি!
একে নিঃশ্বাসে নিয়েই বাঁচব আমি!’
ছেলে বেকার তাতে কী!
আমিই হব তার প্রেরণা!

কিন্তু বিধির লিখন ছিল অন্য কিছু!
আমি পাথর হয়ে গেছি সেদিন থেকে
যেদিন স্বামীটি আমার বলল-
‘এতো ঢং করো কেন?
আয়নায় নিজের চেহারা দেখেছ একবার?
আমি তোমাকে বিয়ে করি নি;
আমি বিয়ে করেছি তোমার বাবার টাকা।’

১,৬৮২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা/ জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে................. খেলা ভাঙার অপেক্ষায় এই আমি এক অদক্ষ খেলোয়ার ............
সর্বমোট পোস্ট: ৫০ টি
সর্বমোট মন্তব্য: ২২৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১০-২৯ ০৯:২৩:৫৯ মিনিটে
banner

১১ টি মন্তব্য

  1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    যাকে মন-প্রাণ উজার করে
    ভালবেসে মরতেও পারি আমি!—– আপনাকে আমরা হারাতে চাই না হামিদ ভাই !!

  2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    যখন ছিলাম ষোড়শী,
    আমিও হতে চেয়েছি
    কোনো প্রেমিক পুরুষের প্রেয়সী!
    তারপর যখন অষ্টাদশী

    ব্যাপার কি ? কবিতা লিখে যাচ্ছেন অবিরত ।ভালো লিখছেন কিন্তু। ধন্যবাদ হামিদ ভাই ।শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।

  3. Crown. মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল !

  4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    সুন্দর কথামালা । শুভ কামনা । ভাল থাকুন ।

  5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    সুন্দর কথামালা । শুভ কামনা ।
    ভাল থাকুন

  6. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    খুবই ভালো লাগলো আপনার কবিতা। শুভকামনা আপনার জন্য সবসময়। সময় হলে আমার কবিতায় একটু ঢুঁ মেরে যাবেন। ধন্যবাদ

  7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    টাকার কাছে বিক্রি হয়েছ
    তুমি বড় স্বার্থপর,
    আমায় তুমি ভুলে গিয়েছ
    খুঁজে নিয়েছ অন্য বর।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top