নোটিশ
একটি অকবিতা
এই লেখাটি ইতিমধ্যে 1627বার পড়া হয়েছে।
যখন ছিলাম ষোড়শী,
আমিও হতে চেয়েছি
কোনো প্রেমিক পুরুষের প্রেয়সী!
তারপর যখন অষ্টাদশী
তখনও দেখা মিলল না-
সেই প্রাণ-পুরুষের-
যাকে মন-প্রাণ উজার করে
ভালবেসে মরতেও পারি আমি!
তারপর কোনো এক পৌষে
কন্যা-দায়গ্রস্ত বাবা আমার!
নিয়ে এলেন-
একজন পুরুষের জীবন-বৃত্তান্ত।
বাবাকে বললাম ঠিক আছে;
মনে মনে বললাম-
‘এইতো আমার কাঙ্ক্ষিত পুরুষ
একেই ভালবেসে মরব আমি!
একে নিঃশ্বাসে নিয়েই বাঁচব আমি!’
ছেলে বেকার তাতে কী!
আমিই হব তার প্রেরণা!
কিন্তু বিধির লিখন ছিল অন্য কিছু!
আমি পাথর হয়ে গেছি সেদিন থেকে
যেদিন স্বামীটি আমার বলল-
‘এতো ঢং করো কেন?
আয়নায় নিজের চেহারা দেখেছ একবার?
আমি তোমাকে বিয়ে করি নি;
আমি বিয়ে করেছি তোমার বাবার টাকা।’
১,৬৮২ বার পড়া হয়েছে
যাকে মন-প্রাণ উজার করে
ভালবেসে মরতেও পারি আমি!—– আপনাকে আমরা হারাতে চাই না হামিদ ভাই !!
অশেষ ধন্যবাদ ……………….
যখন ছিলাম ষোড়শী,
আমিও হতে চেয়েছি
কোনো প্রেমিক পুরুষের প্রেয়সী!
তারপর যখন অষ্টাদশী
ব্যাপার কি ? কবিতা লিখে যাচ্ছেন অবিরত ।ভালো লিখছেন কিন্তু। ধন্যবাদ হামিদ ভাই ।শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।
হা হা হা- কবি হইতাম মুন্চায়………..
ভাল লাগল !
অশেষ ধন্যবাদ ……………….
সুন্দর কথামালা । শুভ কামনা । ভাল থাকুন ।
অশেষ ধন্যবাদ ………………
সুন্দর কথামালা । শুভ কামনা ।
ভাল থাকুন
খুবই ভালো লাগলো আপনার কবিতা। শুভকামনা আপনার জন্য সবসময়। সময় হলে আমার কবিতায় একটু ঢুঁ মেরে যাবেন। ধন্যবাদ
টাকার কাছে বিক্রি হয়েছ
তুমি বড় স্বার্থপর,
আমায় তুমি ভুলে গিয়েছ
খুঁজে নিয়েছ অন্য বর।