নোটিশ
একটি ননসেন্স ছড়া
এই লেখাটি ইতিমধ্যে 1623বার পড়া হয়েছে।
গুঁতোর ঠেলায় মেনি বিড়াল ছুটছে লেজ বেঁকে
কেউ খাচ্ছে শুকনো খেজুর কেউ বসছে ঝেঁকে।
মোরগ পোলাও নুনের ঠোঙ্গা যাচ্ছে সব আটকে
নিমকি ভাজি মুড়ির মোয়া এই যাত্রায় থাকছে।
পাগলা ঘোড়া লেজ উটিয়ে মেনি বিড়াল খুঁজছে
সুযোগ বুঝে হাট্টিমারা ডিমের বয়াম ভরছে।
তিড়িংবিড়িং করে ফড়িং ট্রাফিক জামে ঠেকছে
হামাগুড়ি দিয়ে ব্যাঙ ফড়িংটাকে ধরছে।
এসব দেখে বদের হাড্ডি ফাটায় জোড়া বেলুন
মেনি এসে বলছে এখন লেজটি আমার ধরুন !
১,৬০৭ বার পড়া হয়েছে
ননসেন্সদের জন্যে সেন্সে ভরা চমৎকার একটি ছড়া
ব্যাঞ্জনাময় ব্যঙ্গাত্মক সমসাময়িক রূপকে কুহকে ভরা
সমাজটাকে এনেছে যেন যাদুর দর্পণে শব্দে ছন্দে তোলে
পাগলা মোষ তবু মাদকের নেশায় মাতালের কোলে ঝুলে।
শুভেচ্ছা বেনু ভাই।
বেশ সুন্দর মন্তব্য করেছেন কাশেম ভাই । অনেক অনেক ধন্যবাদ আপানকে
খুব ভালো লাগলো।
থ্যাঙ্কু কবি ….
সরস, ভালো লাগলো, জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনিমেষ শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ভাই । আপনাকেও শুভেচ্ছা …
ব্যঙ্গাত্মক সরস কবিতা –
অভিনন্দন ও শুভেচ্ছা কবিকে
অনেক ধন্যবাদ অনিরুদ্ধ বুলবুল । আপনি সব সময় মন্তব্য করেই যাচ্ছেন ।
ভাল লাগল