Today 05 Feb 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

একটি হৃদয়স্পর্শী ভালোবাসার গল্প

লিখেছেন: আনোয়ার জাহান ঐরি | তারিখ: ০৪/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1264বার পড়া হয়েছে।

একটি ছেলে তার প্রেমিকার “আমি তোমাকে ভালবাসি, তোমাকে মিস করি” এই টাইপ মেসেজ পেতে পেতে বিরক্ত হয়ে যেত !

এক রাতে প্রেমিকার কাছ হালকা কথা কাটাকাটির পর সে মোবাইল সাইলেন্ট করে দিলো, অনেকগুলো ফোন আসলো, একটি মেসেজ আসলো, কিন্তু সে সেটি না পড়ে ঘুমিয়ে গেল।

পরদিন ভোর বেলায় মেয়ের মা’র ফোনে তার ঘুম ভাঙ্গল। মা বললেন, তার মেয়ে গতকাল রাতে এক্সিডেন্টে মারা গিয়েছে।

বাকরুদ্ধ ছেলেটি তখন মেসেজটি চেক করলো। লেখা ছিল —

” প্লিজ, তুমি বাসার সামনে বের হও, তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই কাউকে না জানিয়ে এত রাতে বের হয়েছিলাম, আমি এক্সিডেন্ট করেছি, আমার অবস্থা খুবই খারাপ, একবার তোমাকে দেখবো, আই এম সরি….

 

জীবনে কখনই কোন কিছু Ignore করবেন না।

 

সংগৃহীত

 

১,৩৬০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫৪ টি
সর্বমোট মন্তব্য: ৮০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০২ ১১:৫৫:৩৪ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো এই ভিন্ন ধরণের গল্প।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  চমৎকার………..।
  ভাল লাগা

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল ভালবাসার গল্প । আর ও চাই

 4. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  অদ্ভুত ভাল লাগা।

  ++++++++++++++++++

 5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  চমৎকার গল্প। শিক্ষণীয়।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top