নোটিশ
একবার ডাক দিয়েই দেখো
এই লেখাটি ইতিমধ্যে 1386বার পড়া হয়েছে।
একবার ডাক দিয়েই দেখো-
অামি তোমার কতটা কাছে।
কষ্ট যাতনার জলরাশি সাঁতরে
চোখের পলকেই তোমার সামনে
যাবো দাড়িয়ে-দু-হাত বাড়িয়ে,
চোখ মুদলেই অনুভবে মিশে যাবো।
একবার ডাক দিয়েই দেখো-
কত সহজেই ভুলে বিরহ বেদনা
জড়িয়ে নেব উদত্ব বক্ষে অাবার।
কঁপাল জুড়ে এঁকে দেব শত চুম্বন
অাবার উড়াবো তরীতে পাল
ভাসাবো নিজেকে প্রেম সায়রে।
একবার ডাক দিয়েই দেখো-
ছেড়ে পিছুটান সাধিব সুর ছন্দানন্দে
ভরাবো ভুবন কবিতা গানে।
অাসবে জোয়ার মন যমুনা
মিলবো যুগলে একই মোহনায়
তোমাতে অামি অামাতে তুমি।
১,৩৬৬ বার পড়া হয়েছে
ভালো লাগলো প্রেমের কবিতা, বাসন্তী ভালোবাসা রইল …
হতভাগী ডাক দে এই ভাইটারে
এত ভালবাসা কোথায় পাবি
সুন্দর লিখেছেন ভাইয়া