Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

একি মন্দ না দ্বন্দ্ব

লিখেছেন: এম আর মিজান | তারিখ: ১৬/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1340বার পড়া হয়েছে।

বাতাসে বিষের গন্ধ,একি মন্দ,মন্দ না দ্বন্দ্ব,
শুনিনা নূপুর সুর,মেঠো পথে দুলে চলা শুনি কামানের আচানক ছন্দ।

দেখিনা জীবনের উচ্ছাসী সুখ,দেখি ধুক ধুক প্রান,
দেখি হারাবার অশ্রু,বিগলিত লাশ আর ভয়ার্তের ম্লান।

শুনিনা মাঝরাতে পাখিদের আচানক ডাক,শুনি কারো বুক ফাটা চিৎকার,
কুড়াতে দেখিনা ফুল,বকুল,চামেলি, কূল,দেখি লাশ ষৎকার।

দেখিনা মেহেদি হাত,আলতাতে লালা করা পা,
দেখি সারা গায়ে আচরের দাগ,দেখি ধর্ষিত গা।

দেখি রমনীর লাজ মুখে করুনার জল,দেখি ভয়ে কাপা ঠোট,
দেখি মানুষের রুপ ধরে পিচাশের দল,দেখি হারমানে নরকেরও কীট।

জলেতে বিষের গন্ধ,একি মন্দ,মন্দ না দ্বন্দ্ব,
একি তবে স্বাধীনতা পুর,একি মানবতা ছন্দ?

না! এটা দ্বন্দ্ব আর ছন্দের দ্বন্দ্ব,
এটা জীবনের চাওয়া না চাওয়ার দ্বন্দ্ব।

এটা পরাধীন, স্বাধীনতা, পাওয়া না পাওয়ার মাঝে দ্বন্দ্ব,
এটা বেঁচে থেকে মরে যাওয়া,গনতন্ত্র দ্বন্দ্ব।

এটা মন্দ না, মন্দের ছন্দ না,এটা দ্বন্দ্ব,
এটা শাসক আর সাশিতের অসহায় দ্বন্দ্ব।

১,৩২৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এম আর মিজান।শরীয়তপুর জেলার নড়িয়া থানায় জন্ম।১৯৮৯ সালের ০৫ ই ফেব্রুয়ারি। লেখালেখিতে হাতে খড়ি ক্লাস সেভেন থেকে।আশাহত হওয়াতে ছোট বেলার কোন লেখাই অবশিষ্ট নেই।গান লিখাই ছিল প্রধান। গাইতে চাইতাম, সুযোগ হয়ে ওঠেনি। বিভিন্ন নাট্যদল ছিল প্রিয় সংগ।মনের তাড়নায় লিখি।প্রিয় স্থান :বরিশাল। প্রিয় সৃতি:জান্নাতুল ফেরদৌস। দু:খময় সৃতি:জান্নাতুল ফেরদৌস। প্রিয় ডাক:নানুর নিঝু ডাক।প্রিয় বন্ধু:আতিকুর রহমান। প্রিয় উক্তি:নিজের"পৃথিবীর সবাই তোমাকে কোন না কোন কারনেই ভালো বাসে,তুমিই তোমাকে কারনে অকারনে বোঝ এবং ভালো বাস।প্রিয় প্রত্যাশা :মৃত্যুর অপেক্ষা....
সর্বমোট পোস্ট: ৫৭ টি
সর্বমোট মন্তব্য: ২৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১২ ১৪:০৬:৩১ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  বাতাসে বিষের গন্ধ,একি মন্দ,মন্দ না দ্বন্দ্ব,
  শুনিনা নূপুর সুর,মেঠো পথে দুলে চলা শুনি কামানের আচানক ছন্দ।
  দেখিনা জীবনের উচ্ছাসী সুখ,দেখি ধুক ধুক প্রান,
  দেখি হারাবার অশ্রু,বিগলিত লাশ আর ভয়ার্তের ম্লান।
  +++++++++++++++++

  সুন্দর কবিতা। অনেক অনেক শুভেচ্ছা মিজান ভাই ।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  ভাবনার বিস্তারেই কবিতা
  ভাল লাগল

 3. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

  ভালো লাগা রইলো কবি।ধন্যবাদ।

 4. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  ভাল লিখেছেন প্রিয়।শুভকামনা।।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বাস্তব প্রেক্ষাপটে লেখা কবিতা ভাল লাগল

 6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগল।

 7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  গনতন্ত্র লেখা থাকলেই আমি লেখাটা নিয়ে একটু ভাবি, গনতন্ত্র আমার কাছে অনেক সময় অদ্ভুত লাগে।

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বর্তমান গণতন্ত আমরা কাছে বেশ অদ্ভুদ লাগছে …………….
  বেশ ভাল মুগ্ধকর অনুভুতি
  খুব ভাল …………লেগেছে লিখনী

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top