Today 26 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“একুশে ও বসন্ত সংখ্যা”জন্য যাদের লেখা মনোনীত হয়েছে

লিখেছেন: ব্যবস্থাপনা সম্পাদক | তারিখ: ০৯/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1932বার পড়া হয়েছে।

প্রিয় বন্ধুরা

আপনারা জেনে খুশি হবেন যে আসছে ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের  “একুশে ও বসন্ত সংখ্যা” প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রাপ্ত সব লেখা থেকে যে সব লেখা প্রাথমিক ভাবে মনোনীত হয়েছে তা মান উত্তীর্ণ। আপনারা জানেন যে আমাদের পত্রিকাটির সাইজ থাকবে: ৬.৯” x (৪.৮”+ ৪.৮”), কভার পেপার : ৩০০ গ্রাম আর্ট পেপার,  চার কালার, বাঁধাই : জুস বাইন্ডিং / অটো বাইন্ডিং,, ভেতরের কাগজ : ৬০ গ্রাম সাদা কাগজ, ভেতরের ছাপা : এক কালার। ধারনা ছিল পৃষ্ঠা সংখ্যা ২২৪ হবে। কিন্তু এখন এটি সব মিলিয়ে ৩০০ অতিক্রম করেছে। আমরা শুরুতে বলেছিলাম যে ২২৪ পৃষ্ঠার জন্য ২০০ টাকা মূল্য থাকবে। এখন সব মিলিয়ে হয়ত মূল্য ৩০০ টাকা করতে হবে। আর বাজেট স্বল্পতার জন্য আমরা হয়ত ৩০০ কপি প্রকাশের বদলে ২৫০ কপি প্রকাশ করব।

আমরা আপনাদের কাছ থেকে একটি তথ্য জানতে চাই যে আপনারা কে কি কয়টি সংখ্যা কিনতে পারেন। সংখ্যাটির একটি অনুমান জানা গেলে আমাদের জন্য সুবিধা হয় কারন বুজতেই পারছেন এই কাজটি একটি খরচ সাপেক্ষ ব্যাপার।

আপনাদের সবার সহযোগিতা আশা করছি।

 

বিনীত

সম্পাদক

 

 

নিম্নের বন্ধুদের লেখাগুলো মনোনীত হয়েছে-

আলমগীর হোসেন আবীর

শেখ জহিরুল মাহমুদ তুহিন

আলতাফ হোসেন

কালাম আজাদ

সুখী মানুষ

মোঃ শাহীনুর রহমান

জামিলা পান্না

অংকুর

শ‍হীদুল ইসলাম প্রামানিক

ফিদাতো মিশকা

ড. মাহফুজ পারভেজ:

অদিতি ভট্টাচার্য্য

মাফরুহা আভা

আহমেদ রব্বানী

আলমগীর সরকার লিটন

শওকত আলী বেনু

সাফাত মোসাফি

এস ইসলাম

নোমান রহমান

তুহিন সরকার

শাহিন

মোহাম্মদ কামরুল ইসলাম

সিকদার

ডাঃ খোন্দকার পারভেজ আহমেদ

মোস্তাক আহমেদ

মুনিম রহমান

শাহানারা রশিদ ঝর্ণা

নাজমুল হক ইমন

কামাল হোসেন

হামি্দ

ওসমান সজীব

তৌহিদ উল্ল্যাহ শাকিল

এমদাদ হোসেন নয়ন

শাহরিয়ার সজিব

শাম্মী শিল্পী তুলতুল

মোঃ আমিনুল ইসলাম

মোঃ অলিউর রহমান

রূপা

আহমেদ রুহুল আমিন

কাউছার আলম

রফিক আল জায়েদ

নীলকন্ঠ জয়

Crown.

মেহেদী হাছান

তওসীফ সাদাত

আশিকুজ্জামান

আজিম

আহমেদ ফয়েজ

মাহ্‌দী ফায়েজ

আহমেদ নিরব

আজিজুল ইসলাম

তৌফিক মাসুদ

আঃ হাকিম খান

মোসাদ্দেক

আরিফুর রহমান

ফেরদৌসী বেগম

তৌহিদুল ইসলাম ভুঁইয়া

জিয়াউল হক

খাদিজাতুল কোবরা লুবনা

আব্দুল হাকিম চাকলাদার

সপ্নিল রায়

আলমগির সরকার লিটন

মোস্তাক চৌধুরী

সাঈদুল হাসান

জিল্লুর রহমান

শাওন রশিদ

গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

রাজিব সরকার

মোঃ ওবায়দুল ইসলাম

বৈশাখী ঝড়

চারু মান্নান

নাসরিন খান রেশমা

আলামগীর কবির

আহমেদ ইশতিয়াক

ওয়াহিদ উদ্দিন

মুহাম্মদ দিদারুল আলম

বিএম বরকতউল্লাহ্

রোদের ছায়া

আহসান হাবীব সুমন

মৌনী রোম্মান

মো: মালেক জোমাদ্দার

নিঃশব্দ নাগরিক

মিলন বনিক

নুরুজ্জামান মাহ্‌দি

কৌশিক

তুষার আহসান

এস এম আব্দুর রহমান

আযহা সুলতান

সুমাইয়া বরকতউল্লাহ্

এ হুসাইন মিন্টু

মুহাম্মদ আনোয়ারুল হক খান

শ্যাম পুলক

সাঈদ চৌধুরী

তাপসকিরণ রায়

আবদুল্লাহ আল নোমান দোলন

এ টি এম মোস্তফা কামাল

কে এইচ মাহবুব

এই মেঘ এই রোদ্দুর

আরজু

আমির হোসেন

শাহ্‌ আলম শেখ শান্ত

এম, এ, কাশেম

২,৩৪১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৭৫ টি
সর্বমোট মন্তব্য: ৪৫৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-২০ ০৫:০৫:২৮ মিনিটে
Visit ব্যবস্থাপনা সম্পাদক Website.
banner

৫১ টি মন্তব্য

  1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    “একুশে ও বসন্ত সংখ্যার’’ লেখকদের তালিকা প্রকাশ করার জন্য সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নাম তালিকায় লিবিবদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে সম্পাদক সাহেবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আপাযত একটি সংখ্যা কিনতে চাই। পাঠক যদি সংগ্রহ করতে পারি তাহলে পরবর্তীতে মন্তব্য করে জানিয়ে দিব।

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    অনেক ধন্যবাদ…. আমিও আপাতত একটি সং্খ্যা কিন্তে চাই

  3. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

    অনেক ধ্যনবাদ লেখা মনোনীত করার জন্যে। কপি না হয় নিলাম।দেশের বাইরে থেকে মূল্য পরিশোধ এবং কালেকশন কী ভাবে হবে? জানালে ভালো হয় ।ভালো থাকবেন সম্পাদক সাহেব।আপনাদের উদ্যোগ সফল হোক।

  4. মো: মালেক জোমাদ্দার মন্তব্যে বলেছেন:

    “একুশে ও বসন্ত সংখ্যায়” লেখকদের তালিকায় আমার নাম রাখার জন্য সম্পাদক সাহেবকে অনেক ধন্যবাদ । আমি 0৮ কপি কিনতে চাই। আমার মোবাইল : মালেক- ০১৬৭৮৭১৪২৯৭ / ০১৭১৫১২৭২৫০

  5. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

    আমি ১ কপির জন্য আবেদন করছি।

  6. আজিম মন্তব্যে বলেছেন:

    মাননীয় সম্পাদক, আমার সালাম নিবেন । আমি ১টি কপি নিব । ধন্যবাদ এই মহতী উদ্যোগ গ্রহনের জন্য ।

  7. আহসান হাবীব সুমন মন্তব্যে বলেছেন:

    সম্পাদক সাহেবের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি । খুব ভালো লাগছে চলন্তিকা পরিবারের একজন নতুন সদস্য হয়েও একুশে ও বসন্ত সংখ্যার সম্মানিত লেখকদের মাঝে নিজের নামটা দেখতে পেরে ।

    আমি নিজের জন্য একটি সংখ্যা অবশ্যই কিনছি । আর এই সংখ্যা প্রচার ও প্রসারের ব্যাপারে বাড়তি কিছুর প্রয়োজন হলেও করার আগ্রহ প্রকাশ করছি সানন্দে ।

    অসংখ্য ধন্যবাদ ।

  8. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    অভিনন্দন ও শুভ কামনা সবার জন্যে………….

  9. শাওন রশিদ মন্তব্যে বলেছেন:

    ১ কপি নেব… পরে কয়টা লাগে তার অনুমান আপাতত করতে পারছিনা…

  10. আহমেদ নিরব মন্তব্যে বলেছেন:

    আমাকে মনোনীত করার জন্য ধন্যবাদ মাননীয় সম্পাদক সাহেব। আমি একটি কপি কিনব। শুভ কামনা রইল।

  11. জিয়াউল হক মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ মাননীয় সম্পাদক এবং চলন্তিকা পরিলনায় যারা নিবেদিত। আমি ২কপির অর্ডার দিলাম।

  12. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    আমি এই ব্লগে নতুন এসেছি।তবু গুণীলেখকদের মাঝে আমার নিজের নামটি দেখে খুব ভাল লাগছে।ধন্যবাদ চলন্তিকা পরিবারের সবাইকে।

  13. আরজু মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ সম্পাদক ভাই আর সবার সাথে আমার লিখা ও সিলেকশনের জন্য। আপনি ভালো থাকবেন। শুভ কামনা।

  14. মোস্তাক আহমেদ মন্তব্যে বলেছেন:

    কার কোন লেখাটি যাচ্ছে জানালে ভাল হয়। আমি ১ কপি নেব।
    সম্পাদক ভাই কে আবারো ধন্যবাদ এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। ভাল থাকুন সবসময়।

  15. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

    ধণ্যবাদ ও কৃতজ্ঞতা আমার লেখা মনোনীত করার জন্য । আমি ২ কপি নেবো । সম্পাদক সাহেবকে আবারও ধণ্যবাদ এমন একটি উদ্যোগ গ্রহন করার জন্য ।

  16. ফেরদৌসী বেগম মন্তব্যে বলেছেন:

    ওয়াও! আমার নামও দেখছি আছে!! আমি এখানে একেবারেই নতুন এবং অনিয়মিত, তারপরও গুণীলেখকদের মাঝে নিজেকে দেখে সত্যিই অভিভূত হলাম। আমাকে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি ব্লগ সঞ্চালক এবং ব্লগ কর্তৃপক্ষ সহ সংশিষ্ট সবাইকে। আর আমি ৫/৬ টি সংখ্যা কিনতে চাই, যদি সন্ভব হয়। চলন্তিকার “একুশে ও বসন্ত সংখ্যা” এর জন্য অনেক অনেক শুভকামনা আর সফলতা কামনা করছি।

  17. ওসমান সজীব মন্তব্যে বলেছেন:

    ভালো লাগল নিজের নামটি দেখে। ধন্যবাদ।এটা কি চূড়ান্ত বাছাই? আশা করি অসাধারণ কিছু হ বে যাতে করে অন্য সবাই সংখ্যা টি কিনে মুগ্ধ হবে। আমরা কোয়ানটিটি চাই না চাই কোয়ালিটি ।
    গত বছর একটি ব্লগ কোন লেখা বাছাই না করে সংকলন বের করেছিল তার ফল হয় অতি নিম্ন মানের লেখা আছে যা বলার মত না ।জগাখিচুরি হয়েছে।তাতে এই অধমের নিন্ম মানের লেখাও ছাপা হয়। প্রথমে খুশি হয়েছিলাম পরে সংকলন টি পড়ে হতাশ হয়েছি সব বস্তা পচা লেখায়। তারা কোয়ানটিটি কে প্রাধন্য দিয়েছে কোয়ালিটি কে না। আমার মনে এই সংখ্যাটি দুর্দান্ত কিছু হবে প্রশংসিত হবে সব মানসম্মত লেখায়।শুভ কামনা রইল।

  18. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য সম্পাদককে ধন্যবাদ । আমি একটি সংখ্যা কিনবো ।

  19. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    নিজের নামটি তালিকায় পেয়ে খুব ভালো লাগছে…আশা করছি এটি অবশ্যই প্রকাশনার ক্ষেত্রে মানসম্মত এবং প্রসংশনীয় অবদান রাখবে। আমি 01 কপি পাওয়ার আশা রাখি….

  20. নুরুজ্জামান মাহ্‌দি মন্তব্যে বলেছেন:

    যেকোন প্রকাশনার জন্য প্রকাশকের দায় অনেক বেশি। আশা করি সে দায়মোচনের অবস্থা থাকবে। সংখ্যাটি অসাধারণ হবে।

    চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না এখনই
    কতগুলো লাগবে
    ১টি তো অবশ্যই।

  21. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    সবার প্রথমে ধন্যবাদ জানাই চলন্তিকা’র পরিবারকে। তারপরে ধন্যবাদ জানাই সম্পাদকসহ আমার প্রেরণাদায়ক সকল পাঠককে। আমার নামখানি তালিকায় দেখে খুবই আনন্দিত হলাম। আশা করি মাবসম্মত একটা প্রকাশনার মাধ্যমে আমার প্রথম প্রিন্টেড প্রকা্শনা বের হবে। আমি এখন প্রতিটা মূহুর্ত উত্তেজনার মাঝে কাটাচ্ছি কবে পাবো আমার প্রকাশনার কপি সেই ভাবনায়। আমার অন্তত ০২ কপি লাগবে। আর এই প্রকাশনার কপি যদি কোন লাইবরেরীতে বিক্রির জন্য রাখা হয় তাহলে জানালে আমার অন্য সকল বন্ধু-বান্ধব কিনে নিতে সক্ষম হবে।

  22. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    আমার নামও দেখছি আছে!!
    আমার মত ক্ষুদ্রতম লেখকের লেখা বিজ্ঞ গুণীলেখকদের
    সাথে থাকবে জেনে সত্যিই অভিভূত হলাম।
    আমাকে মনোনীত করার জন্য অনেক অনেক
    ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সম্পাদক সাহেব ও সবাইকে।

    আশা করছি এটি অবশ্যই
    প্রকাশনার ক্ষেত্রে মানসম্মত
    এবং প্রসংশনীয় অবদান রাখবে।

    আমিও আপাতত
    ১ টি সংখ্যা কিনব ।

  23. আলমগির সরকার লিটন মন্তব্যে বলেছেন:

    আমি তো এর আগে মন্তব্য করেছিলাম কিন্তু নাই

    একুশে’১৪
    বইয়ের এক কপি কিনবো
    আর নাম থাকায়
    অনেক ধন্যবাদ
    ভাল থাকুন–

  24. হামি্দ মন্তব্যে বলেছেন:

    মাননীয় সম্পাদক, আমার সালাম নিবেন । আমি 2টি কপি নিব । ধন্যবাদ এই মহতী উদ্যোগ গ্রহনের জন্য ।

  25. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

    “একুশে ও বসন্ত সংখ্যায়” লেখকদের তালিকায় আমার নাম রাখার জন্য সম্পাদক সাহেবকে অনেক ধন্যবাদ। আমার শ্রদ্ধা জানবেন। আমি দুই কপি নিব। এ ব্যাপারে ধন্যবাদ জানিয়ে একটা ই-মেইলও পাঠিয়েছি।

  26. আরজু মন্তব্যে বলেছেন:

    আমি ১০ টি কপি কিনতে চাই।ধন্যবাদ।

  27. সিকদার মন্তব্যে বলেছেন:

    আমার লেখা মনোনীত করার জন্য ধন্যবাদ । আমি আমার জন্য এক কপি কিনতে চাই ।

  28. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ। ৩ কপি কিনতে আগ্রহী।

  29. মোঃ শাহীনুর রহমান মন্তব্যে বলেছেন:

    আমার নাম মনোনীত হওয়ায় সম্পাদক মহোদয়কে অশেষ ধন্যবাদ, আমি একটি কপি কেনার আশা পোষন করি।

  30. বৈশাখী ঝড় মন্তব্যে বলেছেন:

    আমার লেখা মনোনীত করার জন্য ধন্যবাদ। আমি একটি সংখ্যা কিনতে চাই

  31. আলমগীর হোসেন আবীর মন্তব্যে বলেছেন:

    একটা কপি তো অবশ্যই কিনব। সবকিছু ভাল লাগলে আরও দু একটা কিনতে পারি।

  32. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ।আমি ৩ কপি পেতে চাই। কি ভাবে টাকা পাঠাবো আর আপনারাই বা কি ভাবে আমায় বই পাঠাবেন? অনুরোধ থাকল জানাতে।

  33. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    আপাতত 2 কপি নেব,

    মহতি উদ্যোগের সাফল্য কামনা করছি।

  34. কৌশিক মন্তব্যে বলেছেন:

    লাগছে ভালো নামটি দেখে
    একটি কপি নিলাম রেখে..

  35. অদিতি ভট্টাচার্য্য মন্তব্যে বলেছেন:

    আমার লেখা প্রকাশ করার জন্য ধন্যবাদ। চলন্তিকা পাঠকের প্রিয় হয়ে উঠুক এই কামনা করি। আমি এক কপি বই কিভাবে পেতে পারি। আমি পশ্চিমবঙ্গের অধিবাসী।

  36. মেহেদী হাছান মন্তব্যে বলেছেন:

    I will buy one.

  37. গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ সম্পাদক সাহেবকে নাম প্রকাশ করায়।
    আমি আপাতত ১টি কপি নিতে চাই।
    অনেক শুভ কামনা রইল।

  38. মৌনী রোম্মান মন্তব্যে বলেছেন:

    আমি এক কপি কিনবো । কিভাবে টাকা পাঠাতে হবে জনাবেন দয়া করে

  39. মৌনী রোম্মান মন্তব্যে বলেছেন:

    আমার লেখা মনোনীত করায় অশেষ অশেষ ধন্যবাদ :-)

  40. নীলকন্ঠ জয় মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ সম্পাদকে।
    আমি দুই কপি নিতে চাই। টাকা পাঠানোর উপায়টা জানাবেন।

  41. সাঈদুল হাসান মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ সম্পাদক সমীপে; কিনতে হলে কেমনে কিভাবে বিনিময় তা জানালে ভাল লাগবে।

  42. আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

    শুভেচ্ছা রইল ৷ আপনাদের উদ্যোগ নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ ৷ এ কারণে অভিনন্দন জানাই ৷ খরচ সাপেক্ষ ব্যাপার বিবেচনায় প্রথম পর্যায়ে একটি করে সংখ্যা কেনার কথা ভাবছি ৷ পরবর্তীতে এর মানদন্ড বিবেচনায় প্রকৃত ( ক্রয়/বিক্রয়-এর ) সংখ্যাটি বলা যাবে ৷
    শুভেচ্ছান্তে-
    -আহমেদ রুহুল আমিন ৷

  43. সপ্নিল রায় মন্তব্যে বলেছেন:

    আমার ২ কপি চাই আনোয়ার ভাই ।

  44. সাঈদুল হাসান মন্তব্যে বলেছেন:

    এক কপি আপাতত:

  45. মোসাদ্দেক মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ আমাকে মনোনীতেদর তালিকায় নেয়ার জন্য…

    আমার জন্য ২ কপি…আর কিভােব টাকা পাঠােত পারি অনুগ্রহ করে জানাবেন

  46. মাহ্‌দী ফায়েজ মন্তব্যে বলেছেন:

    কোন লেখাটা নির্বাচিত হয়েছে তা জানা গেল না। জানলে ভালো হত। আপাতত এক কপিই থাক। পরে দরকার পড়লে আরেক সংস্করণ করে আরো কিছু নেয়া যাবে…

  47. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ফাইন আডিয়া
    ভালো লাগলো ……………….
    সুন্দর উদ্যোগ

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top