এক জীবনের ট্রাজেডি
এই লেখাটি ইতিমধ্যে 1374বার পড়া হয়েছে।
স্বপ্ন দেখার আগেই যদি স্বপ্ন ভেঙ্গে যায় কেমন হয় তার কস্ট পাইনী তবে অনুভব করেছি কাছের মানুষকে কাদঁতে দেখে। অনেক চেষ্টা করেছি কাউকে কষ্ট না দিয়ে ওদের সুখি করতে পারিনী। ওরা দুজন দুজন কে কখন ও দেখেনী ছেলেটি আমার কাজিন আর মেয়েটি বেস্ট ফ্রেন্ড। যদিও আমার কারনে পরিচয় তখাপি ওদের রিলেশনে আমার কোন হাত নেই। প্রথম প্রথম দুজনকে বুঝাই বান্ধবীর সোজা কথা তুই এর মাঝে ছিলি না আসবিনা আমাদের টা আমরা বুঝবো। মেনে নিলাম।
কিন্তু বললেই কি হয়। কাজিনটা বরাবরই সহজ যা করবে রিয়েল করবে। কত বুঝালাম দেখ এমন অনেক হয়।
মোবাইলে টাকা নেই তাই বান্ধবীর খবর নিতে পারছিনা। হঠাৎ দুপুর বেলা কল আসলো মুক্তা আমার ফোনে ২০ টাকা সেন্ড করতে পারবি।
-এখনী
-হ্যাঁ
-নারে সোনা এখনতো সব বন্ধ হয়ে গেছে।
-ওকে পরে কথা বলব বাই।
বলেই কেটে দিলো কিছু বুঝতে পারলাম না। সারা দিন কল দিলাম ধরলো না। চিন্তায় মাথা অস্থির। এমনিতে ও আবার একটু রাগি সভাবের বলা যায় না ঘাড় তেরা।
যাই হোক বেলা শেষে কল ধরলো। কন্ঠ শুনে বুঝলাম কাঁদছিলো। জানতে চাইলাম কি হয়েছে।
– আমাকে দেখতে এসেছে। আগামি শুক্রবার হয়তো বিয়ে হয়ে যাবে।
– আমি হেসে বললাম ভালতো। যদিও আমার কাজিনের জন্য বুকটা ফেটে যাচ্ছে তথাপি ওকে বুঝতে দিলামনা।
-আমার মরে যেতে ইচ্ছা করছে।
-কেন?
– যাকে আমি দু চোখে দেখতে পারি না তাকে নিয়ে সারা জীবন কাটাবো কি করে।
-মানে ছেলে কে?
– ঐ আর্মি ছেলেটা।
-ওহ তোর মায়ের পছন্দ।
-মাহবুব জানে তোর এই খবর।
– এখন বলছি।
– কি বলল?
– কি বলবে নিজের কাছে নিজেই অপরাধী। একটা ছেলে মানুষ এভাবে কাদতে পারে আমি জানতাম না। আমাকে সবাই বুঝাচ্ছে।
-বুঝানো কি আছে মা বাবা সব সময় সন্তানের ভাল চায়।
-ভাল কিসে ভাল সেটাই তো বুঝে না।
ওর কান্না শুনে আমি আর সইতে পারলাম না। ইচ্ছে করছিলো ওর কাছে ছুটে যাই। যাই হোক যত দিন যাচ্ছে তত ওর কান্নাঁ বেড়ে চলছে।
-মাহবুব এত চাপা সভাবের যে সহজে নিজের কস্ট কাউকে বলে না। ঘুমের ঔষুধ খেয়ে পড়ে থাকে। অনেক চড়াই উৎড়াই পেড়িয়ে বিয়েটা ভাঙ্গলো।
চলবে—–
১,৩৫৩ বার পড়া হয়েছে
পড়ে আরাম পেলুম—– সুন্দর গতিময় লিখা ———— দেখি পরের পর্বে কি আসে।
একটা ছেলে মানুষ এভাবে কাদতে পারে আমি জানতাম না।
সবায় কাঁদে
কেউ নিরবে কেও সরবে,
দুঃখে কেউবা সুখে।
এই জীবন
হাসি কান্নার মহা মিলন।
আপনার জন্য————
বেশ সুন্দর করে নিজেকে প্রকাশ ।
আর লেখা পাচ্ছি না কেন?
খুব সুন্দর লেখা ভাল লাগল আপি। লিখে যান। আপি আপনার ফেইসবুক আইডি যদি দিতেন খুশি হতাম