Today 26 Oct 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এপিগ্রাম ইন “ভয়ংকর সুন্দর”

লিখেছেন: মরুভূমির জলদস্যু | তারিখ: ২৪/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1321বার পড়া হয়েছে।

কদিন আগে পড়েছি সুনীল গঙ্গোপাধ্যায় এর লেখা কাকাবাবু সিরিজের বই ভয়ংকর সুন্দর

আমার স্বভাব মতোই পড়ার সময়ে খুঁজে পেয়েছি কিছু এপিগ্রাম, যেমন –

১। যে যায়গাটা এখনও দেখা হয়নি কল্পনায় সেটাই সবচেয়ে সুন্দর লগে।

২। কম্পানিকা মাল দরিয়া মে ঢাল।

৩। দেখার জিনিসের শেষ নেই। কোন যায়গাতে গিয়ে কখনো ভাববে না দেখার কিছু নেই সেই যায়গায়। খোলা চোখ নিয়ে তাকালেই অনেক কিছু দেখতে পাবে।

৪। ভয়কে প্রশ্রয় দিতে নাই।

৫। বিপদের সময় মানুষের এমন মনের জোড় এসে যায় যে অনেক সময় অসম্ভবও সম্ভব হয়ে যায়।

৬। বিপদের রাত্রি অনেক দেরি করে শেষ হয়।

৭। দিনের আলোয় অনেকটা সাহস আসে।

৮। মনকে বেশি চঞ্চল হতে দিতে নাই তাতে কাজ নষ্ট হয়।

প্রথম প্রকাশ: ঝিঁঝি পোকা

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।

১,৩০৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের মরুভূমির জলদস্যুর নিমন্ত্রণ।
সর্বমোট পোস্ট: ৯৭ টি
সর্বমোট মন্তব্য: ২৯৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-৩০ ১৫:৫৮:৫৮ মিনিটে
Visit মরুভূমির জলদস্যু Website.
banner

১১ টি মন্তব্য

 1. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

  জায়গা, লাগে। আরও কয়েকটি শব্দ একটু দেখে নিন।
  ছবিটা অনেক বড়ো হয়েছে। ধন্যবাদ। শুভেচ্ছা অবিরত।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Besh kotha

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  দরকারী কথা ভাল লাগল । শুভ কামনা ।

 4. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  শেয়ার করার জন্যে ধন্যবাদ প্রিয়।বইটি পড়তে হবে।।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আগেই পড়েছিলাম ভাল লেগেছে

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  nice very nice valo laglo

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top