Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

এপিগ্রাম ইন “মর্নিং স্টার”

লিখেছেন: মরুভূমির জলদস্যু | তারিখ: ০১/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1321বার পড়া হয়েছে।

কদিন আগে পড়ে ছিলাম হেনরি রাইডার হ্যাগার্ডের “মর্নিং স্টার”বইটির নিয়াজ মোরশেদের বাংলা অনুবাদ। হেনরি রাইডার হ্যাগার্ডের অন্য বইগুলির মত এই বইটিও চমৎকার লাগলো। বইটি পড়ার সময় অনেকগুলি এপিগ্রাম চোখে পড়েছিল আর আমার স্বভাব মত সেগুলি দাগিয়ে রেখেছিলাম। আজ সেগুলিই শেয়ার করছি।

 

 

১/ নশ্বর মানুষের কাছ থেকে ভবিষ্যৎ লুকিয়ে রাখা হয়, কারণ এর অবগুণ্ঠন উন্মোচন হলে ভয়াবহ আতঙ্কে তারা নিঃশেষ হয়ে যাবে।

২/ তোমার বিশ্বাসই তোমাকে সাহায্য করবে।

৩/পাপও তার মূল্য দিতে ভুল করে না।

৪/ ভালোবাসা তো বিলিয়ে দেয়া যয় না। ভালোবাসা ধার দেয়া যায়, বিনিময়ে চাই চড়া সুদ। না, শুধু সুদ নয়, সুদ আসল কড়ায় গণ্ডায় ফেরত চাই।

৫/ বড় হও যদি পার, তবে বড় হওয়ার পাশাপাশি ভালোও হতে হবে।

৬/ সামনের দিনগুলি ভালো হরে পুরোপুরি উপভোগ করো। দিন খারাপ হলে ধৈর্য ধরে থেকো।

৭/ পাপ ছাড়া অন্য কোন কিছুর জন্যই অনুশোচনা করো না, কোন কিছুকেই ভয় পেয়ো না। কোন কিছুর আশা করো না, কারণ সব কিছুই নির্ধারিত হয়ে আছে, কোন কিছুই তা থেকে বদলাবে না।

৮/ সাপ কখনো সিংহের মত গর্জন করে কিছু করে না, সেজন্যেই তাকে ভয় বেশি।

৯/ ভালোবাসার জন্য যে ভুল তা ক্ষমার অযোগ্য নয়।

১০/ যে চিকিৎসক অল্প পারিশ্রমিক নেয় তার কাছে রোগী যেতে চায় না।

১১/ আপনার ফসল পাকা মাত্রই তা কেটে ঘরে তুলুন, আগামী বছর ফসল হবে কিনা, আর তা দিয়ে অন্যকেউ রুটি বানিয়ে খাবে কিনা, তা নিয়ে মাথা নষ্ট করা অর্থহীন।

১২/ ভবিষ্যতে কি ঘটবে তা আপাতত ভবিষ্যতের গর্ভেই লুকানো থাক।

 

১,৩০২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের মরুভূমির জলদস্যুর নিমন্ত্রণ।
সর্বমোট পোস্ট: ৯৭ টি
সর্বমোট মন্তব্য: ২৯৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-৩০ ১৫:৫৮:৫৮ মিনিটে
Visit মরুভূমির জলদস্যু Website.
banner

২ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    নশ্বর মানুষের কাছ থেকে অবিষ্যৎ লুকিয়ে রাখা হয়, কারণ এর অবগুন্ঠন উন্মোচন হলে অয়াবহ আতঙ্কে তারা নিঃশেষ হয়ে যাবে।

    বানি গুলি, বিশেষ করে এই প্রথম বানীটা খুব ভাল লাগলো।

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    বাস্তব সুন্দর কথাগুলো। অনেক ধন্যবাদ শেয়ারের জন্য

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top