Today 17 Jan 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ওগো সজনী

লিখেছেন: এম আর মিজান | তারিখ: ২৪/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1030বার পড়া হয়েছে।

ওগো সজনী তোমার জন্য দুটি কান পেতে রাখি বাতাসে,
তুমি আস আস বলে শুনি কত সুর রাখি আঁখি পাতি আকাশে।

তুমি আসবে গালে হাসবে থাকি আসাতে আকুল,
শুন্যতাকেই ভাবি পূর্নতা ভাবি অকূলেরে কূল।

তোমার চরন ধ্বনি নূপুরের সুর সাথে লয়ে,
বাজবে মনের কোণে আমার মনের সুর নিয়ে।

আমি দখিনারে বলি কভূ ঘুম ভেঙ্গে জাগি থাকি বসে,
সখি বুকের পাঁজর জুড়ে শুধু বসবাস তোমার পরশ খানি আসে।

আমি শুন্যতায় ভাবি পূর্নতা সখি তুমি আছ বলে,
জানি হবেনা আমার তবু কল্পনা তুমি মনতলে।

সখি কল্পনা তুমি জাগি রাতভোর কথাতে তোমার,
পূর্ন আমি অপূর্নতায় ভাবি তোমারেই আবার।

লিখি কাব্যে গাহি কন্ঠেতে গান সখি তোমারি আশায়,
রচি গল্প নাট্য সখি হাসি কাঁদি আশা নিরাশায়।

১,০০৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এম আর মিজান।শরীয়তপুর জেলার নড়িয়া থানায় জন্ম।১৯৮৯ সালের ০৫ ই ফেব্রুয়ারি। লেখালেখিতে হাতে খড়ি ক্লাস সেভেন থেকে।আশাহত হওয়াতে ছোট বেলার কোন লেখাই অবশিষ্ট নেই।গান লিখাই ছিল প্রধান। গাইতে চাইতাম, সুযোগ হয়ে ওঠেনি। বিভিন্ন নাট্যদল ছিল প্রিয় সংগ।মনের তাড়নায় লিখি।প্রিয় স্থান :বরিশাল। প্রিয় সৃতি:জান্নাতুল ফেরদৌস। দু:খময় সৃতি:জান্নাতুল ফেরদৌস। প্রিয় ডাক:নানুর নিঝু ডাক।প্রিয় বন্ধু:আতিকুর রহমান। প্রিয় উক্তি:নিজের"পৃথিবীর সবাই তোমাকে কোন না কোন কারনেই ভালো বাসে,তুমিই তোমাকে কারনে অকারনে বোঝ এবং ভালো বাস।প্রিয় প্রত্যাশা :মৃত্যুর অপেক্ষা....
সর্বমোট পোস্ট: ৫৭ টি
সর্বমোট মন্তব্য: ২৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১২ ১৪:০৬:৩১ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. মনির আহমদ মন্তব্যে বলেছেন:

  সুন্দর লিখেছেন কবি…..

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অরে বাপ্স কঠিন প্রেমে ভরা কোবতে ভাল লাগল

 3. শাহানারা রশিদ ঝর্ণা মন্তব্যে বলেছেন:

  sundor anuvutir prokash !

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Khub bhalo laglo Lekh Ti
  suvechha

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাল লাগা জানালাম

 6. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আমি শুন্যতায় ভাবি পূর্নতা সখি তুমি আছ বলে,
  জানি হবেনা আমার তবু কল্পনা তুমি মনতলে।
  অনন্যসাধারণ , ভালো থাকবেন।

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মুগ্ধকর ভাবনার প্রয়াস
  মুগ্ধকর তাই মুগ্ধ হলেম
  চমৎকার হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top