ও সুন্দরী মেয়ে
এই লেখাটি ইতিমধ্যে 1249বার পড়া হয়েছে।
ও সুন্দরী মেয়ে তুমি কি আগুন জালাইয়া
রুপ দেখাইয়া কোথায় যাও পালাইয়া,
তোমার রূপে গেছি আমি পাগল হইয়া।
তোমার উপর পড়ছে আমার ভালোবাসার নজর
বলে যাও কোথায় তোমার বাড়িঘর?
পাশে বসে কর না একটু আদর।
তোমার রূপের আগুন লাগল আমার সারা গায়
এই রূপের আগুন কি পানি দিয়া নিবানো যায়,
এখন কি করি হায় হায়…।
তোমার মনে কি একটুখানি দয়ামায়া নাই
তোমার পিরিতের জালাই,
আমায় কষ্ট দিয়ে কোথায় যাও পালাই।
তুমি কোন গাঁয়ের কন্যা এসো না বুকে
তোমার বুকে মাথা রেখে থাকব যে সুখে,
কেন কথা নেই তোমার মুখে।
প্রেমেরেই খেলা খেলবো আমি তোমার সঙ্গে
আদর সোহাগ ভরে দেব তোমার অঙ্গে,
চিরজীবন তোমায় নিয়ে থাকব এই বঙ্গে।
চাঁদের মতো তোমার মুখের হাসি
তাইতো আমি তোমায় এত ভালোবাসি,
প্রেমের জ্বরে মরছি আমি দিবা নিশি।
তোমাকে চাই আমি বুকের মাঝে
তোমাকে ছাড়া ভালো লাগে না যে,
আদর সোহাগে ভরে দেব কোন এক সাঁঝে।
তারিখ: ০৬/০৫/২০১৪
১,২৮০ বার পড়া হয়েছে
প্রেমের কবিতা ভাল লাগল
ধন্যবাদ আপনাকে।
বেশ মজা দিলেন কবি !
জসীম ভাই ধন্যবাদ।
চাঁদের মতো তোমার মুখের হাসি
তাইতো আমি তোমায় এত ভালোবাসি,
প্রেমের জ্বরে মরছি আমি দিবা নিশি।
আমির ভাই ঘটনা কি ?জাতি জানতে চায়।
ঘটনা কিছু নাই। নতুন করে প্রেমে পড়লাম। কারণ প্রেমের কোন বয়স নেইতো। তাই
সুন্দর লেগেছে কবিতাটি।ধন্যবাদ।
দারুণ লিখেছেন আপনি। খুবই সুন্দর হয়েছে। শুভকামনা আপনার জন্য।
প্রেমের কবিতা ভাল লাগল
রোমান্টিক গানেও মত মনে হল, অনেক সুন্দর , ধন্যবাদ , ভাল থাকুন।
ছন্দময় সুন্দর রোমান্টিক লিখা
ভাল লাগলো পড়ে